অনলাইন ডেস্ক
স্বর্ণ বনাম বিটকয়েন। দুর্দিনের সম্বল হিসেবে কোনটি সেরা? শত শত বছর ধরে মানুষ স্বর্ণকে দুর্দিনের সহায় হিসেবেই বিবেচনা করে এসেছে। কিন্তু মানুষের আর্থিক লেনদেন যখন ক্রমশ অনলাইননির্ভর ও ‘হার্ড ক্যাশ’-এর বিপরীতে ‘ডিজিটাল ক্যাশ’ নির্ভর হয়ে উঠছে, তখন ভূ-কৌশলগত সংকটের সময় স্বর্ণ, নাকি ডিজিটাল লেনদেনের অন্যতম মাধ্যম ‘ক্রিপ্টোকারেন্সি’ (বিশেষত বিটকয়েন) উত্তম? এই প্রশ্নের নির্দিষ্ট এবং তাৎক্ষণিক উত্তর এখনই দেওয়া কঠিন। তবে ইউক্রেনে রুশ হামলার পর ইউরোপ ও বিশ্বে সৃষ্ট ভূ-কৌশলগত সংকট দুর্দিনের সম্বল হিসেবে স্বর্ণকে বিটকয়েন ছাড়িয়ে যেতে পারবে কি না, তা নির্ধারণের একটি সুযোগ হাজির করেছে।
ইউক্রেনে রুশ হামলার পর থেকেই বিশ্ববাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। রুশ মুদ্রা রুবলের দাম পড়ে যাওয়া, বিশ্বের বিভিন্ন প্রান্তে শেয়ারবাজারে দরপতন, তেল-গ্যাস-কয়লার মূল্যবৃদ্ধি ইত্যাদি কারণে অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। তাই ব্যক্তি পর্যায়ের অনেকেই স্বর্ণ কিনে রাখার দিকে নজর দিয়েছেন। আজকের পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ‘সংকটেও ভারতে স্বর্ণ কেনার হিড়িক’।
কিন্তু কেন? ওই নিবন্ধে বলা হয়—‘রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর আগে থেকেই ভারতে স্বর্ণর দাম হু হু করে বাড়তে থাকে। গত কয়েক মাসে দেশটিতে কয়েক দফায় স্বর্ণর দাম বেড়েছে। বর্তমানে ভারতীয় বাজারে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) ১০ গ্রাম স্বর্ণর দাম ৫১ হাজার ৬০০ রুপি। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ভারতের বাজারে স্বর্ণর দাম গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে।’
কেবল ভারতই নয়, সারা বিশ্বেই প্রায় এক অবস্থা। বিশ্বের শেয়ারবাজারের দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার বিশ্লেষণী সংস্থা ‘মার্কেটওয়াচে’ প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বরের প্রথম দিকে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণের তোড়জোড় শুরু করে, তখন থেকেই বিশ্ববাজারে স্বর্ণর দাম বাড়তে শুরু করে। সে সময়ে স্বর্ণর বারের (বুলিয়ন) শেয়ারদর বাড়ে ২ শতাংশ এবং সামগ্রিকভাবে স্বর্ণর দাম বাড়ে ৬ শতাংশেরও বেশি। একই সময়ে, বিটকয়েনের শেয়ারের দরপতন হয় ২ দশমিক ২৯ শতাংশ। আর বিশ্ববাজারে বিটকয়েনের দাম কমে ৩০ শতাংশেরও বেশি।
বর্তমান বৈশ্বিক সংকট আসলে স্বর্ণ ও বিটকয়েনের মধ্যে তুলনা করার একটি সূচক মাত্র। তাই এই একটি সূচকের ওপর ভিত্তি করে এই দুইয়ের মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য তা নির্ধারণ করা কঠিন। মার্কেটওয়াচের ওই নিবন্ধে মার্ক হালবার্ট বলছেন, তিনি ইকোনমিক পলিসি আনসার্টেইনিটি (ইপিইউ) ইনডেক্স ওপর ভিত্তি করে স্বর্ণ ও বিটকয়েনের ভেতরে কোনটি বেশি নির্ভরযোগ্য তা যাচাই করতে একটি গবেষণা চালিয়েছিলেন। গবেষণার খাতিরে তিনি পাঁচ বছর আগের ও বর্তমান বাজারে স্বর্ণ ও বিটকয়েনের তুলনামূলক নির্ভরযোগ্যতা যাচাই করেন। পাঁচ বছর