অনলাইন ডেস্ক
আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর নতুন নতুন সফটওয়্যার আপডেটের নিয়ে আসছে অ্যাপল। এই মাসে আইওএস ১৮ এর মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্স আইফোনে চালু করার পাশাপাশি কোম্পানিটি আরও একটি কাজ হাতে নিয়েছে বলে জানা গেছে। অ্যাপ স্টোরের বাইরে অ্যাপল একটি আলাদা গেম স্টোর তৈরি করছে বলে দাবি করছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ।
নতুন অ্যাপে অ্যাপ স্টোর ও গেম সেন্টারের বেশ কিছু ফিচার থাকবে। তবে গেমিং অ্যাপটি গেম সেন্টারকে প্রতিস্থাপন করবে না, বরং ব্যবহারকারীদের গেম সেন্টার প্রোফাইলের সঙ্গে যুক্ত করবে।
নতুন গেমিং অ্যাপে বেশ কিছু ট্যাব থাকবে, যার মধ্যে একটি ‘প্লে নাও’ সেকশন থাকবে। সেই সঙ্গে ব্যবহারকারী এবং বন্ধুদের জন্য আলাদা গেম ট্যাব থাকবে। প্লে নাও সেকশনে এডিটোরিয়াল কনটেন্ট এবং গেম রেকমেনডেশন, চ্যালেঞ্জ, লিডারবোর্ড এবং অ্যাচিভমেন্টও দেখা যাবে। এটি অ্যাপ স্টোর এবং অ্যাপল আর্কেড গেম উভয়কেই অন্তর্ভুক্ত করবে।
এ ছাড়া নতুন অ্যাপটি বিশেষ গেমিং ইভেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে বিশেষভাবে তুলে ধরবে। নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, গেমিংয়ের সময় ফেসটাইম এবং আইমেসেজ ব্যবহার করার সুবিধা দেওয়া নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। এর মাধ্যমে গেমাররা সহজে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। অ্যাপ ক্লিপস ব্যবহার করে ডেভেলপারদের মিনি গেম তৈরির সুযোগ দেওয়ারও সম্ভাবনাও রয়েছে।
নতুন অ্যাপটি আইফোনে এক্সবক্স অ্যাপের মতো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপটি ব্যবহারকারীদের গেমিং স্ট্যাটাস, বন্ধুদের কার্যক্রম দেখা, নতুন গেম আবিষ্কার খুঁজে পাওয়া এবং তাদের গেম লাইব্রেরি পরিচালনা করতে সাহায্য করবে। এই নতুন অ্যাপের মাধ্যমে গেমারদের কাছে অ্যাপল নিজের ডিভাইসগুলো জনপ্রিয় করার চেষ্টা করছে।
গুগল বনাম এপিক গেমসের মামলার রায়ের পর অ্যাপলের গেম স্টোর সম্পর্কে এসব তথ্য জানা গেল। অ্যাপ স্টোর নীতিমালা এবং আয় ভাগাভাগির নিয়ে গুগল ও এপিক গেমসের মধ্যে বিরোধটি চলমান। গুগল ও অ্যাপল এর কমিশন ফি এবং অ্যাপ বিতরণের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে এপিক গেমস।
বর্তমানে ‘অ্যাপল আর্কেড’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে অ্যাপলের। এটি আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভির জন্য বিভিন্ন গেমের অ্যাকসেস দেয়। এই সার্ভিসটি অ্যাপ স্টোরের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং প্রতি মাসে এই সার্ভিসের জন্য প্রায় ৬ দশমিক ৯৯ ডলার দিতে হয় (প্রায় ৮৩৪ টাকা)।
নতুন আইওএস ১৮ ও ম্যাকওএস ১৫ আপডেটের অ্যাপল নতুন টুলস যুক্ত করেছে যা ম্যাকের গেমগুলো আইওএসে–চালানোর জন্য ডেভেলপারদের সুযোগ দেয়।
তবে কবে নাগাদ এই গেমিং অ্যাপ চালু হবে তা এখনো স্পষ্ট নয়।
