মো. আশিকুজ্জামান, বাকৃবি
তাপপ্রবাহের ফলে ব্রয়লার মুরগির শরীরে তৈরি হওয়া হিট স্ট্রেসের প্রভাব কমাবে আমলকী। পাশাপাশি মুরগির তাপমাত্রাজনিত মৃত্যু কমবে। এর নির্যাস বা পাউডার খাদ্য ও পানির সঙ্গে ব্যবহার করলে উচ্চ তাপমাত্রায়ও ব্রয়লার মুরগির খাবার গ্রহণের পরিমাণ বাড়ায় ওজনও বাড়েব। এমনই দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
বাকৃবির প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান (বিএমবি) বিভাগের অধ্যাপক ড. চয়ন গোস্বামী ও পোলট্রিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাপন তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপের অর্থায়নে বিএমবির প্রভাষক মো. কামরুল হাসান কাজল এ গবেষণা সম্পন্ন করেন।
আমাদের দেশে ব্রয়লার মুরগির হিট স্ট্রেস কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন সম্পূর্ণ খামারে এয়ারকন্ডিশন বা ভেন্টিলেশনের ব্যবস্থা। এ ছাড়া কিছু সিনথেটিক ড্রাগস ব্যবহার করা হয় এ কাজে। এসব পদ্ধতি আমাদের প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য লাভজনক নয়। সেই খামারিদের জন্য দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধান হচ্ছে প্রাকৃতিকভাবে হিট স্ট্রেসের প্রভাব কমানোর উপায় বের করা। এ ক্ষেত্রে আমলকী অত্যন্ত কার্যকরবলে জানিয়েছেন বিএমবির প্রভাষক মো. কামরুল হাসান কাজল।
আমলকীর উপকার
ব্রয়লারে আমলকীর বিভিন্ন উপকারী দিক সম্পর্কে সহযোগী অধ্যাপক ড. বাপন দে জানান, ব্রয়লারের খাদ্যের সঙ্গে আমলকীর নির্যাস বা পাউডার মিশিয়ে দিলে খাবার গ্রহণে তাদের কোনো সমস্যা দেখা যায় না। কারণ, আমলকীর পাউডার খাবারের স্বাদে কোনো পরিবর্তন আনে না। তা ছাড়া আমলকীর এই পাউডার ব্রয়লারের ক্ষুধাবর্ধক হিসেবেও কাজ করে। তাই মুরগি খাবার গ্রহণের পরিমাণ বাড়িয়ে দেয়।
অ্যান্টিবায়োটিকের বিকল্প
আমলকীকে অ্যান্টিবায়োটিকের বিকল্প দাবি করেছেন অধ্যাপক বাপন দে। তিনি জানান, আমলকী উচ্চমাত্রায় ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। অ্যান্টিবায়োটিকে পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও আমলকীর পাউডারে তা নেই। ফাইটোকেমিক্যাল থাকায় প্রচণ্ড গরমেও ব্রয়লারের উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করে আমলকী। এর ব্যবহারে মুরগির পরিপাকতন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়ার কমে যায় এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়।
বিএমবি বিভাগের অধ্যাপক ড. চয়ন গোস্বামী জানিয়েছেন, দ্রুত বিপাকীয় হার বৃদ্ধি ও ঘর্মগ্রন্থি না থাকায় ব্রয়লার হিট স্ট্রেসের প্রতি যথেষ্ট সংবেদনশীল। উচ্চ তাপমাত্রায় মুরগির দেহে প্রচুর ফ্রি র্যাডিক্যাল ও রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস (আরওএস) উৎপন্ন হয়, যা তাদের শরীরে আমিষ, লিপিড, ডিএনএ ও শক্তি উৎপাদন কমিয়ে দেয়। কিন্তু আমলকী অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় ফ্রি র্যাডিক্যাল ও আরওএসের ক্ষতিকর প্রভাবকে কমিয়ে দেয়, যা ওজন বাড়াতেও সাহায্য করে।
পাউডার তৈরির প্রণালি
প্রথমে সংগৃহীত আমলকী পরিষ্কার করে ছায়াযুক্ত জায়গায় শুকানো হয়। এরপর বীজ ফেলে দিয়ে বাকি অংশ পুনরায় ছায়ায় শুকিয়ে পাউডার তৈরি করা হয়েছিল। প্রান্তিক খামারিদের ব্যবহারের কথা বিবেচনায় রেখে সহজ উপায়ে এই আমলকীর পাউডার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক চয়ন।