আগের বাজারে বিটকয়েনের মূল্য ছিল ৫ হাজার ডলার করে, বর্তমানে প্রায় ৪০ হাজার ডলার। মার্ক হলবার্ট পাঁচ বছর আগের ও বর্তমান বাজারে স্বর্ণ ও বিটকয়েনের তুলনামূলক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে দেখতে পান, উভয় সময়ই বিটকয়েনের ইপিইউ ইনডেক্সে নেতিবাচক প্রবণতা দেখাচ্ছে। নেতিবাচক ইনডেক্সের অর্থ হলো, যখনই কোনো সংকট আবির্ভূত হয়েছে, তখনই বিটকেয়েনের দাম পড়ে গেছে। বিপরীতে তুলনামূলকভাবে স্বর্ণ ইতিবাচক ইপিইউ ইনডেক্স দেখিয়েছে।
উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্কট বেকার, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিকোলাস ব্লুম এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্টিভেন ডেভিস মিলে কয়েক বছর আগে ইকোনমিক পলিসি আনসার্টেইনিটি (ইপিইউ) ইনডেক্স তৈরি করেন।
মার্ক হলবার্ট আরও বলছেন, বিগত পাঁচ দশকে বিভিন্ন সময়ে নির্ভরযোগ্যতা কমলেও সংকট হাজির হওয়ামাত্র স্বর্ণর নির্ভরযোগ্যতা বারবার বেড়েছে। ফলে, বর্তমান সময়ে বিটকয়েনের বাজারদর প্রায় ৪০ হাজার ডলার হলেও তা যে দ্রুতই নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণর জায়গা দখল করতে পারবে—এমনটা মনে হচ্ছে না। এখানে স্বর্ণ বা বিটকয়েনের প্রতি কোনো পক্ষপাত না রেখেই বলা যায়, সংকটকালীন বাজারে বিনিয়োগের কথা ভাবলে আপনাকে অবশ্য দ্বিতীয়বার বিবেচনা করতে হবে।
স্বর্ণ বনাম বিটকয়েন। দুর্দিনের সম্বল হিসেবে কোনটি সেরা? শত শত বছর ধরে মানুষ স্বর্ণকে দুর্দিনের সহায় হিসেবেই বিবেচনা করে এসেছে। কিন্তু মানুষের আর্থিক লেনদেন যখন ক্রমশ অনলাইননির্ভর ও ‘হার্ড ক্যাশ’-এর বিপরীতে ‘ডিজিটাল ক্যাশ’ নির্ভর হয়ে উঠছে, তখন ভূ-কৌশলগত সংকটের সময় স্বর্ণ, নাকি ডিজিটাল লেনদেনের অন্যতম মাধ্যম ‘ক্রিপ্টোকারেন্সি’ (বিশেষত বিটকয়েন) উত্তম? এই প্রশ্নের নির্দিষ্ট এবং তাৎক্ষণিক উত্তর এখনই দেওয়া কঠিন। তবে ইউক্রেনে রুশ হামলার পর ইউরোপ ও বিশ্বে সৃষ্ট ভূ-কৌশলগত সংকট দুর্দিনের সম্বল হিসেবে স্বর্ণকে বিটকয়েন ছাড়িয়ে যেতে পারবে কি না, তা নির্ধারণের একটি সুযোগ হাজির করেছে।
ইউক্রেনে রুশ হামলার পর থেকেই বিশ্ববাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। রুশ মুদ্রা রুবলের দাম পড়ে যাওয়া, বিশ্বের বিভিন্ন প্রান্তে শেয়ারবাজারে দরপতন, তেল-গ্যাস-কয়লার মূল্যবৃদ্ধি ইত্যাদি কারণে অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। তাই ব্যক্তি পর্যায়ের অনেকেই স্বর্ণ কিনে রাখার দিকে নজর দিয়েছেন। আজকের পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ‘সংকটেও ভারতে স্বর্ণ কেনার হিড়িক’।
কিন্তু কেন? ওই নিবন্ধে বলা হয়—‘রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর আগে থেকেই ভারতে স্বর্ণর দাম হু হু করে বাড়তে থাকে। গত কয়েক মাসে দেশটিতে কয়েক দফায় স্বর্ণর দাম বেড়েছে। বর্তমানে ভারতীয় বাজারে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) ১০ গ্রাম স্বর্ণর দাম ৫১ হাজার ৬০০ রুপি। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ভারতের বাজারে স্বর্ণর দাম গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে।’
