ক্রীড়া ডেস্ক
টোকিও অলিম্পিক শুরু শুক্রবার। যে মহামারিতে গত বছর অলিম্পিক হয়নি, এবারও পিছু ছাড়ছে না ভয়ংকর ভাইরাস! একটু অন্য পরিবেশেই এবার হচ্ছে অলিম্পিক। করোনা সচেতনতা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আয়োজকেরা। এটির অংশ হিসেবে সর্বশেষ সংযোজন ‘অ্যান্টি সেক্স বেড’! খেলোয়াড়দের জন্য বেডগুলো এমনভাবে তৈরি হয়েছে যে একজনের বেশি মানুষ খাটে উঠলে তা ভেঙে যাবে!
অলিম্পিক ভিলেজে প্রবেশ করার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। খেলোয়াড় ও অলিম্পিকের সঙ্গে জড়িত সবাইকে চার দিন পরপর করোনা পরীক্ষা করাতে হবে। অলিম্পিকের স্বাস্থ্যবিধিতে আরও বলা হয়েছে, অলিম্পিকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বাস বা ট্রেনের মতো কোনো গণপরিবহনে যাতায়াত করতে পারবেন না। প্রয়োজনে অলিম্পিক থেকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হবে খেলোয়াড়দের। অলিম্পিক ভিলেজের মধ্যে বাইরের মানুষদের সঙ্গে মেলামেশাও বন্ধ।
সংক্রমণ প্রতিরোধে ভিলেজে কেউ যেন শারীরিক সম্পর্ক স্থাপন না করেন, সে লক্ষ্যেই এই অ্যান্টি সেক্স বেড! অলিম্পিকের রীতি অনুযায়ী গেমস ভিলেজে ঢোকার সময় কনডম বা জন্ম নিরোধক দেওয়া হয়। এবার সেখানে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা হচ্ছে সেগুলো না ব্যবহার করে স্মারক হিসেবে দেশে নিয়ে যাওয়ার।
এত কিছুর পরও করোনা ঢুকে পড়েছে গেমস ভিলেজে। গতকাল একজন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। তিনি অ্যাথলেট ছিলেন না। তবে আজ অবশ্য দুজন অ্যাথলেট করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। টোকিও অলিম্পিককে ঘিরে শুরু থেকেই সংশয়ের মেঘ। তবু আয়োজকদের চেষ্টার কমতি নেই।
টোকিও অলিম্পিক শুরু শুক্রবার। যে মহামারিতে গত বছর অলিম্পিক হয়নি, এবারও পিছু ছাড়ছে না ভয়ংকর ভাইরাস! একটু অন্য পরিবেশেই এবার হচ্ছে অলিম্পিক। করোনা সচেতনতা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আয়োজকেরা। এটির অংশ হিসেবে সর্বশেষ সংযোজন ‘অ্যান্টি সেক্স বেড’! খেলোয়াড়দের জন্য বেডগুলো এমনভাবে তৈরি হয়েছে যে একজনের বেশি মানুষ খাটে উঠলে তা ভেঙে যাবে!
অলিম্পিক ভিলেজে প্রবেশ করার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। খেলোয়াড় ও অলিম্পিকের সঙ্গে জড়িত সবাইকে চার দিন পরপর করোনা পরীক্ষা করাতে হবে। অলিম্পিকের স্বাস্থ্যবিধিতে আরও বলা হয়েছে, অলিম্পিকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বাস বা ট্রেনের মতো কোনো গণপরিবহনে যাতায়াত করতে পারবেন না। প্রয়োজনে অলিম্পিক থেকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হবে খেলোয়াড়দের। অলিম্পিক ভিলেজের মধ্যে বাইরের মানুষদের সঙ্গে মেলামেশাও বন্ধ।
সংক্রমণ প্রতিরোধে ভিলেজে কেউ যেন শারীরিক সম্পর্ক স্থাপন না করেন, সে লক্ষ্যেই এই অ্যান্টি সেক্স বেড! অলিম্পিকের রীতি অনুযায়ী গেমস ভিলেজে ঢোকার সময় কনডম বা জন্ম নিরোধক দেওয়া হয়। এবার সেখানে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা হচ্ছে সেগুলো না ব্যবহার করে স্মারক হিসেবে দেশে নিয়ে যাওয়ার।
এত কিছুর পরও করোনা ঢুকে পড়েছে গেমস ভিলেজে। গতকাল একজন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। তিনি অ্যাথলেট ছিলেন না। তবে আজ অবশ্য দুজন অ্যাথলেট করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। টোকিও অলিম্পিককে ঘিরে শুরু থেকেই সংশয়ের মেঘ। তবু আয়োজকদের চেষ্টার কমতি নেই।
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
৯ মিনিট আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
২১ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
৩৪ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগে