অনলাইন ডেস্ক
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের ছড়াছড়ি চলছে। এর মধ্যে ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মে এই যুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি ভুয়া খবর প্রচারিত হচ্ছে। এ কারণে ইলন মাস্ককে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন।
গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশ্রস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভেতরে হামলা চালানোর পর সংঘাতের বিষয়ে এক্স প্ল্যাটফর্মে ভুয়া ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যের বন্যা বয়ে যাচ্ছে।
এমন এক পোস্টের তথ্য তুলে ধরা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। তাতে দেখা যায়, মাস্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ইয়ান মাইলস চেং নামে এমন এক কট্টর ডানপন্থী মন্তব্যকারী একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি নাগরিকদের হত্যা করছে।
সেখানে লেখা হয়, ‘কল্পনা করুন, এমনটা যদি আমাদের প্রতিবেশীদের মধ্যে বা আমাদের পরিবারের সঙ্গে ঘটত!’ পরে এক্স এক কমুনিটি নোটে জানায়, এই ছবির ব্যক্তিরা হামাস নয়, ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
কিন্তু এই ভিডিও এখনো সরিয়ে নেওয়া হয়নি। এক্সে লাখ লাখ ব্যবহারকারী তাতে অংশ নিচ্ছেন এবং এই ক্লিপ আরো শত শত এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে, যাদের অনেকেই ভেরিফায়েড।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সতর্ক করে দেওয়ার পরেও এক্স প্ল্যাটফর্ম থেকে ‘হিংসাত্মক ও সন্ত্রাসী বিষয়বস্তু’ তুলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ইইউ। তবে মাস্ক অভিযোগ অস্বীকার করে বলেন, কোম্পানি এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। নতুন করে হামাসকে জড়িয়ে প্রচারণা চালানো অ্যাকাউন্ট সরানো হয়েছে।
ইইউকে আইন লঙ্ঘনের অভিযোগগুলোর তালিকা করতে বলেছেন মাস্ক। ইউরোপীয় ইউনিয়নের ইন্টারনাল কমিশনার থিয়েরি ব্রেটন ইলন মাস্ককে আইন লঙ্ঘনের অভিযোগে চিঠি দেন। তবে তিনি বিস্তারিত তথ্য দেননি।
তিনি বলেন, এই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া, কারসাজি করা ছবি ও তথ্য’ ব্যাপক অভিযোগ মিলেছে। এ বিষয়ে ইলন মাস্কের পদক্ষেপ কার্যকর কি না, তার তদন্ত হচ্ছে। চিঠিটি তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলার কয়েক দিন পর এই চিঠি আসে। এতে ইসরায়েলের কয়েক শ বাসিন্দা নিহত হন। কয়েক ডজনকে জিম্মি করে হামাস। প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনী গাঁজায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
এই চিঠির প্রতিক্রিয়ায় মাস্ক বলেন, ‘এক্সের নীতি হলো সবকিছু উন্মুক্ত ও স্বচ্ছ হবে, যা ইইউও সমর্থন করে।’
ব্রেটেনের উদ্দেশে তিনি বলেন, এক্সের বিরুদ্ধে যেসব আইন লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে, তার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে পারে ইইউ।
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের ছড়াছড়ি চলছে। এর মধ্যে ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মে এই যুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি ভুয়া খবর প্রচারিত হচ্ছে। এ কারণে ইলন মাস্ককে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন।
গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশ্রস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভেতরে হামলা চালানোর পর সংঘাতের বিষয়ে এক্স প্ল্যাটফর্মে ভুয়া ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্যের বন্যা বয়ে যাচ্ছে।
এমন এক পোস্টের তথ্য তুলে ধরা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে। তাতে দেখা যায়, মাস্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন ইয়ান মাইলস চেং নামে এমন এক কট্টর ডানপন্থী মন্তব্যকারী একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি নাগরিকদের হত্যা করছে।
সেখানে লেখা হয়, ‘কল্পনা করুন, এমনটা যদি আমাদের প্রতিবেশীদের মধ্যে বা আমাদের পরিবারের সঙ্গে ঘটত!’ পরে এক্স এক কমুনিটি নোটে জানায়, এই ছবির ব্যক্তিরা হামাস নয়, ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
কিন্তু এই ভিডিও এখনো সরিয়ে নেওয়া হয়নি। এক্সে লাখ লাখ ব্যবহারকারী তাতে অংশ নিচ্ছেন এবং এই ক্লিপ আরো শত শত এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে, যাদের অনেকেই ভেরিফায়েড।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সতর্ক করে দেওয়ার পরেও এক্স প্ল্যাটফর্ম থেকে ‘হিংসাত্মক ও সন্ত্রাসী বিষয়বস্তু’ তুলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ইইউ। তবে মাস্ক অভিযোগ অস্বীকার করে বলেন, কোম্পানি এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। নতুন করে হামাসকে জড়িয়ে প্রচারণা চালানো অ্যাকাউন্ট সরানো হয়েছে।
ইইউকে আইন লঙ্ঘনের অভিযোগগুলোর তালিকা করতে বলেছেন মাস্ক। ইউরোপীয় ইউনিয়নের ইন্টারনাল কমিশনার থিয়েরি ব্রেটন ইলন মাস্ককে আইন লঙ্ঘনের অভিযোগে চিঠি দেন। তবে তিনি বিস্তারিত তথ্য দেননি।
তিনি বলেন, এই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া, কারসাজি করা ছবি ও তথ্য’ ব্যাপক অভিযোগ মিলেছে। এ বিষয়ে ইলন মাস্কের পদক্ষেপ কার্যকর কি না, তার তদন্ত হচ্ছে। চিঠিটি তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলার কয়েক দিন পর এই চিঠি আসে। এতে ইসরায়েলের কয়েক শ বাসিন্দা নিহত হন। কয়েক ডজনকে জিম্মি করে হামাস। প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনী গাঁজায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
এই চিঠির প্রতিক্রিয়ায় মাস্ক বলেন, ‘এক্সের নীতি হলো সবকিছু উন্মুক্ত ও স্বচ্ছ হবে, যা ইইউও সমর্থন করে।’
ব্রেটেনের উদ্দেশে তিনি বলেন, এক্সের বিরুদ্ধে যেসব আইন লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে, তার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে পারে ইইউ।
ষড়যন্ত্র তত্ত্ববিদ প্রচারক অ্যালেক্স জোন্সের প্ল্যাটফর্ম ইনফোওয়ার্স কিনতে যাচ্ছে প্যারোডি নিউজ ওয়েবসাইট দ্য অনিয়ন। বৃহস্পতিবার এক বিবৃতিতে দ্য অনিয়ন জানিয়েছে, তারা ‘তুলনামূলক কম বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর তথ্যের’ মাধ্যমে ইনফোওয়ার্সের ‘বিভ্রান্তিকর তথ্যের লাগাতার স্রোত’ প্রতিস্থাপন করতে চায়।
৮ ঘণ্টা আগেদেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
১২ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
১৩ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
১৪ ঘণ্টা আগে