প্রযুক্তি ডেস্ক
নিজস্ব ‘মেসেজেস’ অ্যাপে পরীক্ষামূলকভাবে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা চালু করেছে টেক জায়ান্ট গুগল। নতুন এই সুবিধায় বার্তা লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই। ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে এটি। ফলে বেশ দ্রুত বার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট ব্যবহারকারীরা গুগলের ‘মেসেজেস’ অ্যাপে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা পাচ্ছেন। গুগল জানিয়েছে, ব্যবহারকারীর সর্বশেষ পাঠানো মেসেজগুলো পর্যালোচনা করে নতুন করে পুরো মেসেজ লিখে দেবে নতুন এআই সুবিধা। এ ছাড়া, মেসেজগুলো পাঠানোর আগে সম্পাদনের সুযোগও থাকছে।
মেসেজেস অ্যাপে এআইভিত্তিক সুবিধাটি যুক্ত হলেও তা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। এ সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপের সেটিংস মেন্যুতে গিয়ে ‘পেনসিল’ আইকনে ক্লিক করে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধাটি চালু করতে হবে।
এদিকে, জিমেইলে নতুন এআই সুবিধা চালু করছে টেক জায়ান্ট গুগল। এআই সুবিধাটি ব্যবহারকারীকে পুরো একটি ই-মেইল লিখে দেবে। নতুন এই সুবিধার নাম ‘হেল্প মি রাইট’। এটি মূলত জিমেইলের ‘অটো রিপ্লাই’ ও ‘জেনারেটিভ টেক্সট’ এর উন্নত সংস্করণ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত আই/ও ২০২৩ সম্মেলনে জিমেইলে নতুন এই সুবিধা আনার ঘোষণা দেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের আগের ই-মেইল পর্যালোচনা করে পুরো ই-মেইল লিখে দেবে নতুন এই এআই টুল। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে লেখা ই-মেইলটি ব্যবহারকারীরা সম্পাদনা করে নিতে পারবেন।
নিজস্ব ‘মেসেজেস’ অ্যাপে পরীক্ষামূলকভাবে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা চালু করেছে টেক জায়ান্ট গুগল। নতুন এই সুবিধায় বার্তা লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই। ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে এটি। ফলে বেশ দ্রুত বার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট ব্যবহারকারীরা গুগলের ‘মেসেজেস’ অ্যাপে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা পাচ্ছেন। গুগল জানিয়েছে, ব্যবহারকারীর সর্বশেষ পাঠানো মেসেজগুলো পর্যালোচনা করে নতুন করে পুরো মেসেজ লিখে দেবে নতুন এআই সুবিধা। এ ছাড়া, মেসেজগুলো পাঠানোর আগে সম্পাদনের সুযোগও থাকছে।
মেসেজেস অ্যাপে এআইভিত্তিক সুবিধাটি যুক্ত হলেও তা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। এ সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপের সেটিংস মেন্যুতে গিয়ে ‘পেনসিল’ আইকনে ক্লিক করে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধাটি চালু করতে হবে।
এদিকে, জিমেইলে নতুন এআই সুবিধা চালু করছে টেক জায়ান্ট গুগল। এআই সুবিধাটি ব্যবহারকারীকে পুরো একটি ই-মেইল লিখে দেবে। নতুন এই সুবিধার নাম ‘হেল্প মি রাইট’। এটি মূলত জিমেইলের ‘অটো রিপ্লাই’ ও ‘জেনারেটিভ টেক্সট’ এর উন্নত সংস্করণ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত আই/ও ২০২৩ সম্মেলনে জিমেইলে নতুন এই সুবিধা আনার ঘোষণা দেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের আগের ই-মেইল পর্যালোচনা করে পুরো ই-মেইল লিখে দেবে নতুন এই এআই টুল। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে লেখা ই-মেইলটি ব্যবহারকারীরা সম্পাদনা করে নিতে পারবেন।
অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্য নতুন ফিচারের ঘোষণা দিয়েছে গুগল। ফিচারটি মাধ্যমে নতুন ডিভাইস সেট আপ করার প্রক্রিয়া দ্রুত এবং আরও কার্যকরী হবে। এই ফিচারটির নাম ‘রিস্টোর ক্রেডেনশিয়ালস’, যা ডিভাইস পরিবর্তনের পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে অ্যাপগুলোতে লগ ইন করতে সাহায্য করবে। এজন্য ফিচারটি একটি ‘রিস্টোর
১ ঘণ্টা আগেমেমোরি এবং ফাউন্ড্রি চিপ ইউনিটের জন্য নতুন প্রধানদের সরিয়ে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি–এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানদারকারী সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করছে কোম্পানিটি।
৪ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
৬ ঘণ্টা আগেপৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। এবার কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালুর জন্য বিভিন্ন দেশে
২০ ঘণ্টা আগে