টিএইচ মাহির
সার্চ ইঞ্জিন হিসেবে ভীষণ জনপ্রিয় গুগলের ক্রোম। কিন্তু এই ব্রাউজারের অ্যাড্রেসবারে বা ওমনি বক্সের ফিচার সম্পর্কে কতটুকুই-বা জানি? ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ক্রোমের ওমনি বক্সে এমন কিছু ফিচার ব্যবহার করা যায়, যা অফিস কিংবা অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে সময় বাঁচাতে কাজে লাগতে পারে।
জেমিনির সঙ্গে চ্যাট
ক্রোমের অ্যাড্রেসবারে অ্যাট সাইন (@) লিখলে সরাসরি গুগলের এআই চ্যাটবট জেমিনির সঙ্গে চ্যাট করার অপশন আসবে। এ ছাড়া অ্যাট সাইন লিখে ক্রোমের অন্যান্য ফিচারের নাম লিখলেও তা সরাসরি চলে আসবে। যেমন @ লিখে হিস্টরি লিখলে ব্রাউজারের হিস্ট্রি পাওয়া যাবে। এভাবে অ্যাড্রেসবারে @ দিয়ে বুকমার্ক, ট্যাব ইত্যাদি লিখলে সেগুলোও সরাসরি চলে আসবে।
আবহাওয়ার তথ্য
ক্রোমের ওমনি বক্স বা অ্যাড্রেসবারে ইংরেজিতে ওয়েদার লিখলেই তাপমাত্রা দেখাবে। নির্দিষ্ট এলাকার তাপমাত্রা দেখতে পাশে জায়গার নাম লিখলে সে এলাকার তাপমাত্রা জানা যাবে।
ডকুমেন্ট, স্লাইড ফাইল বানাতে
অ্যাড্রেসবার থেকে এক ক্লিকে খোলা যাবে নতুন গুগল ডকস ফাইল কিংবা স্লাইড। এ জন্য অ্যাড্রেসবারে ডকস ডট নিউ, শিট ডট নিউ কিংবা স্লাইড ডট নিউ লিখে এন্টার প্রেস করলে নতুন ডকস, স্লাইড বা শিট তৈরি হয়ে যাবে। তা ছাড়া ফাইলগুলো নতুন উইন্ডোতে খুলতে শেষে শিফট+এন্টার প্রেস করতে হবে।
ই-মেইল পাঠাতে
অ্যাড্রেসবার থেকে সরাসরি মেইলও পাঠানো যাবে। এ জন্য ‘mailto:’ লিখে প্রাপকের ই-মেইল অ্যাড্রেস লিখলে মেইল বডি ওপেন হবে। এভাবে সরাসরি জিমেইল ওপেন না করেই অ্যাড্রেসবার থেকে মেইল পাঠানো যাবে।
সংজ্ঞা জানতে
ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে যদি নতুন কোনো শব্দ চোখে পড়ে, তাহলে অ্যাড্রেসবার বা ক্রোম ওমনি বক্সে ডিফাইন+শব্দটি লিখলে তার সংজ্ঞা চলে আসবে।
টাইমার
তাৎক্ষণিকভাবে টাইমার প্রয়োজন হলে ক্রোমের অ্যাড্রেসবারে টাইমার লিখলেই সেটি চালু হয়ে যাবে। তা ছাড়া টাইমারে সময় নির্ধারণ করে দিতে টাইমার+সময় লিখে এন্টার প্রেস করতে হবে।
ক্যালকুলেটর
অ্যাড্রেসবারকে চাইলে ক্যালকুলেটর হিসেবেও ব্যবহার করা যেতে পারে। যেমন ১০+১০ লিখলে অ্যাড্রেসবারে তার যোগফল দেখা যাবে। তাৎক্ষণিকভাবে এ প্রক্রিয়ায় অ্যাড্রেসবারকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মুদ্রা, ইউনিট রূপান্তর
একটি নির্দিষ্ট মুদ্রার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার মান দেখতে চাইলে অ্যাড্রেসবারে সেই মুদ্রার নাম টু লিখে যে মুদ্রার পরিমাণ দেখতে চান, সেই মুদ্রার নাম লিখতে হবে। যেমন ডলার টু টাকা লিখলে এক ডলারে কত টাকা হয়, সেটি দেখিয়ে দেবে। আবার কোনো কিছুর ইউনিট পরিবর্তন করতে চাইলেও একইভাবে লিখতে হবে। যেমন ধরুন, ১০ ডিগ্রি ফারেনহাইট টু সেলসিয়াস। এতে ১০ ডিগ্রি ফারেনহাইটে কত সেলসিয়াস হয়, তা দেখাবে।
এ ছাড়া ম্যাপ, অনুবাদের জন্য ট্রান্সলেশন ইত্যাদি ফিচার ব্যবহার করা যাবে গুগল অ্যাড্রেসবার থেকে।
