ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিক শুরু হতে না হতেই ছিটকে গেলেন ইয়ানিক সিনার। শারীরিক অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন ইতালিয়ান টেনিস তারকা।
সিনার গত রাতে সামাজিকমাধ্যমে অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইতালিয়ান টেনিস তারকা লিখেছেন,‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্যারিস অলিম্পিক গেমসে আমি খেলতে পারছি না। এক সপ্তাহ কাদামাটির কোর্টে অনুশীলন করার পর খারাপ লাগতে শুরু করে। দুদিন বিশ্রাম নেওয়ার পর ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার টনসিলের সমস্যা খুঁজে পেয়েছেন ও খেলতে কঠোরভাবে নিষেধ করেছেন।’
প্যারিস অলিম্পিক খেলতে মুখিয়ে ছিলেন সিনার। শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় বেশ হতাশ টেনিস বাছাইয়ের শীর্ষ তারকা। সিনার বলেন, ‘অলিম্পিকে খেলতে না পারা অনেক হতাশার বিষয়। কারণ এই মৌসুমে এটা আমার অন্যতম এক লক্ষ্য ছিল। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার মধ্যে যে গৌরব রয়েছে, সেটার অংশ হতে তর সইছিল না। সকল ইতালিয়ান অ্যাথলেটকে শুভকামনা। তাদের আমি বাড়ি থেকে সমর্থন দেব।’
এবারের অলিম্পিকে লরেনৎসো মুসেত্তির সঙ্গে ডাবলস খেলার কথা ছিল সিনারের। সিনার ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে টেনিস বাছাইয়ের ২০৭ নম্বর খেলোয়াড় আন্দ্রেয়া ভাভাসরি খেলবেন। এছাড়া আরিনা সাবালেঙ্কা, ওনস জাবির, এমা রাদুকানু, বেন শেল্টন— নারীদের টেনিসে এসব তারকাদেরও খেলা হচ্ছে না প্যারিস অলিম্পিক।
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম সিনার জেতেন এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন জিতে। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের সেমিতে ওঠেন তিনি। ২০২৩ উইম্বলডন ওপেনের শেষ চারেও ওঠার কীর্তি রয়েছে ইতালিয়ান টেনিস তারকার।
প্যারিস অলিম্পিক শুরু হতে না হতেই ছিটকে গেলেন ইয়ানিক সিনার। শারীরিক অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন ইতালিয়ান টেনিস তারকা।
সিনার গত রাতে সামাজিকমাধ্যমে অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইতালিয়ান টেনিস তারকা লিখেছেন,‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্যারিস অলিম্পিক গেমসে আমি খেলতে পারছি না। এক সপ্তাহ কাদামাটির কোর্টে অনুশীলন করার পর খারাপ লাগতে শুরু করে। দুদিন বিশ্রাম নেওয়ার পর ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার টনসিলের সমস্যা খুঁজে পেয়েছেন ও খেলতে কঠোরভাবে নিষেধ করেছেন।’
প্যারিস অলিম্পিক খেলতে মুখিয়ে ছিলেন সিনার। শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় বেশ হতাশ টেনিস বাছাইয়ের শীর্ষ তারকা। সিনার বলেন, ‘অলিম্পিকে খেলতে না পারা অনেক হতাশার বিষয়। কারণ এই মৌসুমে এটা আমার অন্যতম এক লক্ষ্য ছিল। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার মধ্যে যে গৌরব রয়েছে, সেটার অংশ হতে তর সইছিল না। সকল ইতালিয়ান অ্যাথলেটকে শুভকামনা। তাদের আমি বাড়ি থেকে সমর্থন দেব।’
এবারের অলিম্পিকে লরেনৎসো মুসেত্তির সঙ্গে ডাবলস খেলার কথা ছিল সিনারের। সিনার ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে টেনিস বাছাইয়ের ২০৭ নম্বর খেলোয়াড় আন্দ্রেয়া ভাভাসরি খেলবেন। এছাড়া আরিনা সাবালেঙ্কা, ওনস জাবির, এমা রাদুকানু, বেন শেল্টন— নারীদের টেনিসে এসব তারকাদেরও খেলা হচ্ছে না প্যারিস অলিম্পিক।
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম সিনার জেতেন এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন জিতে। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের সেমিতে ওঠেন তিনি। ২০২৩ উইম্বলডন ওপেনের শেষ চারেও ওঠার কীর্তি রয়েছে ইতালিয়ান টেনিস তারকার।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১০ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৪ ঘণ্টা আগে