ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছে পাকিস্তানিরা।
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি। তবে বৃষ্টি, ঝড়, বজ্রপাত-সব মিলে ব্রিসবেনের বৈরি আবহাওয়া ঠিক সময়ে খেলা শুরু হতে দেয়নি। বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য ৭ ওভারে নেমে আসে। কম ওভারের ম্যাচেই ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ২৯ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
৭ ওভারে ৯৪ রানের লক্ষ্যে নেমে প্রথম দুই বলেই চার মারেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। ঝড়ের ইঙ্গিত দেওয়া ফারহানকে বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি স্পেনসার জনসন। ইনিংসের চতুর্থ বলে জনসনকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে হ্যাভিয়ের বার্টলেটের হাতে ক্যাচ দেন ফারহান। এখান থেকেই পাকিস্তানের ইনিংসে ধস নামার শুরু। ১ উইকেটে ৮ রান থেকে মুহূর্তেই ৬ উইকেটে ২৪ রানে পরিণত হয় সফরকারীরা। যেখানে দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুটি করে উইকেট নিয়েছেন বার্টলেট ও নাথান এলিস।
শেষ ২২ বলে ৭০ রান-হাতে ৪ উইকেট নিয়ে এমন সমীকরণ পাকিস্তানের সামনে দাঁড়ালে ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করার থাকে না। সপ্তম উইকেটে আব্বাস আফ্রিদি ও হাসিবউল্লাহ খান ১২ বলে ২৩ রানের জুটি গড়েন। এটাই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ জুটি। প্রথম ৭ উইকেটের ৭টাই ক্যাচ আউট। ধুঁকতে থাকা পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রান। সপ্তম ওভারের শেষ দুই বলে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহকে ফেরান অ্যাডাম জাম্পা। শেষ দুটি উইকেটই বোল্ড। ইনিংস সর্বোচ্চ ২০ রানে অপরাজিত থাকেন আব্বাস আফ্রিদি। তিনটি করে উইকেট পেয়েছেন বার্টলেট ও এলিস।
ব্রিসবেনে গ্যাবায় প্রথম টি-টোয়েন্টিতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। ৭ ওভারের ম্যাচে পাওয়ারপ্লে রাখা হয় দুই ওভারের। এই ২ ওভারে ১ উইকেটে ৩৩ রান করেছে অস্ট্রেলিয়া। এমন তাণ্ডব ধরে রেখেছে শেষ বল পর্যন্ত। ৭ ওভারে ৪ উইকেটে ৯৩ রান করে অজিরা। যেখানে সপ্তম ওভারে বোলিংয়ে আসা নাসিম শাহর ওভার থেকে মার্কাস স্টয়নিস ২ চার ও ১ ছক্কায় একাই নিয়েছেন ২০ রান। ১৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করেন ম্যাক্সওয়েল। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ম্যাক্সওয়েলের হাতে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখেছে পাকিস্তানিরা।
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি। তবে বৃষ্টি, ঝড়, বজ্রপাত-সব মিলে ব্রিসবেনের বৈরি আবহাওয়া ঠিক সময়ে খেলা শুরু হতে দেয়নি। বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য ৭ ওভারে নেমে আসে। কম ওভারের ম্যাচেই ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ২৯ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
৭ ওভারে ৯৪ রানের লক্ষ্যে নেমে প্রথম দুই বলেই চার মারেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। ঝড়ের ইঙ্গিত দেওয়া ফারহানকে বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি স্পেনসার জনসন। ইনিংসের চতুর্থ বলে জনসনকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে হ্যাভিয়ের বার্টলেটের হাতে ক্যাচ দেন ফারহান। এখান থেকেই পাকিস্তানের ইনিংসে ধস নামার শুরু। ১ উইকেটে ৮ রান থেকে মুহূর্তেই ৬ উইকেটে ২৪ রানে পরিণত হয় সফরকারীরা। যেখানে দ্বিতীয় ও তৃতীয় ওভারে দুটি করে উইকেট নিয়েছেন বার্টলেট ও নাথান এলিস।
শেষ ২২ বলে ৭০ রান-হাতে ৪ উইকেট নিয়ে এমন সমীকরণ পাকিস্তানের সামনে দাঁড়ালে ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করার থাকে না। সপ্তম উইকেটে আব্বাস আফ্রিদি ও হাসিবউল্লাহ খান ১২ বলে ২৩ রানের জুটি গড়েন। এটাই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ জুটি। প্রথম ৭ উইকেটের ৭টাই ক্যাচ আউট। ধুঁকতে থাকা পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে ৭ ওভারে ৯ উইকেটে ৬৪ রান। সপ্তম ওভারের শেষ দুই বলে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহকে ফেরান অ্যাডাম জাম্পা। শেষ দুটি উইকেটই বোল্ড। ইনিংস সর্বোচ্চ ২০ রানে অপরাজিত থাকেন আব্বাস আফ্রিদি। তিনটি করে উইকেট পেয়েছেন বার্টলেট ও এলিস।
ব্রিসবেনে গ্যাবায় প্রথম টি-টোয়েন্টিতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। ৭ ওভারের ম্যাচে পাওয়ারপ্লে রাখা হয় দুই ওভারের। এই ২ ওভারে ১ উইকেটে ৩৩ রান করেছে অস্ট্রেলিয়া। এমন তাণ্ডব ধরে রেখেছে শেষ বল পর্যন্ত। ৭ ওভারে ৪ উইকেটে ৯৩ রান করে অজিরা। যেখানে সপ্তম ওভারে বোলিংয়ে আসা নাসিম শাহর ওভার থেকে মার্কাস স্টয়নিস ২ চার ও ১ ছক্কায় একাই নিয়েছেন ২০ রান। ১৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৩ রান করেন ম্যাক্সওয়েল। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে ম্যাক্সওয়েলের হাতে।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
৭ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১০ ঘণ্টা আগেআর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে এক ইউটিউবারকে মাঠে নামানো নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। কারণ,‘স্প্রিন’ ছদ্মনামের সেই ইউটিউবারের ফুটবল সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। এখন তিনি বেটিং কাণ্ডের সঙ্গে যুক্ত কি না, সে ব্যাপারে সৃষ্টি হয়েছে সন্দেহ।
১১ ঘণ্টা আগে