অনলাইন ডেস্ক
গাণিতিক সমস্যার সমাধানে এবার আশ্রয় নেওয়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার। বিষয়টি সহজ করতেই গুগলের সহযোগী প্রতিষ্ঠান ডিপমাইন্ড এনেছে ‘ফানসার্চ’ নামে নতুন একটি ব্যবস্থা। লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে তৈরি করা এই ব্যবস্থা গণিতের বিভিন্ন সমস্যার সমাধান ও মানুষের জানার বাইরে নতুন তথ্য তৈরি করতে সক্ষম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সাধারণত এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি ও গুগল বার্ড নতুন কোনো তথ্য বা জ্ঞান তৈরি করতে পারে না। তাই এলএলএম মডেলগুলো নতুন কোনো তথ্য তৈরি করতে পারে কি না, তা নিয়ে গুগলের ডিপমাইন্ডের বিজ্ঞানীদের গবেষণা চালান। সেই গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা নতুন ‘ফানসার্চ’ সিস্টেমটি তৈরি করেন।
ডিপমাইন্ডের এআই ফর সায়েন্সের প্রধান পুশমিত কোহলি বলেন, ‘যখন প্রকল্পটি শুরু করা হয়, তখন এমন কোনো ইঙ্গিত ছিল না যে এটি নতুন কিছু তৈরি করবে। প্রথমবারের মতো লার্জ ল্যাংগুয়েজ মডেলের মাধ্যমে একটি প্রকৃত ও নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে।’
লার্জ ল্যাংগুয়েজ মডেল বা এলএলএম একটি শক্তিশালী নিউরাল নেটওয়ার্ক, যা কম্পিউটার কোডসহ, টেক্সট ও অন্যান্য ডেটা থেকে বিভিন্ন ভাষার প্যাটার্ন বা গঠন শেখে। গত বছর চ্যাটজিপিটি উন্মোচনের পর প্রযুক্তিটি সফটওয়্যারের ত্রুটি সংশোধন করেছে। চ্যাটবটকে সবাই বিভিন্ন উপায়ে ব্যবহার করেছে। তবে চ্যাটবটগুলো অত্যন্ত জনপ্রিয়তা পেলেও সেগুলো কোনো নতুন জ্ঞান তৈরি করে না, বরং অনেক সময় বিভ্রান্তিকর তথ্য দেয়। তাই চ্যাটবটগুলোর উত্তর সাবলীল ও যুক্তিযুক্ত হলেও কিছু ক্ষেত্রে তা ত্রুটিপূর্ণ তথ্যও দেয়।
‘সার্চিং ইন দ্য ফাংশন স্পেসের’ সংক্ষিপ্ত নাম হলো ফানসার্চ। এটি তৈরি করতে ডিপমাউন্ড একটি এলএলএম ব্যবহার করে যা কম্পিউটারের প্রোগ্রামের মতো সমস্যার সমাধান লিখতে পারে। এর সঙ্গে একটি ‘ইভালুয়েটর’ যুক্ত করা হয়। এটি প্রোগ্রামগুলো স্বয়ংক্রিয়ভাবে কতটা ভালো কাজ করে তা মূল্যায়ন করে। তারপর সবচেয়ে ভালো প্রোগ্রামগুলো একত্রে এনে সেগুলোকে আরও উন্নত করার জন্য এলএলএমে ফেরত দেওয়া হয়। এর ফলে দুর্বল প্রোগ্রামগুলো আরও শক্তিশালী প্রোগ্রামে পরিণত হয়ে নতুন জ্ঞান তৈরি করতে পারে।
গবেষকেরা ফানসার্চকে দুইটি ধাঁধা সমাধান করতে দেন। প্রথমটি ছিল ক্যাপ সেট সমস্যা। এটি বিশুদ্ধ গণিতের একটি দীর্ঘস্থায়ী ও রহস্যময় একটি সমস্যা। দ্বিতীয় ধাঁধাটি ছিল বিন প্যাকিং সমস্যা, যা বিভিন্ন আকারের আইটেম কোনো একটি বক্সে প্যাক করার সর্বোত্তম উপায়গুলো সন্ধান করে। দুটি ক্ষেত্রেই ফানসার্চ দারুণ সমাধান দেয়।
