নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
কানাডার গ্লোবাল সুপার লিগে তানজিম সাকিব খেলবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। তবে এই সুযোগ তাঁর কাছে এমনি এমনি আসেনি। এর পেছনে রয়েছে তার সাম্প্রতিক টিটোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সেই গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগ মিলছে তানজিম সাকিবের। বাংলাদেশের তারকা পেসার এখানে উল্লেখ করেছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের নাম।আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তানজিম সাকিব বলেন, ‘বিশ্বকাপে তিনি আমার পারফরম্যান্স দেখে বেশ পছন্দ করেন। এরপর তিনি আমার মোবাইল নম্বর ম্যানেজ করে গ্লোবাল টিটোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দেন। ওই সময়টা আমার ফাঁকা থাকায় প্রস্তাবে সম্মতি জানাই।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবই সেরা। ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। গতি ও লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তাতে ক্যারিয়ারে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ মিলছে তাঁর। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসার বলেন, ‘এখানে (গ্লোবাল সুপার লিগ) খেলার জন্য আমি সত্যিই রোমাঞ্চিত। আশা করি, এই লিগে খেলে দারুণ কিছু শিখতে পারব এবং আমার খেলায় আরও উন্নতি করতে পারব। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা নিজের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।’
৫ দেশের ৫ দল নিয়ে এবারই প্রথমবারের মতো শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগ। গায়ানার সঙ্গে এই টুর্নামেন্টে থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রংপুর রাইডার্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। ২৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৭ ডিসেম্বর। সব ম্যাচই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। একই সময় চলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। ম্যাচটি শুরু হবে ৩০ নভেম্বর।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি খেলেছেন সাকিব আল হাসান। বিদেশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়দেরও। এবার এই তালিকায় যুক্ত হচ্ছেন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।
কানাডার গ্লোবাল সুপার লিগে তানজিম সাকিব খেলবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। তবে এই সুযোগ তাঁর কাছে এমনি এমনি আসেনি। এর পেছনে রয়েছে তার সাম্প্রতিক টিটোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সেই গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগ মিলছে তানজিম সাকিবের। বাংলাদেশের তারকা পেসার এখানে উল্লেখ করেছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের নাম।আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তানজিম সাকিব বলেন, ‘বিশ্বকাপে তিনি আমার পারফরম্যান্স দেখে বেশ পছন্দ করেন। এরপর তিনি আমার মোবাইল নম্বর ম্যানেজ করে গ্লোবাল টিটোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দেন। ওই সময়টা আমার ফাঁকা থাকায় প্রস্তাবে সম্মতি জানাই।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিবই সেরা। ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। গতি ও লাইন-লেংথে ব্যাটারদের ভড়কে দিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তাতে ক্যারিয়ারে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ মিলছে তাঁর। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসার বলেন, ‘এখানে (গ্লোবাল সুপার লিগ) খেলার জন্য আমি সত্যিই রোমাঞ্চিত। আশা করি, এই লিগে খেলে দারুণ কিছু শিখতে পারব এবং আমার খেলায় আরও উন্নতি করতে পারব। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা নিজের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।’
৫ দেশের ৫ দল নিয়ে এবারই প্রথমবারের মতো শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগ। গায়ানার সঙ্গে এই টুর্নামেন্টে থাকছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রংপুর রাইডার্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। ২৬ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ৭ ডিসেম্বর। সব ম্যাচই হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। একই সময় চলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। ম্যাচটি শুরু হবে ৩০ নভেম্বর।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে