অনলাইন ডেস্ক
আইফোন ব্যবহারকারীদের স্প্যাম কলের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন ‘অটো–ব্লক স্প্যাম’ ফিচার নিয়ে এল ট্রুকলার। নতুন ফিচারটি ট্রুকলারের বিদ্যমান স্প্যাম ব্লক ফিচারে নতুন মাত্রা যোগ করে। কারণ ফিচারটি স্প্যামার, প্রতারক বা টেলিমার্কেটারদের কাছ থেকে কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুযোগ দেয়। নতুন অটো-ব্লক স্প্যাম ফিচারটি এই ধরনের কল আপনার ফোনে রিং হওয়ার আগেই ব্লক করতে সক্ষম। ফলে কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে না এবং আইফোন ব্যবহারকারীরা নিজেদের কাজে মনোযোগ দিতে পারবেন।
ট্রুকলার সব সময়ই অপরিচিত নম্বর চিহ্নিত করতে সাহায্য করে এসেছে। কিন্তু নতুন ফিচারটি আরও কার্যকরভাবে স্প্যাম কলগুলোকে ব্লক করে, যাতে সেগুলো আপনার কাছে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীরা দুটি স্তরের সুরক্ষা বেছে নিতে পারেন—
শীর্ষ স্প্যামার ব্লক: এই সেটিংস চালু কররে ট্রলার আগে থেকে চিহ্নিত করা সবচেয়ে খারাপ প্রতারক বা ঠকবাজদের কল ব্লক করে।
সব স্প্যামার ব্লক: যারা সম্পূর্ণ স্প্যাম-মুক্ত অভিজ্ঞতা চান, তাদের জন্য এই অপশনটি প্রয়োজন। স্প্যাম হিসেবে চিহ্নিত সব নম্বর ব্লক এই ফিচার করে। তবে এর মাধ্যমে বৈধ কলগুলোও ব্লক হতে পারে।
ব্লক হওয়া কলগুলো রিং করবে না, ফলে বিরক্তির সৃষ্টি হবে না। বরং, সেগুলো মিসড কল হিসেবে কল লগে দেখাবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে ‘স্প্যামার’ বা ‘প্রতারক’।
প্রাথমিকভাবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে সহজেই সুবিধাটি চালু করা যাবে।
সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করার সুযোগ মিলে থাকে।
স্প্যাম কল একটি সাধারণ বিড়ম্বনা এবং এগুলো মোকাবিলা করা অত্যন্ত হতাশাজনক হতে পারে। অটো-ব্লক স্প্যাম ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সহজ সমাধান প্রদান করে।
আইফোন ব্যবহারকারীদের স্প্যাম কলের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন ‘অটো–ব্লক স্প্যাম’ ফিচার নিয়ে এল ট্রুকলার। নতুন ফিচারটি ট্রুকলারের বিদ্যমান স্প্যাম ব্লক ফিচারে নতুন মাত্রা যোগ করে। কারণ ফিচারটি স্প্যামার, প্রতারক বা টেলিমার্কেটারদের কাছ থেকে কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুযোগ দেয়। নতুন অটো-ব্লক স্প্যাম ফিচারটি এই ধরনের কল আপনার ফোনে রিং হওয়ার আগেই ব্লক করতে সক্ষম। ফলে কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে না এবং আইফোন ব্যবহারকারীরা নিজেদের কাজে মনোযোগ দিতে পারবেন।
ট্রুকলার সব সময়ই অপরিচিত নম্বর চিহ্নিত করতে সাহায্য করে এসেছে। কিন্তু নতুন ফিচারটি আরও কার্যকরভাবে স্প্যাম কলগুলোকে ব্লক করে, যাতে সেগুলো আপনার কাছে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীরা দুটি স্তরের সুরক্ষা বেছে নিতে পারেন—
শীর্ষ স্প্যামার ব্লক: এই সেটিংস চালু কররে ট্রলার আগে থেকে চিহ্নিত করা সবচেয়ে খারাপ প্রতারক বা ঠকবাজদের কল ব্লক করে।
সব স্প্যামার ব্লক: যারা সম্পূর্ণ স্প্যাম-মুক্ত অভিজ্ঞতা চান, তাদের জন্য এই অপশনটি প্রয়োজন। স্প্যাম হিসেবে চিহ্নিত সব নম্বর ব্লক এই ফিচার করে। তবে এর মাধ্যমে বৈধ কলগুলোও ব্লক হতে পারে।
ব্লক হওয়া কলগুলো রিং করবে না, ফলে বিরক্তির সৃষ্টি হবে না। বরং, সেগুলো মিসড কল হিসেবে কল লগে দেখাবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে ‘স্প্যামার’ বা ‘প্রতারক’।
প্রাথমিকভাবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে সহজেই সুবিধাটি চালু করা যাবে।
সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করার সুযোগ মিলে থাকে।
স্প্যাম কল একটি সাধারণ বিড়ম্বনা এবং এগুলো মোকাবিলা করা অত্যন্ত হতাশাজনক হতে পারে। অটো-ব্লক স্প্যাম ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সহজ সমাধান প্রদান করে।
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৩ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৬ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৯ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
২১ ঘণ্টা আগে