ক্রীড়া ডেস্ক
গতকাল প্যারিসে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। একই সঙ্গে ফিফা-২০২২ বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি।
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারের দিনই ২০২২-এর বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ফিফপ্রো। মেসির প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমাও জায়গা পেয়েছেন ফিফার বর্ষসেরা একাদশে। তবে ফিফার বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের এই দলে জায়গা হয়নি। ২০২২-এর বর্ষসেরা দলের গোলরক্ষক থিবো কর্তোয়া। ফিফার বর্ষসেরা একাদশে সুযোগ হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর। এমনকি গতকাল ফিফা দ্য বেস্টে ভোটই দেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড।
ফিফপ্রো এই একাদশ সাজিয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। রক্ষণভাগে আছেন আশরাফ হাকিমি, ভার্জিল ফন ডাইক এবং হোয়াও কানসেলো। মাঝমাঠের দায়িত্বে আছেন কেভিন ডি ব্রুইন, কাসেমিরো ও লুকা মদরিচ। আক্রমণভাগে মেসি, এমবাপ্পে ও বেনজেমার সঙ্গী আর্লিং হালান্ড।
ফিফপ্রোর ২০২২-এর বর্ষসেরা একাদশ:
থিবো কর্তোয়া (গোলরক্ষক) (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি)
ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস/লিভারপুল)
হোয়াও কানসেলো (বায়ার্ন মিউনিখ/পর্তুগাল)
কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)
কাসেমিরো (ব্রাজিল/ম্যানচেস্টার ইউনাইটেড)
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি)
করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি)
গতকাল প্যারিসে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। একই সঙ্গে ফিফা-২০২২ বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি।
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারের দিনই ২০২২-এর বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ফিফপ্রো। মেসির প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমাও জায়গা পেয়েছেন ফিফার বর্ষসেরা একাদশে। তবে ফিফার বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের এই দলে জায়গা হয়নি। ২০২২-এর বর্ষসেরা দলের গোলরক্ষক থিবো কর্তোয়া। ফিফার বর্ষসেরা একাদশে সুযোগ হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর। এমনকি গতকাল ফিফা দ্য বেস্টে ভোটই দেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড।
ফিফপ্রো এই একাদশ সাজিয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। রক্ষণভাগে আছেন আশরাফ হাকিমি, ভার্জিল ফন ডাইক এবং হোয়াও কানসেলো। মাঝমাঠের দায়িত্বে আছেন কেভিন ডি ব্রুইন, কাসেমিরো ও লুকা মদরিচ। আক্রমণভাগে মেসি, এমবাপ্পে ও বেনজেমার সঙ্গী আর্লিং হালান্ড।
ফিফপ্রোর ২০২২-এর বর্ষসেরা একাদশ:
থিবো কর্তোয়া (গোলরক্ষক) (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি)
ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস/লিভারপুল)
হোয়াও কানসেলো (বায়ার্ন মিউনিখ/পর্তুগাল)
কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)
কাসেমিরো (ব্রাজিল/ম্যানচেস্টার ইউনাইটেড)
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি)
করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি)
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
৮ মিনিট আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
২১ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
৩৩ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগে