প্রযুক্তি ডেস্ক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রযুক্তি বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে তাঁদের শঙ্কার কথা প্রকাশ করছেন। সম্প্রতি, ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত জিওফ্রে হিন্টন এই প্রযুক্তিতে নিজের অবদান নিয়ে অনুশোচনায় ভোগার কথা জানান। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারটিতে এই প্রযুক্তি নিয়ে নিজের শঙ্কার কথাও জানিয়েছিলেন তিনি। এবার এআই নিয়ে নিজের শঙ্কার কথা জানালেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। তাঁর মতে, এআইয়ের বানানো স্ক্যাম ও ভুল তথ্য মানুষের পক্ষে ধরতে পারা বেশ কঠিন হবে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওজনিয়াক বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন স্ক্যাম ও ভুল তথ্য তৈরি করবে— যা ধরতে পারা কঠিন হবে। ওজনিয়াক জানান, তাঁর ভয়— প্রযুক্তিটি খারাপ মানুষের হাতে ব্যবহৃত হবে। এআই দিয়ে তৈরি কনটেন্ট পরিষ্কারভাবে লেবেল করা উচিত, এবং এই খাতে নিয়ন্ত্রণ প্রয়োজন।’
মিস্টার ওজনিয়াক প্রযুক্তি জগতে ‘ওজ’ নামে বেশি পরিচিত। তিনি স্টিভ জবসের সঙ্গে অ্যাপল প্রতিষ্ঠার পাশাপাশি প্রথম অ্যাপল কম্পিউটারও তিনি আবিষ্কার করেছিলেন। বিবিসির প্রযুক্তি সম্পাদক জো ক্লেইনম্যানের সঙ্গে কথা বলার সময় তিনি এআইয়ের সুবিধা এবং এটি নিয়ে তার উদ্বেগ— উভয় বিষয় নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, ‘যারা নিজের পরিচয় নিয়ে প্রতারণা করতে চান, তাঁরা চাইলেই বুদ্ধিমান এআই ব্যবহার করতে পারছেন।’
ধারণা করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই শক্তিশালী ও ক্ষমতাধর হবে যে এটি ভবিষ্যতে মানবসভ্যতার জন্য বিপদ ডেকে আনবে। ইলন মাস্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের একটি দল এ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে গত মার্চে একটি খোলা চিঠি দেন।
অলাভজনক সংস্থা ‘ফিউচার অব লাইফ ইনস্টিটিউট’-এর জারি করা খোলা চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সমাজ ও মানবতার ওপর সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এ ছাড়া, আসন্ন এআই প্রযুক্তিকে প্রশিক্ষণ দেওয়া যাতে আগামী ছয় মাস বন্ধ রাখার কথাও বলা হয় এতে। চিঠিটিতে সাক্ষর করেন। এই খোলা চিঠিতে ১ হাজার জনেরও বেশি ব্যক্তি স্বাক্ষর করেন, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য টুইটার ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক ও স্ট্যাবিলিটি এআই সিইও এমাদ মোস্তাক।
এআই মানুষের জায়গা দখল করবে— এমনটা ওজনিয়াক ভাবেন না। কারণ হিসেবে তিনি এআইয়ের আবেগের অভাবের কথা তুলে ধরেন। তবে তিনি সতর্ক করে বলেন, খারাপ উদ্দেশ্য আছে এমন মানুষদের আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলবে এআই, কারণ চ্যাটজিপিটি এর মতো প্রোগ্রামগুলো এমন লেখা তৈরি করতে পারে যা ‘খুব বুদ্ধিমান শোনায়’।
