ক্রীড়া ডেস্ক
গত পরশু আশরাফ হাকিমির জন্য ছিল ‘অম্লমধুর’ এক দিন। ফিফার ২০২২-এর বর্ষসেরা একাদশে যেমন জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনি হাকিমির বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। তবে ধর্ষণের অভিযোগকে মিথ্যা দাবি করেছেন মরক্কোর এই ডিফেন্ডারের আইনজীবী।
হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এনেছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান। প্যারিসের বোলোনি এলাকায় গত শনিবার তাঁর বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রোববার মরক্কোর এই খেলোয়াড়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। আর ঘটনা প্রকাশ্যে আসে গত পরশু প্যারিসে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের দিনই। এই অনুষ্ঠানে হাকিমি উপস্থিত ছিলেন। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে করা অভিযোগকে মিথ্যা দাবি করেছেন আইনজীবী ফ্যানি কলিন। লা প্যারিসিয়ানকে কলিন বলেছেন, ‘অভিযোগগুলো মিথ্যা। সে খুবই শান্ত ছেলে এবং ন্যায়বিচার পাবে।’ তবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পিএসজি।
ফিফার ফিফপ্রোর ২০২২ বর্ষসেরা একাদশে হাকিমিসহ আছেন পিএসজির তিন খেলোয়াড়। প্যারিসিয়ানদের দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে আছেন এই দলে। এই মৌসুমে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছেন হাকিমি। করেছেন ৪ গোল এবং ৫ গোলে অ্যাসিস্ট করেছেন।
গত পরশু আশরাফ হাকিমির জন্য ছিল ‘অম্লমধুর’ এক দিন। ফিফার ২০২২-এর বর্ষসেরা একাদশে যেমন জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনি হাকিমির বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। তবে ধর্ষণের অভিযোগকে মিথ্যা দাবি করেছেন মরক্কোর এই ডিফেন্ডারের আইনজীবী।
হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এনেছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান। প্যারিসের বোলোনি এলাকায় গত শনিবার তাঁর বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রোববার মরক্কোর এই খেলোয়াড়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। আর ঘটনা প্রকাশ্যে আসে গত পরশু প্যারিসে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের দিনই। এই অনুষ্ঠানে হাকিমি উপস্থিত ছিলেন। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে করা অভিযোগকে মিথ্যা দাবি করেছেন আইনজীবী ফ্যানি কলিন। লা প্যারিসিয়ানকে কলিন বলেছেন, ‘অভিযোগগুলো মিথ্যা। সে খুবই শান্ত ছেলে এবং ন্যায়বিচার পাবে।’ তবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পিএসজি।
ফিফার ফিফপ্রোর ২০২২ বর্ষসেরা একাদশে হাকিমিসহ আছেন পিএসজির তিন খেলোয়াড়। প্যারিসিয়ানদের দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে আছেন এই দলে। এই মৌসুমে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছেন হাকিমি। করেছেন ৪ গোল এবং ৫ গোলে অ্যাসিস্ট করেছেন।
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
৭ মিনিট আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১৯ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
৩২ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগে