অনলাইন ডেস্ক
ঢাকা: রেসিডেন্ট এভিল ভিডিও গেমের নতুন সংস্করণ আনছে ক্যাপকম। গেমটির ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর।
জাপানি ভিডিও গেম প্রতিষ্ঠান ক্যাপকমের অনেকগুলো ভিডিও গেম বাজারে পাওয়া যায়। এর মধ্যে তাদের রেসিডেন্ট এভিল ভিডিও গেম সিরিজটির জনপ্রিয়তা অন্য মাত্রার। এটি শুধু ভিডিও গেমের মধ্যে আর সীমাবদ্ধ নেই। কমিকবুক, উপন্যাস থেকে শুরু করে লাইভ অ্যাকশন চলচ্চিত্রও বানানো হয়েছে এই গেমের ওপর ভিত্তি করে। এমনকি নেটফ্লিক্সের বিশেষ ভিএফএক্স বা সিজিআই টিমের সঙ্গে যুক্ত হয়ে রেসিডেন্ট এভিল সিরিজের নতুন একটি চলচ্চিত্রও আসছে শিগগিরই।
ক্যাপকম জানিয়েছে, আগামী ৭ মে রেসিডেন্ট এভিল সিরিজের নতুন ভার্সন—রেসিডেন্ট এভিল: ভিলেজ আসছে বাজারে। এই সংস্করণে মূল চরিত্র হিসেবে থাকছে রেসিডেন্ট এভিল ৭–এর জনপ্রিয় চরিত্র ইথান উইন্টারস। ইউরোপের এক রহস্যময় গ্রামে অপহৃত হয় ইথানের মেয়ে রোজমেরি। রোজমেরিকে উদ্ধারে অভিযানে নামে ইথান। এবারের এই সংস্করণে ভিডিও গেম খেলোয়াড়েরা নিজেদেরই দেখতে পাবেন ইথান চরিত্রে।
স্টাডিয়া, সনি প্লেস্টেশনসহ প্রধান গেমিং প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে এই ভিডিও গেম। গেমটির নতুন এই সংস্করণের মুক্তি উপলক্ষে বেশ কিছু বিপণন পরিকল্পনা নিয়ে উপস্থিত হচ্ছে ক্যাপকম।
প্রযুক্তি–বিষয়ক সংবাদমাধ্যম স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে জানানো হয়, আগামীকাল শনিবার ও আগামী রোববার (১৭ ও ১৮ এপ্রিল) ভিলেজ ম্যাপের একটি ডেমো প্রকাশ করবে ক্যাপকম। পাশাপাশি ২৪ থেকে ২৫ এপ্রিল গেমটির দুর্গের ডেমো প্রকাশ করবে তারা। এই ডেমোগুলো পাওয়া যাবে প্লেস্টেশন-৪ ও প্লেস্টেশন-৫ প্ল্যাটফর্মে। আর এই গেমের সব সাপোর্টেড প্ল্যাটফর্মে ভিলেজ ও দুর্গ—দুটিরই ৬০ মিনিটের ডেমো পাওয়া যাবে আগামী ১ ও ২ মে।
আরও একটি দারুণ খবর হচ্ছে এপ্রিলের ২১ তারিখে ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস ওকুলাসের কোয়েস্ট ২ সংস্করণ মুক্তি পেতে যাচ্ছে রেসিডেন্ট এভিল ৪ গেমটি। ক্যাপকম জানায়, এটিই হতে যাচ্ছে তাদের সর্বপ্রথম ভার্চ্যুয়াল রিয়েলিটি ভিডিও গেম। এ ছাড়া আগামী জুনে রেসিডেন্ট এভিলের ২৫ বছর পূর্তি উদ্যাপন করবে ক্যাপকম। পাশাপাশি জুনেই এই গেমের ডেড বাই ডেলাইট সংস্করণের পাঁচ বছর পূর্তি পালন করবে ক্যাপকম।
ঢাকা: রেসিডেন্ট এভিল ভিডিও গেমের নতুন সংস্করণ আনছে ক্যাপকম। গেমটির ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর।
জাপানি ভিডিও গেম প্রতিষ্ঠান ক্যাপকমের অনেকগুলো ভিডিও গেম বাজারে পাওয়া যায়। এর মধ্যে তাদের রেসিডেন্ট এভিল ভিডিও গেম সিরিজটির জনপ্রিয়তা অন্য মাত্রার। এটি শুধু ভিডিও গেমের মধ্যে আর সীমাবদ্ধ নেই। কমিকবুক, উপন্যাস থেকে শুরু করে লাইভ অ্যাকশন চলচ্চিত্রও বানানো হয়েছে এই গেমের ওপর ভিত্তি করে। এমনকি নেটফ্লিক্সের বিশেষ ভিএফএক্স বা সিজিআই টিমের সঙ্গে যুক্ত হয়ে রেসিডেন্ট এভিল সিরিজের নতুন একটি চলচ্চিত্রও আসছে শিগগিরই।
