ক্রীড়া ডেস্ক
লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ে টানা হ্যাটট্রিক ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও নিকটে চলে এলো ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইলকাই গুন্দোয়ানের জোড়ায় ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল সিটিজেনরা। আগামীকাল নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে জিতলে ব্যবধানটা কমিয়ে আনতে পারবে গানাররা।
লিডসের বিপক্ষে প্রথমার্ধেই সিটিজেনদের দুই গোলে এগিয়ে দেন গুন্দোয়ান। রিয়াদ মাহরেজের পাস থেকে ১৯ ও ২৭ মিনিটে গোল দুটি করেন জার্মান মিডফিল্ডার। হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন গুন্দোয়ান। কিন্তু ৮৪ মিনিটে স্পট-কিকে বল জালে পাঠাতে পারেননি। এর ৫৮ সেকেন্ড পর একটি গোল শোধ করে লিডসে সমতায় ফেরানোরও স্বপ্ন দেখান রদ্রিগো।
তবে বাকি সময় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি ৩০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় থাকা স্যাম অ্যালারডিসের দল। মৌসুমের শেষদিকে এসে লিডসের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই হারলেন এই ইংলিশ কোচ।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে চেলসি। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে আসার পর কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এটি প্রথম জয়।
এই জয়ে অবনমনও এড়াল চেলসি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। ম্যাচের বাকি ম্যাচে হারলেও অবনমনে যেতে হবে না তাদের। ৩৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যদি পরের চার ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ৪২। তখন গোলের হিসেবে এগিয়ে থাকলে চেলসি থাকবে প্রিমিয়ার লিগে।
বোর্নমাউথের মাঠেও ড্র করতে বসেছিল ল্যাম্পার্ডের দল। ৯ মিনিটে কনর গালাঘারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ২১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। তবে শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে দুটি গোল পায় চেলসি। ৮২ মিনিটে বাদিয়াশিলে এবং ৮৬ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। আর বুক থেকে পাথরভার নামে চেলসির। গত ১১ মার্চের পর প্রথম জয় বলে কথা।
লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ে টানা হ্যাটট্রিক ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও নিকটে চলে এলো ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইলকাই গুন্দোয়ানের জোড়ায় ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল সিটিজেনরা। আগামীকাল নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে জিতলে ব্যবধানটা কমিয়ে আনতে পারবে গানাররা।
লিডসের বিপক্ষে প্রথমার্ধেই সিটিজেনদের দুই গোলে এগিয়ে দেন গুন্দোয়ান। রিয়াদ মাহরেজের পাস থেকে ১৯ ও ২৭ মিনিটে গোল দুটি করেন জার্মান মিডফিল্ডার। হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন গুন্দোয়ান। কিন্তু ৮৪ মিনিটে স্পট-কিকে বল জালে পাঠাতে পারেননি। এর ৫৮ সেকেন্ড পর একটি গোল শোধ করে লিডসে সমতায় ফেরানোরও স্বপ্ন দেখান রদ্রিগো।
তবে বাকি সময় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি ৩০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় থাকা স্যাম অ্যালারডিসের দল। মৌসুমের শেষদিকে এসে লিডসের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই হারলেন এই ইংলিশ কোচ।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে চেলসি। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে আসার পর কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এটি প্রথম জয়।
এই জয়ে অবনমনও এড়াল চেলসি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। ম্যাচের বাকি ম্যাচে হারলেও অবনমনে যেতে হবে না তাদের। ৩৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যদি পরের চার ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ৪২। তখন গোলের হিসেবে এগিয়ে থাকলে চেলসি থাকবে প্রিমিয়ার লিগে।
বোর্নমাউথের মাঠেও ড্র করতে বসেছিল ল্যাম্পার্ডের দল। ৯ মিনিটে কনর গালাঘারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ২১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। তবে শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে দুটি গোল পায় চেলসি। ৮২ মিনিটে বাদিয়াশিলে এবং ৮৬ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। আর বুক থেকে পাথরভার নামে চেলসির। গত ১১ মার্চের পর প্রথম জয় বলে কথা।
সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১১ মিনিট আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৪২ মিনিট আগেতানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু জরুরি কিছু প্রশ্নের উত্তর এখনো নেই। সময়মতো টুর্নামেন্ট হবে কি? হলে কোথায় হবে? এই দুটি প্রশ্নের উত্তর যতক্ষণ না আসছে, ততক্ষণ টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এই টুর্নামেন্ট নিয়ে অনেক চাপে আইসিসি।
২ ঘণ্টা আগে