ক্রীড়া ডেস্ক
খেলোয়াড়দের মনযোগ বিঘ্ন করতে দর্শকরা প্রায়ই দুয়োধ্বনি, শিস দেওয়া সহ মাঠে বিভিন্ন বস্তুও ছুঁড়ে থাকেন। আর গতকাল চেলসির ফুটবলার মিখাইলো মুদ্রিকের মুখে লেজার লাইট মেরেছেন এক দর্শক। এমন ঘটনায় ২১ বছর বয়সী এক দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল-চেলসি। ম্যাচের ৭১ মিনিটে এনজো ফার্নান্দেজের বদলি হিসেবে নামেন মুদ্রিক। মাঠে নামার পর মুদ্রিকের মুখে সবুজ আলো মারেন এক দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তার করে পুলিশ। আর্সেনাল তাদের অফিশিয়াল সাইটে লিখেছে, ‘এ ধরনের আচরণ খুবই ভয়ংকর এবং অগ্রহণযোগ্য। আমরা পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে পূর্ন সমর্থন দেব। আমরা অবশ্যই এই ঘটনায় কঠিন ব্যবস্থা নেব।’ যদিও ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রামে ‘ইটস ওকে’ বলে পোস্ট করেন মুদ্রিক।
এই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগার্ড আর এক গোল করেছেন গ্যাব্রিয়াল হেসুস। চেলসির একমাত্র গোল করেন ননি মাদুয়েকে।
গত জানুয়ারিতে শাখতার দনেৎস্ক থেকে প্রায় ১২০০ কোটি টাকায় চেলসিতে যোগ দিয়েছেন মুদ্রিক। ১৪ ম্যাচ খেলে এখনও গোলের দেখা পায়নি এই ফরোয়ার্ড। নিজের হতশ্রী পারর্ফম্যান্সের সঙ্গে চলতি মৌসুমে দলের অবস্থাও যাচ্ছে তাই। ৩৩ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে চেলসি। অন্যদিকে চেলসির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
খেলোয়াড়দের মনযোগ বিঘ্ন করতে দর্শকরা প্রায়ই দুয়োধ্বনি, শিস দেওয়া সহ মাঠে বিভিন্ন বস্তুও ছুঁড়ে থাকেন। আর গতকাল চেলসির ফুটবলার মিখাইলো মুদ্রিকের মুখে লেজার লাইট মেরেছেন এক দর্শক। এমন ঘটনায় ২১ বছর বয়সী এক দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল-চেলসি। ম্যাচের ৭১ মিনিটে এনজো ফার্নান্দেজের বদলি হিসেবে নামেন মুদ্রিক। মাঠে নামার পর মুদ্রিকের মুখে সবুজ আলো মারেন এক দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তার করে পুলিশ। আর্সেনাল তাদের অফিশিয়াল সাইটে লিখেছে, ‘এ ধরনের আচরণ খুবই ভয়ংকর এবং অগ্রহণযোগ্য। আমরা পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে পূর্ন সমর্থন দেব। আমরা অবশ্যই এই ঘটনায় কঠিন ব্যবস্থা নেব।’ যদিও ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রামে ‘ইটস ওকে’ বলে পোস্ট করেন মুদ্রিক।
এই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগার্ড আর এক গোল করেছেন গ্যাব্রিয়াল হেসুস। চেলসির একমাত্র গোল করেন ননি মাদুয়েকে।
গত জানুয়ারিতে শাখতার দনেৎস্ক থেকে প্রায় ১২০০ কোটি টাকায় চেলসিতে যোগ দিয়েছেন মুদ্রিক। ১৪ ম্যাচ খেলে এখনও গোলের দেখা পায়নি এই ফরোয়ার্ড। নিজের হতশ্রী পারর্ফম্যান্সের সঙ্গে চলতি মৌসুমে দলের অবস্থাও যাচ্ছে তাই। ৩৩ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে চেলসি। অন্যদিকে চেলসির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ক্রিকেটকে পুরোপুরি ছাড়তে পারেননি মোহাম্মদ রফিক। একসময় জাতীয় দলের স্পিন বোলিংয়ের বড় ভরসা ছিলেন তিনি। অবসরের পর এখন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে কাজ করছেন।
৪ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৫ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৬ ঘণ্টা আগে