অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা ইউনেসকোর প্রতিবেদনের মতে, কনটেন্ট ক্রিয়েটরদের দুই-তৃতীয়াংশ তাদের তথ্যের সত্যতা যাচাই করে না। ফলে তারা এবং তাদের ফলোয়াররা মিথ্যা তথ্যের শিকার হতে পারে।
ইনফ্লুয়েন্সারদের ওপর একটি জরিপের মাধ্যমে ইউনেসকোর এই গবেষণার ফলাফলে পাওয়া গেছে। তাদের কাজের গুণগত মান উন্নত করতে মিডিয়া এবং শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, তথ্য যাচাইয়ের অভ্যাস কম থাকা মানে হচ্ছে, তারা মিথ্যা তথ্যের প্রতি আরও সংবেদনশীল। এটা জনসংযোগ এবং মিডিয়াতে মানুষের আস্থা কমিয়ে দিতে পারে।
গবেষণায় অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ কনটেন্ট ক্রিয়েটর বলেছেন যে, তারা তাদের তথ্য শেয়ার করার আগে সেগুলোর সত্যতা যাচাই করেননি। কনটেন্ট ক্রিয়েটররা সাধারণত সরকারি নথি এবং ওয়েবসাইটসহ আনুষ্ঠানিক উৎস ব্যবহার করেন না।
কনটেন্ট তৈরির সর্বাধিক সাধারণ উৎস ছিল ‘ব্যক্তিগত অভিজ্ঞতা বা সাক্ষাৎকার’। এরপর ছিল কনটেন্ট ক্রিয়েটরদের নিজের গবেষণা অথবা যারা বিষয়টি সম্পর্কে জানেন তাদের সঙ্গে কথা বলা, আর তৃতীয় অবস্থানে ছিল মূলধারা এবং এর বাইরের সংবাদ উৎসগুলো।
ইউনেসকোর গবেষণায় জানা গেছে, কনটেন্ট ক্রিয়েটরের ৪০ শতাংশ অনলাইন উৎসের ‘জনপ্রিয়তা’–যা লাইক এবং ভিউয়ের সংখ্যার মাধ্যমে পরিমাপ করা হয়। অনলাইনে লাইক ও ভিউকে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে চিহ্নিত করেছেন, যা নির্ধারণ করে কনটেন্টটি বিশ্বাসযোগ্য কি না।
অনলাইন কোর্স চালু করার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক নাইট সেন্টার ফর জার্নালিজম ইন দ্য আমেরিকাস (যা টেক্সাস ইউনিভার্সিটির একটি অংশ) এর সঙ্গে অংশীদারত্ব করেছে ইউনেসকো। এই কোর্সটির নাম ‘কীভাবে অনলাইনে একটি বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হওয়া যায়’। এই কোর্সে তথ্য যাচাই বা ফ্যাক্টচেকিং এবং নির্বাচনী বা সংকটকালীন বিষয় নিয়ে কনটেন্ট তৈরির ওপর বিভিন্ন মডিউল রয়েছে। ইউনেসকো জানিয়েছে, ইতিমধ্যে ৯ হাজার ইনফ্লুয়েন্সার এক মাসের ফ্রি কোর্সটির জন্য নিবন্ধন করেছেন।
ইউনেসকোর মিডিয়া সাক্ষরতা বিষয়ক বিশেষজ্ঞ আদেলিন হুলিন বলেছেন, কিছু ইনফ্লুয়েন্সার অবাক হয়েছেন যে, তাদের কাজকে সংবাদ সাংবাদিকতা হিসেবে দেখা হতে পারে। তারা সাধারণত নিজেদের সেই শ্রেণিতে রাখতে চান না।
ফরাসি সাংবাদিক এবং জনপ্রিয় ‘নিউজ ইনফ্লুয়েন্সার’ সালোমে সাকু বলেন, অনেক কনটেন্ট ক্রিয়েটর সাংবাদিকতার পদ্ধতির সঙ্গে পরিচিত নন এবং তাদের কাজের প্রভাব সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে হবে। তিনি আরও বলেন, আরও পেশাদার সাংবাদিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের কাজ প্রচার করা উচিত।
ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করা প্রায় অর্ধেক কনটেন্ট ক্রিয়েটর বলেছেন, তাদের দেশের মুক্তবিশ্ব মতামত, মানহানি এবং কপিরাইট সম্পর্কিত আইনের প্রতি ‘আংশিক’ জ্ঞান রয়েছে। তবে তারা নিজেদের এ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে গণ্য করবেন না।
