ক্রীড়া ডেস্ক
কোচদের চাকরি হারানো যেন একরকম নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত বিরতিতে চাকরি হারাচ্ছেন ইউরোপীয় ক্লাবগুলোর কোচ। এই তালিকায় সর্বশেষ নাম লেখালেন গ্রাহাম পটার। ৭ মাস হওয়ার আগেই কোচের পদ থেকে পটারকে বরখাস্ত করেছে চেলসি।
পটারকে বরখাস্ত করার কথা গতকাল নিশ্চিত করেছে চেলসি। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘চেলসি ফুটবল ক্লাব জানাচ্ছে যে গ্রাহাম পটার ক্লাব ছেড়েছেন। গ্রাহাম চেলসিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন। গ্রাহামের অবদানের জন্য চেলসি তাঁকে ধন্যবাদ জানাচ্ছে। তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা।’
গত বছরের ৮ সেপ্টেম্বর চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। প্রায় ৭ মাসের এই চাকরিতে তাঁর অধীনে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে চেলসি। পটারের অধীনে সর্বশেষ ম্যাচ ব্লুজরা খেলেছে গত পরশু। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে ব্লুজদের রেখে যেতে পারেননি পটার। ২৮ ম্যাচে ১০ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।
কোচদের চাকরি হারানো যেন একরকম নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত বিরতিতে চাকরি হারাচ্ছেন ইউরোপীয় ক্লাবগুলোর কোচ। এই তালিকায় সর্বশেষ নাম লেখালেন গ্রাহাম পটার। ৭ মাস হওয়ার আগেই কোচের পদ থেকে পটারকে বরখাস্ত করেছে চেলসি।
পটারকে বরখাস্ত করার কথা গতকাল নিশ্চিত করেছে চেলসি। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘চেলসি ফুটবল ক্লাব জানাচ্ছে যে গ্রাহাম পটার ক্লাব ছেড়েছেন। গ্রাহাম চেলসিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন। গ্রাহামের অবদানের জন্য চেলসি তাঁকে ধন্যবাদ জানাচ্ছে। তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা।’
গত বছরের ৮ সেপ্টেম্বর চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। প্রায় ৭ মাসের এই চাকরিতে তাঁর অধীনে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে চেলসি। পটারের অধীনে সর্বশেষ ম্যাচ ব্লুজরা খেলেছে গত পরশু। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে ব্লুজদের রেখে যেতে পারেননি পটার। ২৮ ম্যাচে ১০ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৩ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে