ফিচার ডেস্ক
আপনার শখের মোটরসাইকেল থেকে যদি কালো ধোঁয়া বের হতে দেখেন, তবে সতর্ক হোন। আপনি কি জানেন, কোন কোন কারণে আপনার প্রিয় বাহনটি থেকে কালো ধোঁয়া বের হয়?
১.
সাইলেন্সারে কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া ফুয়েল ইনজেক্টর, কার্বোরেটর বা ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সারে কালো ধোঁয়া বের হতে পারে। আবার কোনো কারণে নকল বা গুণগত মানে খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও কালো ধোঁয়া বের হতে পারে। পিস্টন ফুটো হয়ে তেল বের হলে বা ভালভের সিলগুলো ত্রুটিযুক্ত হলে ইঞ্জিন অয়েল ফুয়েলের সঙ্গে মিশে কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে।
২.
এয়ার ফিল্টারে ময়লা জমলে বা কিছু আটকে থাকলে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে না। ফলে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিনের বিভিন্ন উপাদান পুরোনো হয়ে গেলেও কালো ধোঁয়া বের হতে পারে। আবার ইঞ্জিন পর্যাপ্ত বায়ু বা জ্বালানি না পেলেও কালো ধোঁয়া ও কালি হয়।
৩.
এয়ার কুলেন্ট বা অয়েল কুলেন্ট সিস্টেম ঠিকমতো কাজ না করলে সাইলেন্সারের কালো ধোঁয়া বের হবে। ফলে বাইকের ইঞ্জিন অনেক গরম হবে, ইঞ্জিন অয়েল ও মাইলেজ কমে যাবে। নতুনের সঙ্গে পুরোনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়। পুরোনো ইঞ্জিন অয়েল পুরোটা বের করে নেওয়ার পরই নতুন ইঞ্জিন অয়েল ঢালা উচিত। পুরোনো ও নতুন ইঞ্জিন অয়েল মেশালে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় এ কারণেও কালো ধোঁয়া বের হয়।
৪.
ইনজেক্টর ঠিকভাবে কাজ না করলে বাইকের এগজস্ট থেকে সাদা ধোঁয়া বের হবে। আবার অনেক দিন ধরে ফুয়েল ইনজেকশন পরিষ্কার না করলে এর মধ্যে ময়লা জমে স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে দেয়। তখন সঠিকভাবে বাতাস ও ফুয়েল মিশ্রিত হয়ে কাজ করতে পারে না। ফলে সাইলেন্সারের ধোঁয়া বের হয়।
বাইকের এগজস্ট সিস্টেমের কাজ ইঞ্জিন থেকে বিষাক্ত বাতাস বের করে দেওয়া। এ থেকে দৃশ্যত কিছু বের হতে দেখলেই বুঝবেন, বাইকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। বুঝতে পারলে সমাধান করে নিন। না হলে সার্ভিস সেন্টারের সাহায্য নিন।
আপনার শখের মোটরসাইকেল থেকে যদি কালো ধোঁয়া বের হতে দেখেন, তবে সতর্ক হোন। আপনি কি জানেন, কোন কোন কারণে আপনার প্রিয় বাহনটি থেকে কালো ধোঁয়া বের হয়?
১.
সাইলেন্সারে কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া ফুয়েল ইনজেক্টর, কার্বোরেটর বা ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সারে কালো ধোঁয়া বের হতে পারে। আবার কোনো কারণে নকল বা গুণগত মানে খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও কালো ধোঁয়া বের হতে পারে। পিস্টন ফুটো হয়ে তেল বের হলে বা ভালভের সিলগুলো ত্রুটিযুক্ত হলে ইঞ্জিন অয়েল ফুয়েলের সঙ্গে মিশে কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে।
২.
এয়ার ফিল্টারে ময়লা জমলে বা কিছু আটকে থাকলে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে না। ফলে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিনের বিভিন্ন উপাদান পুরোনো হয়ে গেলেও কালো ধোঁয়া বের হতে পারে। আবার ইঞ্জিন পর্যাপ্ত বায়ু বা জ্বালানি না পেলেও কালো ধোঁয়া ও কালি হয়।
৩.
এয়ার কুলেন্ট বা অয়েল কুলেন্ট সিস্টেম ঠিকমতো কাজ না করলে সাইলেন্সারের কালো ধোঁয়া বের হবে। ফলে বাইকের ইঞ্জিন অনেক গরম হবে, ইঞ্জিন অয়েল ও মাইলেজ কমে যাবে। নতুনের সঙ্গে পুরোনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়। পুরোনো ইঞ্জিন অয়েল পুরোটা বের করে নেওয়ার পরই নতুন ইঞ্জিন অয়েল ঢালা উচিত। পুরোনো ও নতুন ইঞ্জিন অয়েল মেশালে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় এ কারণেও কালো ধোঁয়া বের হয়।
৪.
ইনজেক্টর ঠিকভাবে কাজ না করলে বাইকের এগজস্ট থেকে সাদা ধোঁয়া বের হবে। আবার অনেক দিন ধরে ফুয়েল ইনজেকশন পরিষ্কার না করলে এর মধ্যে ময়লা জমে স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে দেয়। তখন সঠিকভাবে বাতাস ও ফুয়েল মিশ্রিত হয়ে কাজ করতে পারে না। ফলে সাইলেন্সারের ধোঁয়া বের হয়।
বাইকের এগজস্ট সিস্টেমের কাজ ইঞ্জিন থেকে বিষাক্ত বাতাস বের করে দেওয়া। এ থেকে দৃশ্যত কিছু বের হতে দেখলেই বুঝবেন, বাইকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। বুঝতে পারলে সমাধান করে নিন। না হলে সার্ভিস সেন্টারের সাহায্য নিন।
চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে করা মামলায় স্টার্টআপটির শীর্ষ বিনিয়োগকারী মাইক্রোসফটকে অন্তর্ভুক্ত করলেন ইলন মাস্ক। মামলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগও তুললেন। উল্লেখ্য, এর আগে গত আগস্টে মামলাটি দায়ের করেছিলেন মাস্ক।
৩ ঘণ্টা আগেদুটি পুরোনো আইফোনের মডেল এবং স্মার্টঘড়ির চারটি মডেলকে বাতিলের (অবসোলেট) তালিকায় রেখেছে অ্যাপল। এগুলোকে ভিনটেজ ও অবসোলেট পণ্যের তালিকায় রেখেছে কোম্পানিটি।
৪ ঘণ্টা আগেজনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন ডলার। সম্প্রতি বিনিয়োগকারীদের কাছে নিজেদের শেয়ার কিনে নেওয়ার (বাইব্যাক) প্রস্তাব দেয় বাইটড্যান্স। তাঁদের এই ‘শেয়ার বাইব্যাক’ অফার অনুযায়ী চীনের কোম্পানিটির বাজারমূল্য এখন ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্
৫ ঘণ্টা আগেএনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ যুক্ত সার্ভারগুলোতে অতিরিক্ত তাপ উৎপন্ন করেছে। এর ফলে নতুন ডেটা সেন্টার চালু করার জন্য যথেষ্ট সময় পাবে না বলে কিছু গ্রাহক উদ্বেগ প্রকাশ করেছে। গত রোববার দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
৬ ঘণ্টা আগে