ক্যাপকম জানিয়েছে, আগামী ৭ মে রেসিডেন্ট এভিল সিরিজের নতুন ভার্সন—রেসিডেন্ট এভিল: ভিলেজ আসছে বাজারে। এই সংস্করণে মূল চরিত্র হিসেবে থাকছে রেসিডেন্ট এভিল ৭–এর জনপ্রিয় চরিত্র ইথান উইন্টারস। ইউরোপের এক রহস্যময় গ্রামে অপহৃত হয় ইথানের মেয়ে রোজমেরি। রোজমেরিকে উদ্ধারে অভিযানে নামে ইথান। এবারের এই সংস্করণে ভিডিও গেম খেলোয়াড়েরা নিজেদেরই দেখতে পাবেন ইথান চরিত্রে।
স্টাডিয়া, সনি প্লেস্টেশনসহ প্রধান গেমিং প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে এই ভিডিও গেম। গেমটির নতুন এই সংস্করণের মুক্তি উপলক্ষে বেশ কিছু বিপণন পরিকল্পনা নিয়ে উপস্থিত হচ্ছে ক্যাপকম।
প্রযুক্তি–বিষয়ক সংবাদমাধ্যম স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে জানানো হয়, আগামীকাল শনিবার ও আগামী রোববার (১৭ ও ১৮ এপ্রিল) ভিলেজ ম্যাপের একটি ডেমো প্রকাশ করবে ক্যাপকম। পাশাপাশি ২৪ থেকে ২৫ এপ্রিল গেমটির দুর্গের ডেমো প্রকাশ করবে তারা। এই ডেমোগুলো পাওয়া যাবে প্লেস্টেশন-৪ ও প্লেস্টেশন-৫ প্ল্যাটফর্মে। আর এই গেমের সব সাপোর্টেড প্ল্যাটফর্মে ভিলেজ ও দুর্গ—দুটিরই ৬০ মিনিটের ডেমো পাওয়া যাবে আগামী ১ ও ২ মে।
আরও একটি দারুণ খবর হচ্ছে এপ্রিলের ২১ তারিখে ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস ওকুলাসের কোয়েস্ট ২ সংস্করণ মুক্তি পেতে যাচ্ছে রেসিডেন্ট এভিল ৪ গেমটি। ক্যাপকম জানায়, এটিই হতে যাচ্ছে তাদের সর্বপ্রথম ভার্চ্যুয়াল রিয়েলিটি ভিডিও গেম। এ ছাড়া আগামী জুনে রেসিডেন্ট এভিলের ২৫ বছর পূর্তি উদ্যাপন করবে ক্যাপকম। পাশাপাশি জুনেই এই গেমের ডেড বাই ডেলাইট সংস্করণের পাঁচ বছর পূর্তি পালন করবে ক্যাপকম।
ষড়যন্ত্র তত্ত্ববিদ প্রচারক অ্যালেক্স জোন্সের প্ল্যাটফর্ম ইনফোওয়ার্স কিনতে যাচ্ছে প্যারোডি নিউজ ওয়েবসাইট দ্য অনিয়ন। বৃহস্পতিবার এক বিবৃতিতে দ্য অনিয়ন জানিয়েছে, তারা ‘তুলনামূলক কম বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর তথ্যের’ মাধ্যমে ইনফোওয়ার্সের ‘বিভ্রান্তিকর তথ্যের লাগাতার স্রোত’ প্রতিস্থাপন করতে চায়।
১ ঘণ্টা আগেদেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর লক্ষ্যে খসড়া নির্দেশিকা চূড়ান্ত করতে জনগণের মতামত চেয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্যাটেলাইট ইন্টারনেট চালুর এ পদক্ষেপ ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা ও গ্রাহকের ডেটা ব্যবহারের পাশাপাশি ডিজিটাল বিভাজন দূর করে স
৬ ঘণ্টা আগেহোয়াটসঅ্যাপের চ্যাটকে আরও আকর্ষণীয় করতে কাস্টম স্টিকার তৈরি করে পাঠান অনেকেই। এই ধরনের স্টিকার খুব সহজেই তৈরি করা যায়। এই ফিচারটি মাধ্যমের ব্যক্তির চেহারা বা বস্তুকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে কাস্টম স্টিকার তৈরি করা যায়। প্ল্যাটফর্মটির কাস্টম স্টিকার অপশন তৈরি করার জন্য নিজের ছবি বা পছন্দমতো অন্য
৬ ঘণ্টা আগেজনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা।
৭ ঘণ্টা আগে