অনলাইন ডেস্ক
চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি–মার্চ) মেটার আয় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৬৪৬ কোটি ডলার হয়েছে। তবে দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিনিয়োগের পরিকল্পনা প্রকাশের খবরের মধ্যে কোম্পানির শেয়ারের দর কমেছে ১৫ শতাংশ।
গত বছর মার্ক জাকারবার্গের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে কোম্পানিটি এ বছরেই শুরুতে এমন লাভ করেছে বলে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুসারে, প্রথম ত্রৈমাসিকে মেটার নেট আয় ১১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৩৭ কোটি ডলার (বা শেয়ার প্রতি ৪ দশমিক ৭১ ডলার) হয়েছে, যা ওয়ালস্ট্রিটের প্রত্যাশার চেয়ে বেশি।
২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট আয় ৩ হাজার ৬৫০ কোটি ডলার থেকে ৩ হাজার ৯০০ কোটি ডলার হতে পারে বলে আশা করেছে মেটা। কোম্পানিটি ২০২৪ সালে পূর্ণ বছরের মূলধন ব্যয় ৩ হাজার ৫০০ কোটি ডলার থেকে ৪ হাজার কোটি ডলার হতে পারে।
মেটা বলছে, ‘আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অবকাঠামো তৈরিতে বিনিয়োগ বাড়াচ্ছি। এআইতে বিনিয়োগ বাড়ানোর ফলে ২০২৫ সালে মূলধন ব্যয় বাড়তে থাকবে।’ ২০২৩ সালে কোম্পানির মূলধন ছিল ২ হাজার ৮১০ কোটি ডলার।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘কোম্পানির জন্য এই বছরের শুরুটা ভালো হয়েছে। আমাদের সবগুলো অ্যাপের প্রসার হচ্ছে, সেই সঙ্গে মেটাভার্সেরও অগ্রগতি হচ্ছে।’
আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় জাকারবার্গ বলেন, এআই থেকে ব্যাপক আয় করার জন্য মেটার আরও কয়েক বছর সময় লাগবে।
প্রথম ত্রৈমাসিকের প্রতিবেদনে কোম্পানির আওতাধীন অ্যাপগুলোর মাসিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা প্রকাশ করেনি মেটা। সেই সঙ্গে ফেসবুকের দৈনিক বা মাসিক সক্রিয় ব্যবহারকারীর পরিসংখ্যানও প্রকাশ করেনি কোম্পানিটি। তাই ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা কমতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
২০২৪ সালে মার্চে মেটা বলেছে, অ্যাপ জুড়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩২৪ কোটি ছিল যা ২০২৩ সালে ডিসেম্বরে ৩১৯ কোটি থেকে বেশি। গত বছরের জুলাইয়ে মেটা এক্সের (সাবেক টুইটার) মতো অ্যাপ থ্রেডস চালু করে। এই প্ল্যাটফর্মটিতে প্রথম ত্রৈমাসিকে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটির বেশি।
ডেটা বিশ্লেষক কোম্পানি এলএসইজি এর মতে, মেটার প্রথম ত্রৈমাসিকে আয় ৩ হাজার ৬১৬ কোটি ডলার ও প্রতি শেয়ারের মূল্য ৪ দশমিক ৩২ ডলার। দ্বিতীয় ত্রৈমাসিকের মেটার আয় ৩ হাজার ৮২৯ ডলার হতে পারে।
মেটার রিয়্যালিটি ল্যাব বিভাগের আওতায় কোয়েস্ট এআর বা ভিআর হেডসেট পণ্য থেকে প্রথম ত্রৈমাসিকে লাভ করছে কোম্পানিটি। এর আয় ৪৪ কোটি ডলার ছিল ও এসব পণ্যে পরিচালনা বাবদ ৩৮৫ কোটি ডলার লোকসান হয়।
মেটা বলছে, ২০২৪ সালে পরিচালনা বাবদ লোকসান ‘অর্থপূর্ণভাবে বৃদ্ধি পাবে’। কারণ উন্নত পণ্য তৈরি করতে ও প্রসার করতে এই খাতে বিনিয়োগ বাড়ানো হবে।
২০২২ সালে শেষ থেকে ২০২৩ সালে শুরুতে মেটা প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করে। সে সময় জাকারবার্গ বলেন, কোম্পানিটি ভবিষ্যতে খুবই কমসংখ্যক কর্মী নিয়োগ করবে। করোনা মহামারির পর থেকেই কোম্পানির কর্মী ছাঁটাই বেড়ে যায়। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত মেটার কর্মী ৬৯ হাজার ৩২৯ জন ছিলেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ কম।
চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি–মার্চ) মেটার আয় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৬৪৬ কোটি ডলার হয়েছে। তবে দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিনিয়োগের পরিকল্পনা প্রকাশের খবরের মধ্যে কোম্পানির শেয়ারের দর কমেছে ১৫ শতাংশ।