আইফোন ১৬ সিরিজ উন্মোচনের পর নতুন নতুন সফটওয়্যার আপডেটের নিয়ে আসছে অ্যাপল। এই মাসে আইওএস ১৮ এর মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্স আইফোনে চালু করার পাশাপাশি কোম্পানিটি আরও একটি কাজ হাতে নিয়েছে বলে জানা গেছে। অ্যাপ স্টোরের বাইরে অ্যাপল একটি আলাদা গেম স্টোর তৈরি করছে বলে দাবি করছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ।
নতুন অ্যাপে অ্যাপ স্টোর ও গেম সেন্টারের বেশ কিছু ফিচার থাকবে। তবে গেমিং অ্যাপটি গেম সেন্টারকে প্রতিস্থাপন করবে না, বরং ব্যবহারকারীদের গেম সেন্টার প্রোফাইলের সঙ্গে যুক্ত করবে।
নতুন গেমিং অ্যাপে বেশ কিছু ট্যাব থাকবে, যার মধ্যে একটি ‘প্লে নাও’ সেকশন থাকবে। সেই সঙ্গে ব্যবহারকারী এবং বন্ধুদের জন্য আলাদা গেম ট্যাব থাকবে। প্লে নাও সেকশনে এডিটোরিয়াল কনটেন্ট এবং গেম রেকমেনডেশন, চ্যালেঞ্জ, লিডারবোর্ড এবং অ্যাচিভমেন্টও দেখা যাবে। এটি অ্যাপ স্টোর এবং অ্যাপল আর্কেড গেম উভয়কেই অন্তর্ভুক্ত করবে।
এ ছাড়া নতুন অ্যাপটি বিশেষ গেমিং ইভেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে বিশেষভাবে তুলে ধরবে। নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, গেমিংয়ের সময় ফেসটাইম এবং আইমেসেজ ব্যবহার করার সুবিধা দেওয়া নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে অ্যাপল। এর মাধ্যমে গেমাররা সহজে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে। অ্যাপ ক্লিপস ব্যবহার করে ডেভেলপারদের মিনি গেম তৈরির সুযোগ দেওয়ারও সম্ভাবনাও রয়েছে।
নতুন অ্যাপটি আইফোনে এক্সবক্স অ্যাপের মতো কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাপটি ব্যবহারকারীদের গেমিং স্ট্যাটাস, বন্ধুদের কার্যক্রম দেখা, নতুন গেম আবিষ্কার খুঁজে পাওয়া এবং তাদের গেম লাইব্রেরি পরিচালনা করতে সাহায্য করবে। এই নতুন অ্যাপের মাধ্যমে গেমারদের কাছে অ্যাপল নিজের ডিভাইসগুলো জনপ্রিয় করার চেষ্টা করছে।
গুগল বনাম এপিক গেমসের মামলার রায়ের পর অ্যাপলের গেম স্টোর সম্পর্কে এসব তথ্য জানা গেল। অ্যাপ স্টোর নীতিমালা এবং আয় ভাগাভাগির নিয়ে গুগল ও এপিক গেমসের মধ্যে বিরোধটি চলমান। গুগল ও অ্যাপল এর কমিশন ফি এবং অ্যাপ বিতরণের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য বিস্তারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে এপিক গেমস।
বর্তমানে ‘অ্যাপল আর্কেড’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে অ্যাপলের। এটি আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অ্যাপল টিভির জন্য বিভিন্ন গেমের অ্যাকসেস দেয়। এই সার্ভিসটি অ্যাপ স্টোরের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং প্রতি মাসে এই সার্ভিসের জন্য প্রায় ৬ দশমিক ৯৯ ডলার দিতে হয় (প্রায় ৮৩৪ টাকা)।
নতুন আইওএস ১৮ ও ম্যাকওএস ১৫ আপডেটের অ্যাপল নতুন টুলস যুক্ত করেছে যা ম্যাকের গেমগুলো আইওএসে–চালানোর জন্য ডেভেলপারদের সুযোগ দেয়।
তবে কবে নাগাদ এই গেমিং অ্যাপ চালু হবে তা এখনো স্পষ্ট নয়।
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১২ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৫ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৯ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
২০ ঘণ্টা আগে