সার্চ ইঞ্জিন হিসেবে ভীষণ জনপ্রিয় গুগলের ক্রোম। কিন্তু এই ব্রাউজারের অ্যাড্রেসবারে বা ওমনি বক্সের ফিচার সম্পর্কে কতটুকুই-বা জানি? ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ক্রোমের ওমনি বক্সে এমন কিছু ফিচার ব্যবহার করা যায়, যা অফিস কিংবা অনলাইন মিটিংয়ের ক্ষেত্রে সময় বাঁচাতে কাজে লাগতে পারে।
জেমিনির সঙ্গে চ্যাট
ক্রোমের অ্যাড্রেসবারে অ্যাট সাইন (@) লিখলে সরাসরি গুগলের এআই চ্যাটবট জেমিনির সঙ্গে চ্যাট করার অপশন আসবে। এ ছাড়া অ্যাট সাইন লিখে ক্রোমের অন্যান্য ফিচারের নাম লিখলেও তা সরাসরি চলে আসবে। যেমন @ লিখে হিস্টরি লিখলে ব্রাউজারের হিস্ট্রি পাওয়া যাবে। এভাবে অ্যাড্রেসবারে @ দিয়ে বুকমার্ক, ট্যাব ইত্যাদি লিখলে সেগুলোও সরাসরি চলে আসবে।
আবহাওয়ার তথ্য
ক্রোমের ওমনি বক্স বা অ্যাড্রেসবারে ইংরেজিতে ওয়েদার লিখলেই তাপমাত্রা দেখাবে। নির্দিষ্ট এলাকার তাপমাত্রা দেখতে পাশে জায়গার নাম লিখলে সে এলাকার তাপমাত্রা জানা যাবে।
ডকুমেন্ট, স্লাইড ফাইল বানাতে
অ্যাড্রেসবার থেকে এক ক্লিকে খোলা যাবে নতুন গুগল ডকস ফাইল কিংবা স্লাইড। এ জন্য অ্যাড্রেসবারে ডকস ডট নিউ, শিট ডট নিউ কিংবা স্লাইড ডট নিউ লিখে এন্টার প্রেস করলে নতুন ডকস, স্লাইড বা শিট তৈরি হয়ে যাবে। তা ছাড়া ফাইলগুলো নতুন উইন্ডোতে খুলতে শেষে শিফট+এন্টার প্রেস করতে হবে।
ই-মেইল পাঠাতে
অ্যাড্রেসবার থেকে সরাসরি মেইলও পাঠানো যাবে। এ জন্য ‘mailto:’ লিখে প্রাপকের ই-মেইল অ্যাড্রেস লিখলে মেইল বডি ওপেন হবে। এভাবে সরাসরি জিমেইল ওপেন না করেই অ্যাড্রেসবার থেকে মেইল পাঠানো যাবে।
সংজ্ঞা জানতে
ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে যদি নতুন কোনো শব্দ চোখে পড়ে, তাহলে অ্যাড্রেসবার বা ক্রোম ওমনি বক্সে ডিফাইন+শব্দটি লিখলে তার সংজ্ঞা চলে আসবে।
টাইমার
তাৎক্ষণিকভাবে টাইমার প্রয়োজন হলে ক্রোমের অ্যাড্রেসবারে টাইমার লিখলেই সেটি চালু হয়ে যাবে। তা ছাড়া টাইমারে সময় নির্ধারণ করে দিতে টাইমার+সময় লিখে এন্টার প্রেস করতে হবে।
ক্যালকুলেটর
অ্যাড্রেসবারকে চাইলে ক্যালকুলেটর হিসেবেও ব্যবহার করা যেতে পারে। যেমন ১০+১০ লিখলে অ্যাড্রেসবারে তার যোগফল দেখা যাবে। তাৎক্ষণিকভাবে এ প্রক্রিয়ায় অ্যাড্রেসবারকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যেতে পারে।
মুদ্রা, ইউনিট রূপান্তর
একটি নির্দিষ্ট মুদ্রার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার মান দেখতে চাইলে অ্যাড্রেসবারে সেই মুদ্রার নাম টু লিখে যে মুদ্রার পরিমাণ দেখতে চান, সেই মুদ্রার নাম লিখতে হবে। যেমন ডলার টু টাকা লিখলে এক ডলারে কত টাকা হয়, সেটি দেখিয়ে দেবে। আবার কোনো কিছুর ইউনিট পরিবর্তন করতে চাইলেও একইভাবে লিখতে হবে। যেমন ধরুন, ১০ ডিগ্রি ফারেনহাইট টু সেলসিয়াস। এতে ১০ ডিগ্রি ফারেনহাইটে কত সেলসিয়াস হয়, তা দেখাবে।
এ ছাড়া ম্যাপ, অনুবাদের জন্য ট্রান্সলেশন ইত্যাদি ফিচার ব্যবহার করা যাবে গুগল অ্যাড্রেসবার থেকে।
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১২ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৫ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
২০ ঘণ্টা আগে