আবির আহসান রুদ্র
অনেক সময় অদ্ভুত সব নম্বর থেকে কল আসে নিজের মোবাইল ফোনটিতে। আবার নিয়মিত নম্বর থেকে কল দিয়েও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে প্রতারকেরা। এসব কলে সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত হিসেবে পরিচয় দিয়ে ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংবিষয়ক তথ্য জানার চেষ্টা করা হয়। এতে যেমন গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তেমনি সঞ্চিত অর্থ বেহাত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই সময় থাকতে সচেতন না হলে একটা সময় বড় ধরনের মাশুল গুনতে হতে পারে।
অপ্রীতিকর কল বন্ধ করবে যেসব অ্যাপ
ট্রু কলার: অ্যান্ড্রয়েড ও আইফোনে স্ক্যাম কল ব্লক করার জনপ্রিয় অ্যাপ ট্রু কলার। এই অ্যাপে অপরিচিত নম্বর থেকে ফোন এলে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হয় নম্বরটির আসল পরিচয়। মূলত বিভিন্ন ফোনে সেভ করা নম্বর নিজেদের ডেটাবেইসে সংরক্ষণ করে ট্রু কলার। এরপর গ্রাহকদের কাছে এসব তথ্য সরবরাহ করা হয়, যাতে সহজেই অপরিচিত নম্বরের পরিচয় জানা যায়। ট্রু কলার স্বয়ংক্রিয়ভাবে অনেক স্ক্যামারকে ব্লক করে। এর সঙ্গে নির্দিষ্ট নম্বর ধরেও ব্লক করা সম্ভব। আবার নির্দিষ্ট নাম ও ফোন নম্বর ধরে তথ্য পাওয়া যায় অ্যাপটিতে।
এটিঅ্যান্ডটি কল প্রটেক্ট: এ অ্যাপটি প্রতারক, সন্দেহভাজন স্ক্যামারদের চিহ্নিত ও নম্বর ধরে ব্লক করতে সাহায্য করে। অ্যাপল স্টোর ও প্লে স্টোরে অ্যাপটি বিনা মূল্যে পাওয়া যায়।
রোবো কিলার: যখন কেউ আপনাকে কল দেবে এবং সেই নম্বর যদি রোবো কিলার অ্যাপ ডেটাবেইসে স্প্যাম হিসেবে ভেরিফাইড থাকে, তখন হাজার চেষ্টা করলেও কলটি আপনার কাছে পৌঁছাবে না। কলের পরিবর্তে ফোনে নম্বরটি ব্লকের বার্তা আসবে। এই অ্যাপের সঙ্গে অন্যান্য অ্যাপের পার্থক্য হলো—অ্যাপটি আগে রেকর্ড করা বার্তার মাধ্যমে উত্তর দিতে পারে। ফলে স্ক্যামারের সময় নষ্ট হয়। অনেক সময় দেখা যায়, এসব বাড়তি কথার জন্য তারা ধৈর্য হারিয়ে ফেলে। রোবো কিলারে ৭ দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করা যায়, পরে মাসে ৪ ডলার বা বছরে ৩০ ডলার পরিশোধ করে সেবাটি কিনে নিতে হয়।
হিয়া: আপনি যে নম্বর বা তা থেকে আসা বার্তা এড়িয়ে যেতে চান, ঠিক সেগুলোকেই ব্লক করতে সহায়তা করবে হিয়া। এই অ্যাপের অন্যান্য সেবার মধ্যে আছে কল ব্লক, অবাঞ্ছিত নম্বরগুলোকে কালো তালিকাভুক্ত করা, ফোনে আসা কলগুলোর তথ্য এবং স্প্যাম অ্যালার্ট প্রদান করা।
অ্যাপের বাইরে মোবাইল ফোন সেটগুলোতেও বেশ কিছু ফিচার আছে কল বা নম্বর ব্লক করার জন্য।
আইফোনের জন্য
আইফোনের ডু নট ডিস্টার্ব ফিচার চালু করলে শুধু মোবাইল ফোনের কনটাক্ট লিস্টে সেভ করা নম্বর থেকে আসা কল বা বার্তা সম্পর্কে অবহিত করা হবে। অপরিচিত বা যেসব নম্বর সেভ নেই, সেসব কল বা বার্তা এলে মোবাইল ফোন সাইলেন্ট অবস্থায় থাকবে; অর্থাৎ কোনো শব্দ হবে না।
অ্যান্ড্রয়েডের জন্য
আইফোনের মতো অ্যান্ড্রয়েডেরও ডু নট ডিস্টার্ব ফিচার আছে। সেই ফিচার চালু করলে মোবাইল ফোনে সেভ ছাড়া অন্যান্য নম্বর থেকে আসা কল ও বিভিন্ন বার্তা সাইলেন্ট অবস্থায় থাকবে।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য