ফানসার্চের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক স্যার টিম গাওয়ারস বলেন, ‘গত দুই বা তিন বছরে গণিতবিদেরা এআইয়ের সঙ্গে কাজ করে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে বেশ অগ্রগতি লাভ করেছেন।’ তবে ফানসার্চ কতটুকু বৈজ্ঞানিক সমস্যাগুলোর সমাধান দিতে পারে, তা নিয়ে এখনো গবেষণা চলছে।
উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ও গবেষণাপত্রটির লেখক জর্ডান এলেনবার্গ বলেন, ‘এই ফলাফল নিয়ে আমরা উচ্ছ্বসিত। আমরা যা আশা করেছি এটি তার চেয়েও বেশি। এটি গণিতের ক্ষেত্রে মানুষ ও যন্ত্রের মিথস্ক্রিয়া তৈরির নতুন পথ খুলে দিয়েছে। একটি মাত্র সমাধান দেওয়ার পরিবর্তে ফানসার্চ একটি প্রোগ্রাম তৈরি করে, যা অনেক বিষয়ের সমাধান খুঁজে দেয়। এই প্রোগ্রাম এমন সমাধান খুঁজে বের করে, যা মানুষ পড়তে পারে ও ব্যাখ্যা করতে পারে।’
গাণিতিক সমস্যার সমাধানে এবার আশ্রয় নেওয়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার। বিষয়টি সহজ করতেই গুগলের সহযোগী প্রতিষ্ঠান ডিপমাইন্ড এনেছে ‘ফানসার্চ’ নামে নতুন একটি ব্যবস্থা। লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে তৈরি করা এই ব্যবস্থা গণিতের বিভিন্ন সমস্যার সমাধান ও মানুষের জানার বাইরে নতুন তথ্য তৈরি করতে সক্ষম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সাধারণত এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি ও গুগল বার্ড নতুন কোনো তথ্য বা জ্ঞান তৈরি করতে পারে না। তাই এলএলএম মডেলগুলো নতুন কোনো তথ্য তৈরি করতে পারে কি না, তা নিয়ে গুগলের ডিপমাইন্ডের বিজ্ঞানীদের গবেষণা চালান। সেই গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা নতুন ‘ফানসার্চ’ সিস্টেমটি তৈরি করেন।
ডিপমাইন্ডের এআই ফর সায়েন্সের প্রধান পুশমিত কোহলি বলেন, ‘যখন প্রকল্পটি শুরু করা হয়, তখন এমন কোনো ইঙ্গিত ছিল না যে এটি নতুন কিছু তৈরি করবে। প্রথমবারের মতো লার্জ ল্যাংগুয়েজ মডেলের মাধ্যমে একটি প্রকৃত ও নতুন বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে।’
লার্জ ল্যাংগুয়েজ মডেল বা এলএলএম একটি শক্তিশালী নিউরাল নেটওয়ার্ক, যা কম্পিউটার কোডসহ, টেক্সট ও অন্যান্য ডেটা থেকে বিভিন্ন ভাষার প্যাটার্ন বা গঠন শেখে। গত বছর চ্যাটজিপিটি উন্মোচনের পর প্রযুক্তিটি সফটওয়্যারের ত্রুটি সংশোধন করেছে। চ্যাটবটকে সবাই বিভিন্ন উপায়ে ব্যবহার করেছে। তবে চ্যাটবটগুলো অত্যন্ত জনপ্রিয়তা পেলেও সেগুলো কোনো নতুন জ্ঞান তৈরি করে না, বরং অনেক সময় বিভ্রান্তিকর তথ্য দেয়। তাই চ্যাটবটগুলোর উত্তর সাবলীল ও যুক্তিযুক্ত হলেও কিছু ক্ষেত্রে তা ত্রুটিপূর্ণ তথ্যও দেয়।