গত বছর মার্ক জাকারবার্গের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে কোম্পানিটি এ বছরেই শুরুতে এমন লাভ করেছে বলে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুসারে, প্রথম ত্রৈমাসিকে মেটার নেট আয় ১১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৩৭ কোটি ডলার (বা শেয়ার প্রতি ৪ দশমিক ৭১ ডলার) হয়েছে, যা ওয়ালস্ট্রিটের প্রত্যাশার চেয়ে বেশি।
২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট আয় ৩ হাজার ৬৫০ কোটি ডলার থেকে ৩ হাজার ৯০০ কোটি ডলার হতে পারে বলে আশা করেছে মেটা। কোম্পানিটি ২০২৪ সালে পূর্ণ বছরের মূলধন ব্যয় ৩ হাজার ৫০০ কোটি ডলার থেকে ৪ হাজার কোটি ডলার হতে পারে।
মেটা বলছে, ‘আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অবকাঠামো তৈরিতে বিনিয়োগ বাড়াচ্ছি। এআইতে বিনিয়োগ বাড়ানোর ফলে ২০২৫ সালে মূলধন ব্যয় বাড়তে থাকবে।’ ২০২৩ সালে কোম্পানির মূলধন ছিল ২ হাজার ৮১০ কোটি ডলার।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘কোম্পানির জন্য এই বছরের শুরুটা ভালো হয়েছে। আমাদের সবগুলো অ্যাপের প্রসার হচ্ছে, সেই সঙ্গে মেটাভার্সেরও অগ্রগতি হচ্ছে।’
আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় জাকারবার্গ বলেন, এআই থেকে ব্যাপক আয় করার জন্য মেটার আরও কয়েক বছর সময় লাগবে।
প্রথম ত্রৈমাসিকের প্রতিবেদনে কোম্পানির আওতাধীন অ্যাপগুলোর মাসিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা প্রকাশ করেনি মেটা। সেই সঙ্গে ফেসবুকের দৈনিক বা মাসিক সক্রিয় ব্যবহারকারীর পরিসংখ্যানও প্রকাশ করেনি কোম্পানিটি। তাই ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা কমতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
২০২৪ সালে মার্চে মেটা বলেছে, অ্যাপ জুড়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩২৪ কোটি ছিল যা ২০২৩ সালে ডিসেম্বরে ৩১৯ কোটি থেকে বেশি। গত বছরের জুলাইয়ে মেটা এক্সের (সাবেক টুইটার) মতো অ্যাপ থ্রেডস চালু করে। এই প্ল্যাটফর্মটিতে প্রথম ত্রৈমাসিকে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটির বেশি।
ডেটা বিশ্লেষক কোম্পানি এলএসইজি এর মতে, মেটার প্রথম ত্রৈমাসিকে আয় ৩ হাজার ৬১৬ কোটি ডলার ও প্রতি শেয়ারের মূল্য ৪ দশমিক ৩২ ডলার। দ্বিতীয় ত্রৈমাসিকের মেটার আয় ৩ হাজার ৮২৯ ডলার হতে পারে।
মেটার রিয়্যালিটি ল্যাব বিভাগের আওতায় কোয়েস্ট এআর বা ভিআর হেডসেট পণ্য থেকে প্রথম ত্রৈমাসিকে লাভ করছে কোম্পানিটি। এর আয় ৪৪ কোটি ডলার ছিল ও এসব পণ্যে পরিচালনা বাবদ ৩৮৫ কোটি ডলার লোকসান হয়।
মেটা বলছে, ২০২৪ সালে পরিচালনা বাবদ লোকসান ‘অর্থপূর্ণভাবে বৃদ্ধি পাবে’। কারণ উন্নত পণ্য তৈরি করতে ও প্রসার করতে এই খাতে বিনিয়োগ বাড়ানো হবে।
২০২২ সালে শেষ থেকে ২০২৩ সালে শুরুতে মেটা প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করে। সে সময় জাকারবার্গ বলেন, কোম্পানিটি ভবিষ্যতে খুবই কমসংখ্যক কর্মী নিয়োগ করবে। করোনা মহামারির পর থেকেই কোম্পানির কর্মী ছাঁটাই বেড়ে যায়। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত মেটার কর্মী ৬৯ হাজার ৩২৯ জন ছিলেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ কম।
দেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৭ ঘণ্টা আগেস্যুট পরে সার্ফিং করা থেকে শুরু করে স্ত্রীর জন্য ভাস্কর্য তৈরির মতো কিছু অদ্ভুত কাজের জন্য এই বছর ইন্টারনেটের আলোচনায় এসেছেন মার্ক জাকারবার্গ। এবার গানও গেয়ে শুনালেন মেটার সিইও। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে প্রথম সাক্ষাতের বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার গানটি প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগেনতুন মাইলফলক অর্জন করেছে এক্সের (সাবেক টুইটার) বিকল্প মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুস্কাই। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা এখন ১৫ মিলিয়ন বা ১ কোটি ৫০ লাখ। মাত্র এক মাস আগেই ব্লুস্কাইয়ের ব্যবহারকারী ছিল ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। অর্থাৎ সোশ্যাল মিডিয়াটিতে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। কারণ আর
১ দিন আগে