মুহাম্মদ শফিকুর রহমান
সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ বেশ জনপ্রিয়। কিন্তু আমরা অনেকে ল্যাপটপের সঠিক যত্নআত্তি সম্পর্কে জানি না। ফলে ল্যাপটপে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
যা করতে হবে
» অন-অফ বাটন চেপে বন্ধ করবেন না। প্রয়োজনে স্লিপ মুডে রাখুন। স্টার্ট বাটনে পাওয়ার অপশনে স্লিপ মুড পাবেন।
» ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কাপড় ব্যবহার না করে ফেদার ডাস্টার ব্যবহার করুন। কাপড় ব্যবহার করতে চাইলে ফাইবার ডাস্টার ক্লথ বেছে নিন। কি-বোর্ড পরিষ্কারের জন্য ফেদার ডাস্টার লাগবে।
» ল্যাপটপ পরিষ্কারের জন্য তরল কিছু ব্যবহার করবেন না।
» ল্যাপটপ বন্ধ করার পর পাওয়ার কেব্ল খুলে রাখুন।
» ৩ থেকে ৪ ঘণ্টা ব্যবহার না করলে ল্যাপটপ স্লিপ মুডে না রেখে বন্ধ করে রাখবেন।
» ল্যাপটপ বন্ধ করার সময় ধীরে ডিসপ্লে নামান। তাড়াহুড়া করলে পাশ দিয়ে ফেটে যেতে পারে।
» নিয়মিত ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করা জরুরি।
» স্ট্যান্ডের ওপর রেখে কাজ করলে ল্যাপটপ গরম কম হবে। এতে ব্যাটারি আয়ু পাবে অনেক বেশি।
» ল্যাপটপ কিছুদিনের জন্য বন্ধ রাখার আগে কমপক্ষে ৫০ শতাংশ চার্জ দিয়ে পাওয়ার সেভিং মুড অন করে কাজ করুন।
» নতুন ল্যাপটপ কেনার পর স্ক্রিন গার্ড বা প্রটেক্টর ব্যবহার করুন।
» ভালো অ্যাকসেসরিজ ব্যবহার করুন।
» তরল কিছু যেন ল্যাপটপে না পড়ে, সেটা নিশ্চিত করুন।
» নরম জায়গা, যেমন বিছানা কিংবা বালিশে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না।
সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ বেশ জনপ্রিয়। কিন্তু আমরা অনেকে ল্যাপটপের সঠিক যত্নআত্তি সম্পর্কে জানি না। ফলে ল্যাপটপে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
যা করতে হবে
» অন-অফ বাটন চেপে বন্ধ করবেন না। প্রয়োজনে স্লিপ মুডে রাখুন। স্টার্ট বাটনে পাওয়ার অপশনে স্লিপ মুড পাবেন।
» ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করার জন্য কাপড় ব্যবহার না করে ফেদার ডাস্টার ব্যবহার করুন। কাপড় ব্যবহার করতে চাইলে ফাইবার ডাস্টার ক্লথ বেছে নিন। কি-বোর্ড পরিষ্কারের জন্য ফেদার ডাস্টার লাগবে।
» ল্যাপটপ পরিষ্কারের জন্য তরল কিছু ব্যবহার করবেন না।
» ল্যাপটপ বন্ধ করার পর পাওয়ার কেব্ল খুলে রাখুন।
» ৩ থেকে ৪ ঘণ্টা ব্যবহার না করলে ল্যাপটপ স্লিপ মুডে না রেখে বন্ধ করে রাখবেন।
» ল্যাপটপ বন্ধ করার সময় ধীরে ডিসপ্লে নামান। তাড়াহুড়া করলে পাশ দিয়ে ফেটে যেতে পারে।
» নিয়মিত ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করা জরুরি।
» স্ট্যান্ডের ওপর রেখে কাজ করলে ল্যাপটপ গরম কম হবে। এতে ব্যাটারি আয়ু পাবে অনেক বেশি।
» ল্যাপটপ কিছুদিনের জন্য বন্ধ রাখার আগে কমপক্ষে ৫০ শতাংশ চার্জ দিয়ে পাওয়ার সেভিং মুড অন করে কাজ করুন।
» নতুন ল্যাপটপ কেনার পর স্ক্রিন গার্ড বা প্রটেক্টর ব্যবহার করুন।
» ভালো অ্যাকসেসরিজ ব্যবহার করুন।
» তরল কিছু যেন ল্যাপটপে না পড়ে, সেটা নিশ্চিত করুন।
» নরম জায়গা, যেমন বিছানা কিংবা বালিশে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না।
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১২ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৫ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৯ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
২০ ঘণ্টা আগে