‘সার্চিং ইন দ্য ফাংশন স্পেসের’ সংক্ষিপ্ত নাম হলো ফানসার্চ। এটি তৈরি করতে ডিপমাউন্ড একটি এলএলএম ব্যবহার করে যা কম্পিউটারের প্রোগ্রামের মতো সমস্যার সমাধান লিখতে পারে। এর সঙ্গে একটি ‘ইভালুয়েটর’ যুক্ত করা হয়। এটি প্রোগ্রামগুলো স্বয়ংক্রিয়ভাবে কতটা ভালো কাজ করে তা মূল্যায়ন করে। তারপর সবচেয়ে ভালো প্রোগ্রামগুলো একত্রে এনে সেগুলোকে আরও উন্নত করার জন্য এলএলএমে ফেরত দেওয়া হয়। এর ফলে দুর্বল প্রোগ্রামগুলো আরও শক্তিশালী প্রোগ্রামে পরিণত হয়ে নতুন জ্ঞান তৈরি করতে পারে।
গবেষকেরা ফানসার্চকে দুইটি ধাঁধা সমাধান করতে দেন। প্রথমটি ছিল ক্যাপ সেট সমস্যা। এটি বিশুদ্ধ গণিতের একটি দীর্ঘস্থায়ী ও রহস্যময় একটি সমস্যা। দ্বিতীয় ধাঁধাটি ছিল বিন প্যাকিং সমস্যা, যা বিভিন্ন আকারের আইটেম কোনো একটি বক্সে প্যাক করার সর্বোত্তম উপায়গুলো সন্ধান করে। দুটি ক্ষেত্রেই ফানসার্চ দারুণ সমাধান দেয়।
ফানসার্চের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক স্যার টিম গাওয়ারস বলেন, ‘গত দুই বা তিন বছরে গণিতবিদেরা এআইয়ের সঙ্গে কাজ করে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে বেশ অগ্রগতি লাভ করেছেন।’ তবে ফানসার্চ কতটুকু বৈজ্ঞানিক সমস্যাগুলোর সমাধান দিতে পারে, তা নিয়ে এখনো গবেষণা চলছে।
উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ও গবেষণাপত্রটির লেখক জর্ডান এলেনবার্গ বলেন, ‘এই ফলাফল নিয়ে আমরা উচ্ছ্বসিত। আমরা যা আশা করেছি এটি তার চেয়েও বেশি। এটি গণিতের ক্ষেত্রে মানুষ ও যন্ত্রের মিথস্ক্রিয়া তৈরির নতুন পথ খুলে দিয়েছে। একটি মাত্র সমাধান দেওয়ার পরিবর্তে ফানসার্চ একটি প্রোগ্রাম তৈরি করে, যা অনেক বিষয়ের সমাধান খুঁজে দেয়। এই প্রোগ্রাম এমন সমাধান খুঁজে বের করে, যা মানুষ পড়তে পারে ও ব্যাখ্যা করতে পারে।’
ষড়যন্ত্র তত্ত্ববিদ প্রচারক অ্যালেক্স জোন্সের প্ল্যাটফর্ম ইনফোওয়ার্স কিনতে যাচ্ছে প্যারোডি নিউজ ওয়েবসাইট দ্য অনিয়ন। বৃহস্পতিবার এক বিবৃতিতে দ্য অনিয়ন জানিয়েছে, তারা ‘তুলনামূলক কম বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর তথ্যের’ মাধ্যমে ইনফোওয়ার্সের ‘বিভ্রান্তিকর তথ্যের লাগাতার স্রোত’ প্রতিস্থাপন করতে চায়।
২ ঘণ্টা আগেদেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
৬ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
৭ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
৭ ঘণ্টা আগে