কনটেন্ট ক্রিয়েটরদের এক চতুর্থাংশেরও বেশি জানতেন না যে, তারা যে দেশে কাজ করছেন, সেখানে তাদের কাজ সম্পর্কিত কোন নিয়মাবলি রয়েছে। জরিপে অংশ নেওয়া কেবল অর্ধেক কনটেন্ট ক্রিয়েটরই স্পষ্টভাবে তাদের অনুসারীদের কাছে স্পনসর, দাতা বা তহবিলের উৎস সম্পর্কে তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে, ইনফ্লুয়েন্সারদেরকে তাদের পোস্ট যদি স্পনসরড হয়, তবে তা ব্যবহারকারীদের জানাতে বাধ্য করা হয়।
ইউনেসকো ৪৫টি দেশ এবং অঞ্চল থেকে ৫০০ কনটেন্ট ক্রিয়েটরের একটি জরিপের ওপর ভিত্তি করে গবেষণাটি পরিচালনা করেছে, যাদের বেশির ভাগই ইউরোপ এবং এশিয়া থেকে। তারা বলেছে, অধিকাংশ প্রতিক্রিয়া প্রদানকারী ৩৫ বছরের নিচে এবং ‘ন্যানো-ইনফ্লুয়েন্সার’, যারা ১০ হাজার ফলোয়ার অনুসারী পর্যন্ত নিয়ে থাকেন এবং তাদের প্রধান প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম এবং ফেসবুক। এদের প্রায় এক চতুর্থাংশের অনুসারী সংখ্যা ১ লাখ পর্যন্ত।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তথ্য যাচাই করার জন্য ‘জরুরিভিত্তিতে’ সহায়তার প্রয়োজন বলে সতর্ক করেছে ইউনেসকো। ফলোয়ারদের কাছে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য ইনফ্লুয়েন্সার ফ্যাক্টচেকিং বা তথ্য যাচাইয়ের প্রশিক্ষণের প্রয়োজন।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা ইউনেসকোর প্রতিবেদনের মতে, কনটেন্ট ক্রিয়েটরদের দুই-তৃতীয়াংশ তাদের তথ্যের সত্যতা যাচাই করে না। ফলে তারা এবং তাদের ফলোয়াররা মিথ্যা তথ্যের শিকার হতে পারে।
ইনফ্লুয়েন্সারদের ওপর একটি জরিপের মাধ্যমে ইউনেসকোর এই গবেষণার ফলাফলে পাওয়া গেছে। তাদের কাজের গুণগত মান উন্নত করতে মিডিয়া এবং শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, তথ্য যাচাইয়ের অভ্যাস কম থাকা মানে হচ্ছে, তারা মিথ্যা তথ্যের প্রতি আরও সংবেদনশীল। এটা জনসংযোগ এবং মিডিয়াতে মানুষের আস্থা কমিয়ে দিতে পারে।
গবেষণায় অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ কনটেন্ট ক্রিয়েটর বলেছেন যে, তারা তাদের তথ্য শেয়ার করার আগে সেগুলোর সত্যতা যাচাই করেননি। কনটেন্ট ক্রিয়েটররা সাধারণত সরকারি নথি এবং ওয়েবসাইটসহ আনুষ্ঠানিক উৎস ব্যবহার করেন না।
কনটেন্ট তৈরির সর্বাধিক সাধারণ উৎস ছিল ‘ব্যক্তিগত অভিজ্ঞতা বা সাক্ষাৎকার’। এরপর ছিল কনটেন্ট ক্রিয়েটরদের নিজের গবেষণা অথবা যারা বিষয়টি সম্পর্কে জানেন তাদের সঙ্গে কথা বলা, আর তৃতীয় অবস্থানে ছিল মূলধারা এবং এর বাইরের সংবাদ উৎসগুলো।
ইউনেসকোর গবেষণায় জানা গেছে, কনটেন্ট ক্রিয়েটরের ৪০ শতাংশ অনলাইন উৎসের ‘জনপ্রিয়তা’–যা লাইক এবং ভিউয়ের সংখ্যার মাধ্যমে পরিমাপ করা হয়। অনলাইনে লাইক ও ভিউকে একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে চিহ্নিত করেছেন, যা নির্ধারণ করে কনটেন্টটি বিশ্বাসযোগ্য কি না।
অনলাইন কোর্স চালু করার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক নাইট সেন্টার ফর জার্নালিজম ইন দ্য আমেরিকাস (যা টেক্সাস ইউনিভার্সিটির একটি অংশ) এর সঙ্গে অংশীদারত্ব করেছে ইউনেসকো। এই কোর্সটির নাম ‘কীভাবে অনলাইনে একটি বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হওয়া যায়’। এই কোর্সে তথ্য যাচাই বা ফ্যাক্টচেকিং এবং নির্বাচনী বা সংকটকালীন বিষয় নিয়ে কনটেন্ট তৈরির ওপর বিভিন্ন মডিউল রয়েছে। ইউনেসকো জানিয়েছে, ইতিমধ্যে ৯ হাজার ইনফ্লুয়েন্সার এক মাসের ফ্রি কোর্সটির জন্য নিবন্ধন করেছেন।