আমলকী পাউডার ব্যবহারবিধি
এক কেজি আমলকী শুকালে ১৫০ থেকে ১৯০ গ্রাম পর্যন্ত পাউডার পাওয়া যায়। গবেষণায় শূন্য দশমিক ৫ শতাংশ ও ১ শতাংশ করে দুটি ডোজ ব্যবহার করা হয়েছে। তাই এক কেজি খাবারের সঙ্গে ৫ অথবা ১০ গ্রাম পাউডার মিশিয়ে খাওয়ানো যাবে।
ভিটামিন সির পরিমাণ বেশি
অন্যান্য উৎসের তুলনায় আমলকীতে ভিটামিন সির পরিমাণ বেশি। প্রতি ১০০ গ্রাম আমলকীতে ৫০০ থেকে ৭০০ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাওয়া যায় বলে জানিয়েছেন অধ্যাপক চয়ন। তা ছাড়া সাম্প্রতিক সময়ে এর উৎপাদন অনেক বেড়েছে। বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড ও দেশীয় প্রজাতির আমলকী পাওয়া যাচ্ছে।
আরও গবেষণা দরকার
উচ্চ তাপমাত্রায় আমলকীর পাউডার ব্যবহারের মাধ্যমে সামগ্রিকভাবে ব্রয়লারের ওজন বৃদ্ধি ও তাপমাত্রাজনিত মৃত্যু কমেছে। তবে ভবিষ্যতে ব্রয়লার মুরগিতে আমলকীর ব্যবহার নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান অধ্যাপক চয়ন। তিনি জানিয়েছেন, ব্রয়লারের কোন অঙ্গে আমলকী কেমন প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণ করা জরুরি। অন্যান্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে আমলকীর তুলনামূলক গবেষণাও করে দেখতে হবে। ব্রয়লারে হিট স্ট্রেসের প্রভাব কমাতে আমলকীর ফাইটোকেমিক্যালগুলোর মধ্যে কোনটি সক্রিয় উপাদান হিসেবে কাজ করে, তা বের করতে হবে।
তাপপ্রবাহের ফলে ব্রয়লার মুরগির শরীরে তৈরি হওয়া হিট স্ট্রেসের প্রভাব কমাবে আমলকী। পাশাপাশি মুরগির তাপমাত্রাজনিত মৃত্যু কমবে। এর নির্যাস বা পাউডার খাদ্য ও পানির সঙ্গে ব্যবহার করলে উচ্চ তাপমাত্রায়ও ব্রয়লার মুরগির খাবার গ্রহণের পরিমাণ বাড়ায় ওজনও বাড়েব। এমনই দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
বাকৃবির প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান (বিএমবি) বিভাগের অধ্যাপক ড. চয়ন গোস্বামী ও পোলট্রিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাপন তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপের অর্থায়নে বিএমবির প্রভাষক মো. কামরুল হাসান কাজল এ গবেষণা সম্পন্ন করেন।
আমাদের দেশে ব্রয়লার মুরগির হিট স্ট্রেস কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন সম্পূর্ণ খামারে এয়ারকন্ডিশন বা ভেন্টিলেশনের ব্যবস্থা। এ ছাড়া কিছু সিনথেটিক ড্রাগস ব্যবহার করা হয় এ কাজে। এসব পদ্ধতি আমাদের প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য লাভজনক নয়। সেই খামারিদের জন্য দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধান হচ্ছে প্রাকৃতিকভাবে হিট স্ট্রেসের প্রভাব কমানোর উপায় বের করা। এ ক্ষেত্রে আমলকী অত্যন্ত কার্যকরবলে জানিয়েছেন বিএমবির প্রভাষক মো. কামরুল হাসান কাজল।
আমলকীর উপকার
ব্রয়লারে আমলকীর বিভিন্ন উপকারী দিক সম্পর্কে সহযোগী অধ্যাপক ড. বাপন দে জানান, ব্রয়লারের খাদ্যের সঙ্গে আমলকীর নির্যাস বা পাউডার মিশিয়ে দিলে খাবার গ্রহণে তাদের কোনো সমস্যা দেখা যায় না। কারণ, আমলকীর পাউডার খাবারের স্বাদে কোনো পরিবর্তন আনে না। তা ছাড়া আমলকীর এই পাউডার ব্রয়লারের ক্ষুধাবর্ধক হিসেবেও কাজ করে। তাই মুরগি খাবার গ্রহণের পরিমাণ বাড়িয়ে দেয়।
অ্যান্টিবায়োটিকের বিকল্প
