অনলাইন ডেস্ক
শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের অন্যতম চালিকা শক্তি সংগীত ও গান। এই প্ল্যাটফর্মের হাজারো ট্রেন্ডে মুখ্য ভূমিকা পালন করে মিউজিক। এ জন্য জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবা স্পটিফাই ও অ্যাপল মিউজিক থেকে সরাসরি গান পোস্ট করার নতুন ফিচার যোগ হচ্ছে টিকটকে। এই ফিচারের মাধ্যমে এসব প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই গান, প্লেলিস্ট, অডিওবুক সহজেই ভিডিও প্ল্যাটফর্মে পোস্ট করা যাবে।
টিকটকের নতুন ঘোষণার অনুযায়ী, মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবং অ্যাপল মিউজিক একটি নতুন ‘শেয়ার টু টিকটক’ ফিচার যোগ করেছে। এই ফিচারটি ব্যবহার করে স্পটিফাই এবং অ্যাপল মিউজিক থেকে সহজেই গান, প্লেলিস্ট, অডিওবুক এবং আরও অনেক কিছু সরাসরি টিকটকে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
ইনস্টাগ্রাম স্টোরিতে সরাসরি গান শেয়ার করার মতোই এই ফিচারটি কাজ করে। স্পটিফাইয়ের ট্র্যাকটি ফটো, ভিডিও, অথবা স্টোরি পোস্ট হিসেবে শেয়ার করবেন কিনা তা পছন্দমতো নির্বাচন করতে পারবেন টিকটক ব্যবহারকারীরা। তারা গানের ওপর ক্লিক করে সংশ্লিষ্ট গান শেয়ারিং প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন।
ব্যবহারকারীরা তাদের পছন্দসই কনটেন্ট শেয়ার করার জন্য দুটি ভিন্ন উপায় নির্বাচন করতে পারেন। প্রথমত, টিকটক ফিড–এ পোস্ট করতে ব্যবহারকারীরা টিকটকের জনপ্রিয় গ্রিন স্ক্রিন ফিচার বা ফটো মোড ব্যবহার করে ট্র্যাক, অ্যালবাম, প্লেলিস্ট, পডকাস্ট বা অডিওবুক শেয়ার করতে পারবেন। আবার টিকটক মেসেজের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের স্পটিফাই মিউজিক, পডকাস্ট বা অডিওবুক বন্ধুদের কাছে পাঠাতে পারবেন।
এর আগে টিকটকে একটি প্লেলিস্ট শেয়ার করতে চাইলে মেসেজের মাধ্যমে লিংক পাঠাতে হতো অথবা কমেন্ট সেকশনে লিংকটি পোস্ট করতে হতো। এ ছাড়া, টিকটক অ্যাপের বাইরের মিউজিক ব্যবহারের প্রক্রিয়াটিও বেশ জটিল ছিল। কারণ পেস্ট করা লিংকগুলো ক্লিক বা ট্যাপ করা যেত না। স্পটিফাই একই ধরনের মিউজিক শেয়ারিং ইন্টিগ্রেশন এখন ইনস্টাগ্রামের জন্যও চালু করেছে।
নতুন অডিও আবিষ্কার এবং শেয়ার করার জন্য টিকটক একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। তবে কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে যে, এই মাসের শেষের দিকে তারা ‘টিকটিক মিউজিক প্ল্যাটফর্মটি’ বন্ধ করে দেবে। তবে এই প্ল্যাটফর্মটি কখনো যুক্তরাষ্ট্রে চালু করা হয়নি।
সম্প্রতি কানাডাতে টিকটকের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটি সরকার। তবে দেশটির ব্যবহারকারীরা এখনো টিকটক ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
তথ্যসূত্র: নিওয়িন
শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের অন্যতম চালিকা শক্তি সংগীত ও গান। এই প্ল্যাটফর্মের হাজারো ট্রেন্ডে মুখ্য ভূমিকা পালন করে মিউজিক। এ জন্য জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবা স্পটিফাই ও অ্যাপল মিউজিক থেকে সরাসরি গান পোস্ট করার নতুন ফিচার যোগ হচ্ছে টিকটকে। এই ফিচারের মাধ্যমে এসব প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই গান, প্লেলিস্ট, অডিওবুক সহজেই ভিডিও প্ল্যাটফর্মে পোস্ট করা যাবে।
টিকটকের নতুন ঘোষণার অনুযায়ী, মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবং অ্যাপল মিউজিক একটি নতুন ‘শেয়ার টু টিকটক’ ফিচার যোগ করেছে। এই ফিচারটি ব্যবহার করে স্পটিফাই এবং অ্যাপল মিউজিক থেকে সহজেই গান, প্লেলিস্ট, অডিওবুক এবং আরও অনেক কিছু সরাসরি টিকটকে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।
ইনস্টাগ্রাম স্টোরিতে সরাসরি গান শেয়ার করার মতোই এই ফিচারটি কাজ করে। স্পটিফাইয়ের ট্র্যাকটি ফটো, ভিডিও, অথবা স্টোরি পোস্ট হিসেবে শেয়ার করবেন কিনা তা পছন্দমতো নির্বাচন করতে পারবেন টিকটক ব্যবহারকারীরা। তারা গানের ওপর ক্লিক করে সংশ্লিষ্ট গান শেয়ারিং প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন।
ব্যবহারকারীরা তাদের পছন্দসই কনটেন্ট শেয়ার করার জন্য দুটি ভিন্ন উপায় নির্বাচন করতে পারেন। প্রথমত, টিকটক ফিড–এ পোস্ট করতে ব্যবহারকারীরা টিকটকের জনপ্রিয় গ্রিন স্ক্রিন ফিচার বা ফটো মোড ব্যবহার করে ট্র্যাক, অ্যালবাম, প্লেলিস্ট, পডকাস্ট বা অডিওবুক শেয়ার করতে পারবেন। আবার টিকটক মেসেজের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের স্পটিফাই মিউজিক, পডকাস্ট বা অডিওবুক বন্ধুদের কাছে পাঠাতে পারবেন।
এর আগে টিকটকে একটি প্লেলিস্ট শেয়ার করতে চাইলে মেসেজের মাধ্যমে লিংক পাঠাতে হতো অথবা কমেন্ট সেকশনে লিংকটি পোস্ট করতে হতো। এ ছাড়া, টিকটক অ্যাপের বাইরের মিউজিক ব্যবহারের প্রক্রিয়াটিও বেশ জটিল ছিল। কারণ পেস্ট করা লিংকগুলো ক্লিক বা ট্যাপ করা যেত না। স্পটিফাই একই ধরনের মিউজিক শেয়ারিং ইন্টিগ্রেশন এখন ইনস্টাগ্রামের জন্যও চালু করেছে।
নতুন অডিও আবিষ্কার এবং শেয়ার করার জন্য টিকটক একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। তবে কোম্পানি সম্প্রতি ঘোষণা করেছে যে, এই মাসের শেষের দিকে তারা ‘টিকটিক মিউজিক প্ল্যাটফর্মটি’ বন্ধ করে দেবে। তবে এই প্ল্যাটফর্মটি কখনো যুক্তরাষ্ট্রে চালু করা হয়নি।
সম্প্রতি কানাডাতে টিকটকের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটি সরকার। তবে দেশটির ব্যবহারকারীরা এখনো টিকটক ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
তথ্যসূত্র: নিওয়িন
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১২ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৫ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৯ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
২০ ঘণ্টা আগে