কেবল ভারতই নয়, সারা বিশ্বেই প্রায় এক অবস্থা। বিশ্বের শেয়ারবাজারের দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার বিশ্লেষণী সংস্থা ‘মার্কেটওয়াচে’ প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বরের প্রথম দিকে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণের তোড়জোড় শুরু করে, তখন থেকেই বিশ্ববাজারে স্বর্ণর দাম বাড়তে শুরু করে। সে সময়ে স্বর্ণর বারের (বুলিয়ন) শেয়ারদর বাড়ে ২ শতাংশ এবং সামগ্রিকভাবে স্বর্ণর দাম বাড়ে ৬ শতাংশেরও বেশি। একই সময়ে, বিটকয়েনের শেয়ারের দরপতন হয় ২ দশমিক ২৯ শতাংশ। আর বিশ্ববাজারে বিটকয়েনের দাম কমে ৩০ শতাংশেরও বেশি।
বর্তমান বৈশ্বিক সংকট আসলে স্বর্ণ ও বিটকয়েনের মধ্যে তুলনা করার একটি সূচক মাত্র। তাই এই একটি সূচকের ওপর ভিত্তি করে এই দুইয়ের মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য তা নির্ধারণ করা কঠিন। মার্কেটওয়াচের ওই নিবন্ধে মার্ক হালবার্ট বলছেন, তিনি ইকোনমিক পলিসি আনসার্টেইনিটি (ইপিইউ) ইনডেক্স ওপর ভিত্তি করে স্বর্ণ ও বিটকয়েনের ভেতরে কোনটি বেশি নির্ভরযোগ্য তা যাচাই করতে একটি গবেষণা চালিয়েছিলেন। গবেষণার খাতিরে তিনি পাঁচ বছর আগের ও বর্তমান বাজারে স্বর্ণ ও বিটকয়েনের তুলনামূলক নির্ভরযোগ্যতা যাচাই করেন। পাঁচ বছর আগের বাজারে বিটকয়েনের মূল্য ছিল ৫ হাজার ডলার করে, বর্তমানে প্রায় ৪০ হাজার ডলার। মার্ক হলবার্ট পাঁচ বছর আগের ও বর্তমান বাজারে স্বর্ণ ও বিটকয়েনের তুলনামূলক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে দেখতে পান, উভয় সময়ই বিটকয়েনের ইপিইউ ইনডেক্সে নেতিবাচক প্রবণতা দেখাচ্ছে। নেতিবাচক ইনডেক্সের অর্থ হলো, যখনই কোনো সংকট আবির্ভূত হয়েছে, তখনই বিটকেয়েনের দাম পড়ে গেছে। বিপরীতে তুলনামূলকভাবে স্বর্ণ ইতিবাচক ইপিইউ ইনডেক্স দেখিয়েছে।
উল্লেখ্য, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্কট বেকার, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিকোলাস ব্লুম এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্টিভেন ডেভিস মিলে কয়েক বছর আগে ইকোনমিক পলিসি আনসার্টেইনিটি (ইপিইউ) ইনডেক্স তৈরি করেন।
মার্ক হলবার্ট আরও বলছেন, বিগত পাঁচ দশকে বিভিন্ন সময়ে নির্ভরযোগ্যতা কমলেও সংকট হাজির হওয়ামাত্র স্বর্ণর নির্ভরযোগ্যতা বারবার বেড়েছে। ফলে, বর্তমান সময়ে বিটকয়েনের বাজারদর প্রায় ৪০ হাজার ডলার হলেও তা যে দ্রুতই নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণর জায়গা দখল করতে পারবে—এমনটা মনে হচ্ছে না। এখানে স্বর্ণ বা বিটকয়েনের প্রতি কোনো পক্ষপাত না রেখেই বলা যায়, সংকটকালীন বাজারে বিনিয়োগের কথা ভাবলে আপনাকে অবশ্য দ্বিতীয়বার বিবেচনা করতে হবে।
দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
৩ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
৪ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
৫ ঘণ্টা আগেআইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৮ ঘণ্টা আগে