আমলকীকে অ্যান্টিবায়োটিকের বিকল্প দাবি করেছেন অধ্যাপক বাপন দে। তিনি জানান, আমলকী উচ্চমাত্রায় ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। অ্যান্টিবায়োটিকে পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও আমলকীর পাউডারে তা নেই। ফাইটোকেমিক্যাল থাকায় প্রচণ্ড গরমেও ব্রয়লারের উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করে আমলকী। এর ব্যবহারে মুরগির পরিপাকতন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়ার কমে যায় এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়।
বিএমবি বিভাগের অধ্যাপক ড. চয়ন গোস্বামী জানিয়েছেন, দ্রুত বিপাকীয় হার বৃদ্ধি ও ঘর্মগ্রন্থি না থাকায় ব্রয়লার হিট স্ট্রেসের প্রতি যথেষ্ট সংবেদনশীল। উচ্চ তাপমাত্রায় মুরগির দেহে প্রচুর ফ্রি র্যাডিক্যাল ও রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস (আরওএস) উৎপন্ন হয়, যা তাদের শরীরে আমিষ, লিপিড, ডিএনএ ও শক্তি উৎপাদন কমিয়ে দেয়। কিন্তু আমলকী অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় ফ্রি র্যাডিক্যাল ও আরওএসের ক্ষতিকর প্রভাবকে কমিয়ে দেয়, যা ওজন বাড়াতেও সাহায্য করে।
পাউডার তৈরির প্রণালি
প্রথমে সংগৃহীত আমলকী পরিষ্কার করে ছায়াযুক্ত জায়গায় শুকানো হয়। এরপর বীজ ফেলে দিয়ে বাকি অংশ পুনরায় ছায়ায় শুকিয়ে পাউডার তৈরি করা হয়েছিল। প্রান্তিক খামারিদের ব্যবহারের কথা বিবেচনায় রেখে সহজ উপায়ে এই আমলকীর পাউডার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক চয়ন।
আমলকী পাউডার ব্যবহারবিধি
এক কেজি আমলকী শুকালে ১৫০ থেকে ১৯০ গ্রাম পর্যন্ত পাউডার পাওয়া যায়। গবেষণায় শূন্য দশমিক ৫ শতাংশ ও ১ শতাংশ করে দুটি ডোজ ব্যবহার করা হয়েছে। তাই এক কেজি খাবারের সঙ্গে ৫ অথবা ১০ গ্রাম পাউডার মিশিয়ে খাওয়ানো যাবে।
ভিটামিন সির পরিমাণ বেশি
অন্যান্য উৎসের তুলনায় আমলকীতে ভিটামিন সির পরিমাণ বেশি। প্রতি ১০০ গ্রাম আমলকীতে ৫০০ থেকে ৭০০ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাওয়া যায় বলে জানিয়েছেন অধ্যাপক চয়ন। তা ছাড়া সাম্প্রতিক সময়ে এর উৎপাদন অনেক বেড়েছে। বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড ও দেশীয় প্রজাতির আমলকী পাওয়া যাচ্ছে।
আরও গবেষণা দরকার
উচ্চ তাপমাত্রায় আমলকীর পাউডার ব্যবহারের মাধ্যমে সামগ্রিকভাবে ব্রয়লারের ওজন বৃদ্ধি ও তাপমাত্রাজনিত মৃত্যু কমেছে। তবে ভবিষ্যতে ব্রয়লার মুরগিতে আমলকীর ব্যবহার নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান অধ্যাপক চয়ন। তিনি জানিয়েছেন, ব্রয়লারের কোন অঙ্গে আমলকী কেমন প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণ করা জরুরি। অন্যান্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে আমলকীর তুলনামূলক গবেষণাও করে দেখতে হবে। ব্রয়লারে হিট স্ট্রেসের প্রভাব কমাতে আমলকীর ফাইটোকেমিক্যালগুলোর মধ্যে কোনটি সক্রিয় উপাদান হিসেবে কাজ করে, তা বের করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
১ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
২ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৬ ঘণ্টা আগেসুরক্ষা টুলগুলো কীভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত তথ্য এক ব্লগ পোস্টে জানিয়েছে গুগল। টুল দুটি এখন গুগল পিক্সেল ৬ ও নতুন মডেলগুলোতে চালু হচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গুগল বেটা প্রোগ্রামের ব্যবহারকারীরা স্ক্যাম ডিটেকশন ইন ফোন টুলটি ব্যবহার করতে পারবেন।
১৯ ঘণ্টা আগে