নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, ‘পিকনিক মুডের এনসিএল’ বদলাবে কবে। ভিডিওটি দেখে জাতীয় লিগের সঙ্গে যুক্ত বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, একটি বল দিয়ে পুরো জাতীয় লিগের মান বিচার করা ঠিক হবে না। তাঁদের দাবি, এবার প্রত্যাশিত মানেই আয়োজন করা হচ্ছে জাতীয় লিগ।
টেস্ট ক্রিকেটে উন্নতি করতে হলে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট উন্নত মানের হতেই হবে—জানা কথাটির প্রতিফলন গত দুই দশকে খুব একটা দেখা যায়নি দেশের ক্রিকেটে। টেস্ট আঙিনায় বাংলাদেশ যে ব্যাটিংয়ে সংগ্রাম করে, সেটির মূলে দুর্বল টেস্ট সংস্কৃতি আর প্রত্যাশিত মানের এনসিএল-বিসিএল না হওয়া। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অনীহা নতুন নয়।
প্রায় অর্ধেক পথ পাড়ি দেওয়া ২০২৫ এনসিএলের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে আজ। প্রথম চার রাউন্ডের ১৬ ম্যাচে ইনিংসপ্রতি গড়ে রান উঠেছে ২০৫। অবশ্য ব্যাটারদের মধ্যে কিছু ব্যতিক্রমী পারফরম্যান্সও ছিল। লিগে প্রথম চার রাউন্ডে সেঞ্চুরি হয়েছে ১৭টি। সিলেট বিভাগের ওপেনার অমিত হাসান একমাত্র দ্বিশতক হাঁকানো ব্যাটার, ২১৩ রানের ইনিংস খেলেছেন ১০ ঘণ্টা উইকেটে থেকে। লিগে তিনি ৪৬৬ রান করে আছেন শীর্ষে।
জাতীয় লিগে ব্যাটারদের লম্বা ইনিংস নিয়ে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘এখানে যত বড় বড় ইনিংস খেলবেন, জাতীয় দলে সুযোগ পেলে তত বেশি ভালো ইনিংস কিংবা পারফর্ম করতে সুবিধা হবে। এবার একটি মাত্র ডাবল সেঞ্চুরি হয়েছে। এটা ট্রিপল সেঞ্চুরিতে নিয়ে যেতে হবে। তাহলে আত্মবিশ্বাস বাড়বে। এখানে যত বেশি রান আর উইকেট পাওয়া যাবে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের হার তত বাড়বে।’
বোলিংয়ে ঢাকা বিভাগের পেসার এনামুল হক সর্বোচ্চ ২১ উইকেট শিকার করেছেন। তার পরেই আছেন বাঁহাতি স্পিনার শেখ মেহেদী হাসান ও সানজামুল ইসলাম, ১৭টি করে উইকেট নিয়েছেন। শীর্ষে একজন পেসার থাকলেও এবারের লিগে স্পিনারদের দাপট বেশি। সেরা পাঁচ বোলারের চারজনই স্পিনার—সানজামুল, মেহেদী, রোহান ও রাকিবুল। এর মধ্যে তিনজনই বাঁহাতি স্পিনার।
বোলারদের পারফরম্যান্স নিয়ে রাজ্জাক বলেন, ‘আমরা চাই জাতীয় দলের খেলা না থাকলে ক্রিকেটাররা এখানে নিয়মিত খেলুক। শেখ মেহেদী দুই ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। এটা দারুণ ব্যাপার।’
চার রাউন্ড শেষে ১৬ ম্যাচের ৯টিতে ফল দেখেছে, বাকি ৭টি ড্র। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট বিভাগ ৪ ম্যাচে ২ জয় ও ২ ড্র নিয়ে ২০ পয়েন্ট। সমান ১৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে রংপুর ও ঢাকা মহানগর। পয়েন্ট তালিকার ওপরের তিন দলের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হলেও বাকি পাঁচ দল শিরোপার লড়াই থেকে বেশ দূরে চলে গেছে।
জাতীয় লিগের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা থাকে সব সময়। এবারও ব্যতিক্রম হচ্ছে না। কক্সবাজার ভেন্যুর উইকেট নিয়ে নানা অভিযোগ উঠেছে। খেলোয়াড়দের দাবি, পিচ ব্যাট-বলের সমান লড়াইয়ের জন্য উপযুক্ত নয়। অস্বাভাবিক বাউন্স আর অতিরিক্ত ধীরগতির পিচ নিয়ে সন্তুষ্ট নন খেলোয়াড়েরা। জাতীয় লিগের আম্পায়ারিং নিয়েও আলোচনা হচ্ছে। কিছু বিতর্কিত সিদ্ধান্ত এসেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
কদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, ‘পিকনিক মুডের এনসিএল’ বদলাবে কবে। ভিডিওটি দেখে জাতীয় লিগের সঙ্গে যুক্ত বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, একটি বল দিয়ে পুরো জাতীয় লিগের মান বিচার করা ঠিক হবে না। তাঁদের দাবি, এবার প্রত্যাশিত মানেই আয়োজন করা হচ্ছে জাতীয় লিগ।
টেস্ট ক্রিকেটে উন্নতি করতে হলে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট উন্নত মানের হতেই হবে—জানা কথাটির প্রতিফলন গত দুই দশকে খুব একটা দেখা যায়নি দেশের ক্রিকেটে। টেস্ট আঙিনায় বাংলাদেশ যে ব্যাটিংয়ে সংগ্রাম করে, সেটির মূলে দুর্বল টেস্ট সংস্কৃতি আর প্রত্যাশিত মানের এনসিএল-বিসিএল না হওয়া। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অনীহা নতুন নয়।
প্রায় অর্ধেক পথ পাড়ি দেওয়া ২০২৫ এনসিএলের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে আজ। প্রথম চার রাউন্ডের ১৬ ম্যাচে ইনিংসপ্রতি গড়ে রান উঠেছে ২০৫। অবশ্য ব্যাটারদের মধ্যে কিছু ব্যতিক্রমী পারফরম্যান্সও ছিল। লিগে প্রথম চার রাউন্ডে সেঞ্চুরি হয়েছে ১৭টি। সিলেট বিভাগের ওপেনার অমিত হাসান একমাত্র দ্বিশতক হাঁকানো ব্যাটার, ২১৩ রানের ইনিংস খেলেছেন ১০ ঘণ্টা উইকেটে থেকে। লিগে তিনি ৪৬৬ রান করে আছেন শীর্ষে।
জাতীয় লিগে ব্যাটারদের লম্বা ইনিংস নিয়ে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘এখানে যত বড় বড় ইনিংস খেলবেন, জাতীয় দলে সুযোগ পেলে তত বেশি ভালো ইনিংস কিংবা পারফর্ম করতে সুবিধা হবে। এবার একটি মাত্র ডাবল সেঞ্চুরি হয়েছে। এটা ট্রিপল সেঞ্চুরিতে নিয়ে যেতে হবে। তাহলে আত্মবিশ্বাস বাড়বে। এখানে যত বেশি রান আর উইকেট পাওয়া যাবে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের হার তত বাড়বে।’
বোলিংয়ে ঢাকা বিভাগের পেসার এনামুল হক সর্বোচ্চ ২১ উইকেট শিকার করেছেন। তার পরেই আছেন বাঁহাতি স্পিনার শেখ মেহেদী হাসান ও সানজামুল ইসলাম, ১৭টি করে উইকেট নিয়েছেন। শীর্ষে একজন পেসার থাকলেও এবারের লিগে স্পিনারদের দাপট বেশি। সেরা পাঁচ বোলারের চারজনই স্পিনার—সানজামুল, মেহেদী, রোহান ও রাকিবুল। এর মধ্যে তিনজনই বাঁহাতি স্পিনার।
বোলারদের পারফরম্যান্স নিয়ে রাজ্জাক বলেন, ‘আমরা চাই জাতীয় দলের খেলা না থাকলে ক্রিকেটাররা এখানে নিয়মিত খেলুক। শেখ মেহেদী দুই ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। এটা দারুণ ব্যাপার।’
চার রাউন্ড শেষে ১৬ ম্যাচের ৯টিতে ফল দেখেছে, বাকি ৭টি ড্র। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট বিভাগ ৪ ম্যাচে ২ জয় ও ২ ড্র নিয়ে ২০ পয়েন্ট। সমান ১৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে রংপুর ও ঢাকা মহানগর। পয়েন্ট তালিকার ওপরের তিন দলের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হলেও বাকি পাঁচ দল শিরোপার লড়াই থেকে বেশ দূরে চলে গেছে।
জাতীয় লিগের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা থাকে সব সময়। এবারও ব্যতিক্রম হচ্ছে না। কক্সবাজার ভেন্যুর উইকেট নিয়ে নানা অভিযোগ উঠেছে। খেলোয়াড়দের দাবি, পিচ ব্যাট-বলের সমান লড়াইয়ের জন্য উপযুক্ত নয়। অস্বাভাবিক বাউন্স আর অতিরিক্ত ধীরগতির পিচ নিয়ে সন্তুষ্ট নন খেলোয়াড়েরা। জাতীয় লিগের আম্পায়ারিং নিয়েও আলোচনা হচ্ছে। কিছু বিতর্কিত সিদ্ধান্ত এসেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৪১ মিনিট আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
২ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
২ ঘণ্টা আগে