নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
চুক্তি অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাবরেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। এরপর হয়তো তাঁকে বিদায় নিতে হবে। তবে আজকের ম্যাচে যদি কাবরেরার শিষ্যরা দারুণ কিছু বয়ে নিয়ে আসতে পারেন, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নে আলোচনা করলেও করতে পারে। কিন্তু বিপরীত কিছু হলে বিদায়ই তাঁর সম্ভাব্য পরিণতি।
এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না কাবরেরার। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ দল গর্ব করার মতো কোনো সুসংবাদও পায়নি। উল্টো পারফরম্যান্সের গ্রাফ দিন দিন তলানিতে ঠেকেছে। ফিফা র্যাঙ্কিংয়েও নেই স্বস্তির খবর। তার মধ্যে নতুন সমস্যা গোল না পাওয়া। সর্বশেষ গত বুধবার কিংস অ্যারেনায় মালদ্বীপের কাছে ঘরের মাঠে প্রথমবার হারে কাবরেরা নিজেও অবাক হয়েছেন। ছাত্রদের যতই শেখাচ্ছেন, কাজের কাজ যে কিছুই হচ্ছে না; ম্যাচের পর সংবাদ সম্মেলনেও বিষয়টি সামনে আনেন।
কাবরেরার কোচিং ক্যারিয়ার ততটা সমৃদ্ধ নয়। স্পেনের বয়সভিত্তিক দলগুলোয় কিছুদিন হেডমাস্টারের ভূমিকায় ছিলেন। তাঁকেই মনে ধরে বাফুফের। ২০২২ সালের জানুয়ারিতে রাকিব-তপুদের কোচ করা হয় কাবরেরাকে। সেই থেকে এখন পর্যন্ত ৩০ ম্যাচ ডাগআউটে। কিন্তু এই সময়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে সাতটি। তবে পরীক্ষা-নিরীক্ষা কম চালাননি কাবরেরা। দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত ৫০ জনের বেশি খেলোয়াড় ব্যবহার করেছেন। তবু ফলাফলের ঘরে হার এবং হতাশাই বেশি।
তাই ধরে নেওয়া হচ্ছে, বাংলাদেশের ফুটবলে কাবরেরা অধ্যায় শেষ। এর মধ্যে গুঞ্জনও বেশ ডালপালা মেলেছে। সদ্য সাফ জেতানো কোচ পিটার বাটলারকে নিয়েও ভাবছে বাফুফে। ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়ালও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন।
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
চুক্তি অনুযায়ী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাবরেরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। এরপর হয়তো তাঁকে বিদায় নিতে হবে। তবে আজকের ম্যাচে যদি কাবরেরার শিষ্যরা দারুণ কিছু বয়ে নিয়ে আসতে পারেন, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কাবরেরার সঙ্গে চুক্তি নবায়নে আলোচনা করলেও করতে পারে। কিন্তু বিপরীত কিছু হলে বিদায়ই তাঁর সম্ভাব্য পরিণতি।
এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না কাবরেরার। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ দল গর্ব করার মতো কোনো সুসংবাদও পায়নি। উল্টো পারফরম্যান্সের গ্রাফ দিন দিন তলানিতে ঠেকেছে। ফিফা র্যাঙ্কিংয়েও নেই স্বস্তির খবর। তার মধ্যে নতুন সমস্যা গোল না পাওয়া। সর্বশেষ গত বুধবার কিংস অ্যারেনায় মালদ্বীপের কাছে ঘরের মাঠে প্রথমবার হারে কাবরেরা নিজেও অবাক হয়েছেন। ছাত্রদের যতই শেখাচ্ছেন, কাজের কাজ যে কিছুই হচ্ছে না; ম্যাচের পর সংবাদ সম্মেলনেও বিষয়টি সামনে আনেন।
কাবরেরার কোচিং ক্যারিয়ার ততটা সমৃদ্ধ নয়। স্পেনের বয়সভিত্তিক দলগুলোয় কিছুদিন হেডমাস্টারের ভূমিকায় ছিলেন। তাঁকেই মনে ধরে বাফুফের। ২০২২ সালের জানুয়ারিতে রাকিব-তপুদের কোচ করা হয় কাবরেরাকে। সেই থেকে এখন পর্যন্ত ৩০ ম্যাচ ডাগআউটে। কিন্তু এই সময়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে সাতটি। তবে পরীক্ষা-নিরীক্ষা কম চালাননি কাবরেরা। দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত ৫০ জনের বেশি খেলোয়াড় ব্যবহার করেছেন। তবু ফলাফলের ঘরে হার এবং হতাশাই বেশি।
তাই ধরে নেওয়া হচ্ছে, বাংলাদেশের ফুটবলে কাবরেরা অধ্যায় শেষ। এর মধ্যে গুঞ্জনও বেশ ডালপালা মেলেছে। সদ্য সাফ জেতানো কোচ পিটার বাটলারকে নিয়েও ভাবছে বাফুফে। ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়ালও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৪২ মিনিট আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
২ ঘণ্টা আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
২ ঘণ্টা আগে