ক্রীড়া ডেস্ক
একজন ক্যারিয়ারের শুরুতে, আরেকজন শেষলগ্নে। অসাধারণ খেলে ফাইনাল দুই প্রজন্মের দুই টেনিস তারকার দেখা হবে, আপাতত এটাই যেন টেনিস কোর্টের নিয়তি। গত মাসেই উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচকে রীতিমতো উড়িয়ে দিয়েছিলেন স্প্যানিশ তারকা আলকারাস গারফিয়া।
এখনো উইম্বলডন রেশ কাটেনি, এর মধ্যেই অলিম্পিকের ফাইনালে স্বর্ণ পদকের লড়াইয়ে কাল মাঠে নামছেন জোকোভিচ ও আলকারাস। টেনিস কোর্টে অসাধারণ সময় পার করছেন আলকারাস। এ বছর টানা দুই গ্র্যান্ড স্লাম জেতা স্প্যানিশ তারকা গতকাল অলিম্পিকের সেমিফাইনালে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে সরাসরি ৬-১,৬-১ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন ফাইনাল। আলিয়াসিমেকের বিপক্ষে জিততে মাত্র ৭৫ মিনিটে সময় লেগেছে ২১ বছর বয়সী আলকারাসের।
দ্বিতীয় সেমিফাইনালে সার্বিয়ান তারকা জোকোভিচও সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন লরেনসো মুসেত্তিকে। ৬-৪,৬-২ গেমে জেতেন ৩৭ বছর বয়সী জোকো।
অলিম্পিকে ফাইনালে ওঠা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় আলকারাস। হাতছানি দিচ্ছে সবচেয়ে কম বয়সী হিসেবে স্বর্ণ পদক জিতে রেকর্ড গড়ারও। রেকর্ডটির মালিক চেকোস্লাভিয়ার সাবেক টেনিস খেলোয়াড় মিলোস্লাভ মেকির। ১৯৮৮ সিউল অলিম্পিকে ২৪ বছর বয়সে স্বর্ণ জেতেন তিনি।
আগামীকাল জোকো-আলকারাসের ‘গোল্ড মেডেল ম্যাচ’। স্প্যানিশ তারকা জানিয়েছেন, অনেক দিন ধরেই স্বর্ণ জয়ের স্বপ্ন বুনছিলেন তিনি। ফাইনালে ওঠার পর আলাকারাস বললেন, ‘বছরের শুরু থেকেই লক্ষ্য ছিল স্বর্ণ জয়। লক্ষ্য পূরণে এক ম্যাচ বাকি। আমার এবং স্পেনের মানুষের জন্য ফাইনাল খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করব ফাইনাল কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে না ভাবতে। শুধুই ম্যাচে মনোযোগ দিতে চাই।’
গ্র্যান্ড স্লামে দুই ফাইনালের দেখায় জোকোভিচকে হারিয়ে ট্রফি জেতেন আলকারাস। জোকোভিচও তাই গুরুত্বের সঙ্গে দেখছেন প্রতিপক্ষকে। ২৪টি গ্র্যান্ড স্লাম ট্রফি থাকলেও অলিম্পিকের স্বর্ণ এখনো ছোঁয়া হয়নি তাঁর। সেই লক্ষ্য পূরণ করতে চান সার্বিয়ান তারকা, ‘আমি এই খেলায় (টেনিসে) অনেক দুর্দান্ত কিছু অর্জন করেছি, কিন্তু অলিম্পিক গেমসের ফাইনালে কখনো উঠতে পারিনি, তাই আমি খুব রোমাঞ্চিত। আমি আশা করি সার্বিয়ান সমর্থক এবং বিশ্বজুড়ে ও সার্বিয়াতেও মানুষের জন্য আনন্দ নিয়ে এসেছি। অবশ্যই আমি আগামীকাল ফাইনালে আলকারাসের কথা ভাবতে যাচ্ছি, তবে একটি দিনের ছুটি পেয়েও কৃতজ্ঞ।’
একজন ক্যারিয়ারের শুরুতে, আরেকজন শেষলগ্নে। অসাধারণ খেলে ফাইনাল দুই প্রজন্মের দুই টেনিস তারকার দেখা হবে, আপাতত এটাই যেন টেনিস কোর্টের নিয়তি। গত মাসেই উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচকে রীতিমতো উড়িয়ে দিয়েছিলেন স্প্যানিশ তারকা আলকারাস গারফিয়া।
এখনো উইম্বলডন রেশ কাটেনি, এর মধ্যেই অলিম্পিকের ফাইনালে স্বর্ণ পদকের লড়াইয়ে কাল মাঠে নামছেন জোকোভিচ ও আলকারাস। টেনিস কোর্টে অসাধারণ সময় পার করছেন আলকারাস। এ বছর টানা দুই গ্র্যান্ড স্লাম জেতা স্প্যানিশ তারকা গতকাল অলিম্পিকের সেমিফাইনালে কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিমেকে সরাসরি ৬-১,৬-১ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন ফাইনাল। আলিয়াসিমেকের বিপক্ষে জিততে মাত্র ৭৫ মিনিটে সময় লেগেছে ২১ বছর বয়সী আলকারাসের।
দ্বিতীয় সেমিফাইনালে সার্বিয়ান তারকা জোকোভিচও সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন লরেনসো মুসেত্তিকে। ৬-৪,৬-২ গেমে জেতেন ৩৭ বছর বয়সী জোকো।
অলিম্পিকে ফাইনালে ওঠা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় আলকারাস। হাতছানি দিচ্ছে সবচেয়ে কম বয়সী হিসেবে স্বর্ণ পদক জিতে রেকর্ড গড়ারও। রেকর্ডটির মালিক চেকোস্লাভিয়ার সাবেক টেনিস খেলোয়াড় মিলোস্লাভ মেকির। ১৯৮৮ সিউল অলিম্পিকে ২৪ বছর বয়সে স্বর্ণ জেতেন তিনি।
আগামীকাল জোকো-আলকারাসের ‘গোল্ড মেডেল ম্যাচ’। স্প্যানিশ তারকা জানিয়েছেন, অনেক দিন ধরেই স্বর্ণ জয়ের স্বপ্ন বুনছিলেন তিনি। ফাইনালে ওঠার পর আলাকারাস বললেন, ‘বছরের শুরু থেকেই লক্ষ্য ছিল স্বর্ণ জয়। লক্ষ্য পূরণে এক ম্যাচ বাকি। আমার এবং স্পেনের মানুষের জন্য ফাইনাল খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করব ফাইনাল কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে না ভাবতে। শুধুই ম্যাচে মনোযোগ দিতে চাই।’
গ্র্যান্ড স্লামে দুই ফাইনালের দেখায় জোকোভিচকে হারিয়ে ট্রফি জেতেন আলকারাস। জোকোভিচও তাই গুরুত্বের সঙ্গে দেখছেন প্রতিপক্ষকে। ২৪টি গ্র্যান্ড স্লাম ট্রফি থাকলেও অলিম্পিকের স্বর্ণ এখনো ছোঁয়া হয়নি তাঁর। সেই লক্ষ্য পূরণ করতে চান সার্বিয়ান তারকা, ‘আমি এই খেলায় (টেনিসে) অনেক দুর্দান্ত কিছু অর্জন করেছি, কিন্তু অলিম্পিক গেমসের ফাইনালে কখনো উঠতে পারিনি, তাই আমি খুব রোমাঞ্চিত। আমি আশা করি সার্বিয়ান সমর্থক এবং বিশ্বজুড়ে ও সার্বিয়াতেও মানুষের জন্য আনন্দ নিয়ে এসেছি। অবশ্যই আমি আগামীকাল ফাইনালে আলকারাসের কথা ভাবতে যাচ্ছি, তবে একটি দিনের ছুটি পেয়েও কৃতজ্ঞ।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১০ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৪ ঘণ্টা আগে