ইউনেসকোর মিডিয়া সাক্ষরতা বিষয়ক বিশেষজ্ঞ আদেলিন হুলিন বলেছেন, কিছু ইনফ্লুয়েন্সার অবাক হয়েছেন যে, তাদের কাজকে সংবাদ সাংবাদিকতা হিসেবে দেখা হতে পারে। তারা সাধারণত নিজেদের সেই শ্রেণিতে রাখতে চান না।
ফরাসি সাংবাদিক এবং জনপ্রিয় ‘নিউজ ইনফ্লুয়েন্সার’ সালোমে সাকু বলেন, অনেক কনটেন্ট ক্রিয়েটর সাংবাদিকতার পদ্ধতির সঙ্গে পরিচিত নন এবং তাদের কাজের প্রভাব সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে হবে। তিনি আরও বলেন, আরও পেশাদার সাংবাদিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের কাজ প্রচার করা উচিত।
ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করা প্রায় অর্ধেক কনটেন্ট ক্রিয়েটর বলেছেন, তাদের দেশের মুক্তবিশ্ব মতামত, মানহানি এবং কপিরাইট সম্পর্কিত আইনের প্রতি ‘আংশিক’ জ্ঞান রয়েছে। তবে তারা নিজেদের এ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে গণ্য করবেন না।
কনটেন্ট ক্রিয়েটরদের এক চতুর্থাংশেরও বেশি জানতেন না যে, তারা যে দেশে কাজ করছেন, সেখানে তাদের কাজ সম্পর্কিত কোন নিয়মাবলি রয়েছে। জরিপে অংশ নেওয়া কেবল অর্ধেক কনটেন্ট ক্রিয়েটরই স্পষ্টভাবে তাদের অনুসারীদের কাছে স্পনসর, দাতা বা তহবিলের উৎস সম্পর্কে তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে, ইনফ্লুয়েন্সারদেরকে তাদের পোস্ট যদি স্পনসরড হয়, তবে তা ব্যবহারকারীদের জানাতে বাধ্য করা হয়।
ইউনেসকো ৪৫টি দেশ এবং অঞ্চল থেকে ৫০০ কনটেন্ট ক্রিয়েটরের একটি জরিপের ওপর ভিত্তি করে গবেষণাটি পরিচালনা করেছে, যাদের বেশির ভাগই ইউরোপ এবং এশিয়া থেকে। তারা বলেছে, অধিকাংশ প্রতিক্রিয়া প্রদানকারী ৩৫ বছরের নিচে এবং ‘ন্যানো-ইনফ্লুয়েন্সার’, যারা ১০ হাজার ফলোয়ার অনুসারী পর্যন্ত নিয়ে থাকেন এবং তাদের প্রধান প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম এবং ফেসবুক। এদের প্রায় এক চতুর্থাংশের অনুসারী সংখ্যা ১ লাখ পর্যন্ত।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
মেমোরি এবং ফাউন্ড্রি চিপ ইউনিটের জন্য নতুন প্রধানদের সরিয়ে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি–এর মতো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানদারকারী সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চেষ্টা করছে কোম্পানিটি।
১ ঘণ্টা আগেপৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। এবার কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালুর জন্য বিভিন্ন দেশে
১৭ ঘণ্টা আগেদেশের বাজারে ২০২৩ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে অনার বাংলাদেশ। ব্র্যান্ডটি জনপ্রিয় হয়ে উঠছে। আজকের পত্রিকা প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা, ব্র্যান্ড ও ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামের সঙ্গে।
১ দিন আগেঅস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী মিশেল রোল্যান্ড ২১ নভেম্বর সংসদে ইতিহাস সৃষ্টিকারী এক আইন উত্থাপন করেছেন। এই আইন পাস হলে দেশটিতে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।
১ দিন আগে