ক্রীড়া ডেস্ক
চোটের সঙ্গে রাফায়েল নাদালের লড়াইটা অনেক দিন ধরেই। টেনিস কোর্টে অপরিচিত হয়ে উঠেছেন স্প্যানিশ টেনিস তারকা। ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকার প্যারিস অলিম্পিকে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
রোলাঁ গারোঁতে অনুশীলন করতে গিয়ে ঊরুতে চোট পেয়েছেন নাদাল। স্প্যানিশ টেনিস তারকার চোটের অবস্থা সম্পর্কে জানিয়েছেন তাঁর কোচ কার্লোস ময়া। ময়া গতকাল স্প্যানিশ রেডিওকে বলেন, ‘গতকাল (বুধবার) সকালে সে অস্বস্তি বোধ করছিল। বিকেলে আরও কম অনুশীলন করেছে। বেশি খারাপ অবস্থা হওয়ার আগেই সে অনুশীলন বন্ধ করে দিয়েছে।’
প্যারিস অলিম্পিকে খেলার চেয়েও নাদালের এই বিশ্রাম প্রয়োজন বলে মনে করছেন ময়া। নাদালের কোচ স্প্যানিশ রেডিওকে বলেন, ‘সে (নাদাল) খেলবে কি খেলবে না—সেটার নিশ্চয়তা আমি দিতে পারছি না। এই মুহূর্তে তার বিশ্রাম দরকার। চিকিৎসা করতে হবে।’
চোটের পর গতকাল কোনো অনুশীলন করেননি নাদাল। কোচ ময়া বলেছেন, ‘নাদাল সবচেয়ে দায়িত্বশীল কাজটা করেছেন। এই মুহূর্তে তাকে জোর করার দরকার নেই। সে ভালোভাবে সেরে ওঠে কি না সেটাই এখন দেখার। আগামীকাল (আজ) এবং শনিবার তার কি অবস্থা হয় সেটা দেখব।’
এবারের অলিম্পিকে সিঙ্গেল, ডাবলস দুটোতেই খেলার কথা নাদালের। রোলাঁ গারোঁতে ডাবলসে স্প্যানিশ তারকার সঙ্গী উদীয়মান টেনিস তারকা কার্লোস আলকারাস। নাদাল, আলকারাস দুজনের একসঙ্গে খেলা স্প্যানিশ টেনিসের জন্য ঐতিহাসিক বলে মনে করছেন ময়া। নাদালের কোচ বলেন, ‘সে অবশ্যই এসব অলিম্পিকে খেলতে মুখিয়ে থাকে। সিঙ্গেলস, ডাবলস দুটোই সে খেলতে চাই। আলকারাসের সঙ্গে ডাবলসে খেলতে সে মুখিয়ে আছে। প্রথমবারের মতো তারা একসঙ্গে খেলতে যাচ্ছেন। স্প্যানিশ টেনিসের জন্য ঐতিহাসিক কিছু একটা হতে যাচ্ছে।’
চোট কাটিয়ে দীর্ঘ দিন পর এ বছর টেনিসে ফিরেছেন নাদাল। ২০২২ ফ্রেঞ্চ ওপেন জেতার পর গত সপ্তাহে সুইডেনের বাস্তাদে প্রথম এটিপি ফাইনালেও ওঠেন স্প্যানিশ টেনিস তারকা। তবে পর্তুগালের নুনো বোর্হেসের কাছে হেরে যান। একক ইভেন্টে পরশু হাঙ্গেরির মারতন ফুচোভিসের বিপক্ষে খেলার কথা নাদালের। ফুচোভিসকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে সম্ভবত নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন নাদাল।
চোটের সঙ্গে রাফায়েল নাদালের লড়াইটা অনেক দিন ধরেই। টেনিস কোর্টে অপরিচিত হয়ে উঠেছেন স্প্যানিশ টেনিস তারকা। ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকার প্যারিস অলিম্পিকে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
রোলাঁ গারোঁতে অনুশীলন করতে গিয়ে ঊরুতে চোট পেয়েছেন নাদাল। স্প্যানিশ টেনিস তারকার চোটের অবস্থা সম্পর্কে জানিয়েছেন তাঁর কোচ কার্লোস ময়া। ময়া গতকাল স্প্যানিশ রেডিওকে বলেন, ‘গতকাল (বুধবার) সকালে সে অস্বস্তি বোধ করছিল। বিকেলে আরও কম অনুশীলন করেছে। বেশি খারাপ অবস্থা হওয়ার আগেই সে অনুশীলন বন্ধ করে দিয়েছে।’
প্যারিস অলিম্পিকে খেলার চেয়েও নাদালের এই বিশ্রাম প্রয়োজন বলে মনে করছেন ময়া। নাদালের কোচ স্প্যানিশ রেডিওকে বলেন, ‘সে (নাদাল) খেলবে কি খেলবে না—সেটার নিশ্চয়তা আমি দিতে পারছি না। এই মুহূর্তে তার বিশ্রাম দরকার। চিকিৎসা করতে হবে।’
চোটের পর গতকাল কোনো অনুশীলন করেননি নাদাল। কোচ ময়া বলেছেন, ‘নাদাল সবচেয়ে দায়িত্বশীল কাজটা করেছেন। এই মুহূর্তে তাকে জোর করার দরকার নেই। সে ভালোভাবে সেরে ওঠে কি না সেটাই এখন দেখার। আগামীকাল (আজ) এবং শনিবার তার কি অবস্থা হয় সেটা দেখব।’
এবারের অলিম্পিকে সিঙ্গেল, ডাবলস দুটোতেই খেলার কথা নাদালের। রোলাঁ গারোঁতে ডাবলসে স্প্যানিশ তারকার সঙ্গী উদীয়মান টেনিস তারকা কার্লোস আলকারাস। নাদাল, আলকারাস দুজনের একসঙ্গে খেলা স্প্যানিশ টেনিসের জন্য ঐতিহাসিক বলে মনে করছেন ময়া। নাদালের কোচ বলেন, ‘সে অবশ্যই এসব অলিম্পিকে খেলতে মুখিয়ে থাকে। সিঙ্গেলস, ডাবলস দুটোই সে খেলতে চাই। আলকারাসের সঙ্গে ডাবলসে খেলতে সে মুখিয়ে আছে। প্রথমবারের মতো তারা একসঙ্গে খেলতে যাচ্ছেন। স্প্যানিশ টেনিসের জন্য ঐতিহাসিক কিছু একটা হতে যাচ্ছে।’
চোট কাটিয়ে দীর্ঘ দিন পর এ বছর টেনিসে ফিরেছেন নাদাল। ২০২২ ফ্রেঞ্চ ওপেন জেতার পর গত সপ্তাহে সুইডেনের বাস্তাদে প্রথম এটিপি ফাইনালেও ওঠেন স্প্যানিশ টেনিস তারকা। তবে পর্তুগালের নুনো বোর্হেসের কাছে হেরে যান। একক ইভেন্টে পরশু হাঙ্গেরির মারতন ফুচোভিসের বিপক্ষে খেলার কথা নাদালের। ফুচোভিসকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে সম্ভবত নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন নাদাল।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১০ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৪ ঘণ্টা আগে