অনেক সময় অদ্ভুত সব নম্বর থেকে কল আসে নিজের মোবাইল ফোনটিতে। আবার নিয়মিত নম্বর থেকে কল দিয়েও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে প্রতারকেরা। এসব কলে সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত হিসেবে পরিচয় দিয়ে ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিংবিষয়ক তথ্য জানার চেষ্টা করা হয়। এতে যেমন গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তেমনি সঞ্চিত অর্থ বেহাত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই সময় থাকতে সচেতন না হলে একটা সময় বড় ধরনের মাশুল গুনতে হতে পারে।
অপ্রীতিকর কল বন্ধ করবে যেসব অ্যাপ
ট্রু কলার: অ্যান্ড্রয়েড ও আইফোনে স্ক্যাম কল ব্লক করার জনপ্রিয় অ্যাপ ট্রু কলার। এই অ্যাপে অপরিচিত নম্বর থেকে ফোন এলে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হয় নম্বরটির আসল পরিচয়। মূলত বিভিন্ন ফোনে সেভ করা নম্বর নিজেদের ডেটাবেইসে সংরক্ষণ করে ট্রু কলার। এরপর গ্রাহকদের কাছে এসব তথ্য সরবরাহ করা হয়, যাতে সহজেই অপরিচিত নম্বরের পরিচয় জানা যায়। ট্রু কলার স্বয়ংক্রিয়ভাবে অনেক স্ক্যামারকে ব্লক করে। এর সঙ্গে নির্দিষ্ট নম্বর ধরেও ব্লক করা সম্ভব। আবার নির্দিষ্ট নাম ও ফোন নম্বর ধরে তথ্য পাওয়া যায় অ্যাপটিতে।
এটিঅ্যান্ডটি কল প্রটেক্ট: এ অ্যাপটি প্রতারক, সন্দেহভাজন স্ক্যামারদের চিহ্নিত ও নম্বর ধরে ব্লক করতে সাহায্য করে। অ্যাপল স্টোর ও প্লে স্টোরে অ্যাপটি বিনা মূল্যে পাওয়া যায়।
রোবো কিলার: যখন কেউ আপনাকে কল দেবে এবং সেই নম্বর যদি রোবো কিলার অ্যাপ ডেটাবেইসে স্প্যাম হিসেবে ভেরিফাইড থাকে, তখন হাজার চেষ্টা করলেও কলটি আপনার কাছে পৌঁছাবে না। কলের পরিবর্তে ফোনে নম্বরটি ব্লকের বার্তা আসবে। এই অ্যাপের সঙ্গে অন্যান্য অ্যাপের পার্থক্য হলো—অ্যাপটি আগে রেকর্ড করা বার্তার মাধ্যমে উত্তর দিতে পারে। ফলে স্ক্যামারের সময় নষ্ট হয়। অনেক সময় দেখা যায়, এসব বাড়তি কথার জন্য তারা ধৈর্য হারিয়ে ফেলে। রোবো কিলারে ৭ দিনের ফ্রি ট্রায়াল ব্যবহার করা যায়, পরে মাসে ৪ ডলার বা বছরে ৩০ ডলার পরিশোধ করে সেবাটি কিনে নিতে হয়।
হিয়া: আপনি যে নম্বর বা তা থেকে আসা বার্তা এড়িয়ে যেতে চান, ঠিক সেগুলোকেই ব্লক করতে সহায়তা করবে হিয়া। এই অ্যাপের অন্যান্য সেবার মধ্যে আছে কল ব্লক, অবাঞ্ছিত নম্বরগুলোকে কালো তালিকাভুক্ত করা, ফোনে আসা কলগুলোর তথ্য এবং স্প্যাম অ্যালার্ট প্রদান করা।
অ্যাপের বাইরে মোবাইল ফোন সেটগুলোতেও বেশ কিছু ফিচার আছে কল বা নম্বর ব্লক করার জন্য।
আইফোনের জন্য
আইফোনের ডু নট ডিস্টার্ব ফিচার চালু করলে শুধু মোবাইল ফোনের কনটাক্ট লিস্টে সেভ করা নম্বর থেকে আসা কল বা বার্তা সম্পর্কে অবহিত করা হবে। অপরিচিত বা যেসব নম্বর সেভ নেই, সেসব কল বা বার্তা এলে মোবাইল ফোন সাইলেন্ট অবস্থায় থাকবে; অর্থাৎ কোনো শব্দ হবে না।
অ্যান্ড্রয়েডের জন্য
আইফোনের মতো অ্যান্ড্রয়েডেরও ডু নট ডিস্টার্ব ফিচার আছে। সেই ফিচার চালু করলে মোবাইল ফোনে সেভ ছাড়া অন্যান্য নম্বর থেকে আসা কল ও বিভিন্ন বার্তা সাইলেন্ট অবস্থায় থাকবে।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য
ষড়যন্ত্র তত্ত্ববিদ প্রচারক অ্যালেক্স জোন্সের প্ল্যাটফর্ম ইনফোওয়ার্স কিনতে যাচ্ছে প্যারোডি নিউজ ওয়েবসাইট দ্য অনিয়ন। বৃহস্পতিবার এক বিবৃতিতে দ্য অনিয়ন জানিয়েছে, তারা ‘তুলনামূলক কম বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর তথ্যের’ মাধ্যমে ইনফোওয়ার্সের ‘বিভ্রান্তিকর তথ্যের লাগাতার স্রোত’ প্রতিস্থাপন করতে চায়।
১ ঘণ্টা আগেদেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
৬ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
৬ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
৭ ঘণ্টা আগে