তিনি মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কোনো কনটেন্ট ও সেগুলো কোনো পাবলিক প্ল্যাটফর্মে পোস্ট করার দায় পোস্টকারীরই। এআই দ্বারা তৈরি যে কোনো কিছুর দায় একজন মানুষকেই নিতে হবে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রযুক্তি বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে তাঁদের শঙ্কার কথা প্রকাশ করছেন। সম্প্রতি, ‘এআইয়ের গডফাদার’ হিসেবে পরিচিত জিওফ্রে হিন্টন এই প্রযুক্তিতে নিজের অবদান নিয়ে অনুশোচনায় ভোগার কথা জানান। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারটিতে এই প্রযুক্তি নিয়ে নিজের শঙ্কার কথাও জানিয়েছিলেন তিনি। এবার এআই নিয়ে নিজের শঙ্কার কথা জানালেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। তাঁর মতে, এআইয়ের বানানো স্ক্যাম ও ভুল তথ্য মানুষের পক্ষে ধরতে পারা বেশ কঠিন হবে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওজনিয়াক বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন স্ক্যাম ও ভুল তথ্য তৈরি করবে— যা ধরতে পারা কঠিন হবে। ওজনিয়াক জানান, তাঁর ভয়— প্রযুক্তিটি খারাপ মানুষের হাতে ব্যবহৃত হবে। এআই দিয়ে তৈরি কনটেন্ট পরিষ্কারভাবে লেবেল করা উচিত, এবং এই খাতে নিয়ন্ত্রণ প্রয়োজন।’
মিস্টার ওজনিয়াক প্রযুক্তি জগতে ‘ওজ’ নামে বেশি পরিচিত। তিনি স্টিভ জবসের সঙ্গে অ্যাপল প্রতিষ্ঠার পাশাপাশি প্রথম অ্যাপল কম্পিউটারও তিনি আবিষ্কার করেছিলেন। বিবিসির প্রযুক্তি সম্পাদক জো ক্লেইনম্যানের সঙ্গে কথা বলার সময় তিনি এআইয়ের সুবিধা এবং এটি নিয়ে তার উদ্বেগ— উভয় বিষয় নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, ‘যারা নিজের পরিচয় নিয়ে প্রতারণা করতে চান, তাঁরা চাইলেই বুদ্ধিমান এআই ব্যবহার করতে পারছেন।’
ধারণা করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই শক্তিশালী ও ক্ষমতাধর হবে যে এটি ভবিষ্যতে মানবসভ্যতার জন্য বিপদ ডেকে আনবে। ইলন মাস্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের একটি দল এ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে গত মার্চে একটি খোলা চিঠি দেন।
অলাভজনক সংস্থা ‘ফিউচার অব লাইফ ইনস্টিটিউট’-এর জারি করা খোলা চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সমাজ ও মানবতার ওপর সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এ ছাড়া, আসন্ন এআই প্রযুক্তিকে প্রশিক্ষণ দেওয়া যাতে আগামী ছয় মাস বন্ধ রাখার কথাও বলা হয় এতে। চিঠিটিতে সাক্ষর করেন। এই খোলা চিঠিতে ১ হাজার জনেরও বেশি ব্যক্তি স্বাক্ষর করেন, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য টুইটার ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক ও স্ট্যাবিলিটি এআই সিইও এমাদ মোস্তাক।
এআই মানুষের জায়গা দখল করবে— এমনটা ওজনিয়াক ভাবেন না। কারণ হিসেবে তিনি এআইয়ের আবেগের অভাবের কথা তুলে ধরেন। তবে তিনি সতর্ক করে বলেন, খারাপ উদ্দেশ্য আছে এমন মানুষদের আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলবে এআই, কারণ চ্যাটজিপিটি এর মতো প্রোগ্রামগুলো এমন লেখা তৈরি করতে পারে যা ‘খুব বুদ্ধিমান শোনায়’।
তিনি মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কোনো কনটেন্ট ও সেগুলো কোনো পাবলিক প্ল্যাটফর্মে পোস্ট করার দায় পোস্টকারীরই। এআই দ্বারা তৈরি যে কোনো কিছুর দায় একজন মানুষকেই নিতে হবে।
ষড়যন্ত্র তত্ত্ববিদ প্রচারক অ্যালেক্স জোন্সের প্ল্যাটফর্ম ইনফোওয়ার্স কিনতে যাচ্ছে প্যারোডি নিউজ ওয়েবসাইট দ্য অনিয়ন। বৃহস্পতিবার এক বিবৃতিতে দ্য অনিয়ন জানিয়েছে, তারা ‘তুলনামূলক কম বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর তথ্যের’ মাধ্যমে ইনফোওয়ার্সের ‘বিভ্রান্তিকর তথ্যের লাগাতার স্রোত’ প্রতিস্থাপন করতে চায়।
৪ ঘণ্টা আগেদেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
৮ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
৯ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
১০ ঘণ্টা আগে