ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেডের জয় মানে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল! এই মৌসুমে পুরোনো ক্লাবে যোগ দেওয়ার পর ব্যাপারটা একধরনের রীতি হয়ে গেছে। গত রাতে লিগ টেবিলের তলানিতে থাকা নরওয়েচ সিটিকে হারাতে ঘাম ছুটে যাচ্ছিল ম্যানইউর। আবারও দলের ত্রাতা হয়ে হাজির হলেন পর্তুগিজ তারকা।
রোনালদোর একমাত্র গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। এই ম্যাচের আগে সাউদাম্পটনকে হারিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছিল আর্সেনাল। নরওয়েচের বিপক্ষে জয়ে আর্সেনালকে সরিয়ে পাঁচে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা।
এদিন শুরুটাও আশাজাগানিয়া ছিল না ম্যানইউর। ১৪ মিনিটে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি। তবে ডি-বক্সের খানিক দূর থেকে আলেক্স তেলেসের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে প্রতিপক্ষের একজনের মাথায় লেগে দিক পাল্টে ক্রসবারে লাগলে হতাশ হতে হয় ম্যানইউ সমর্থকদের।
ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে দুই দলই। ৫৬ মিনিটে দারুণ সুযোগও পায় নরওয়েচ। তবে সেটা থেকে গোল করতে পারেনি তারা। ডি-বক্সের মুখ থেকে তেমু পুক্কির জোরালো শট এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ম্যানইউ গোলরক্ষক ডেভিড দি হেয়া।
তবে ৭৫ মিনিটে গোলের দরজা খোলেন রোনালদো। বক্সের মধ্যে নরওয়েচের ডিফেন্ডার পর্তুগিজ তারকাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোল করেন রোনালদো। এই জয়ে ১৬ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ম্যানইউর পয়েন্ট ২৭। এক পয়েন্ট কম নিয়ে ম্যানইউর ঠিক নিচেই আছে আর্সেনাল।
ম্যানচেস্টার ইউনাইটেডের জয় মানে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল! এই মৌসুমে পুরোনো ক্লাবে যোগ দেওয়ার পর ব্যাপারটা একধরনের রীতি হয়ে গেছে। গত রাতে লিগ টেবিলের তলানিতে থাকা নরওয়েচ সিটিকে হারাতে ঘাম ছুটে যাচ্ছিল ম্যানইউর। আবারও দলের ত্রাতা হয়ে হাজির হলেন পর্তুগিজ তারকা।
রোনালদোর একমাত্র গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। এই ম্যাচের আগে সাউদাম্পটনকে হারিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছিল আর্সেনাল। নরওয়েচের বিপক্ষে জয়ে আর্সেনালকে সরিয়ে পাঁচে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা।
এদিন শুরুটাও আশাজাগানিয়া ছিল না ম্যানইউর। ১৪ মিনিটে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি। তবে ডি-বক্সের খানিক দূর থেকে আলেক্স তেলেসের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে প্রতিপক্ষের একজনের মাথায় লেগে দিক পাল্টে ক্রসবারে লাগলে হতাশ হতে হয় ম্যানইউ সমর্থকদের।
ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে দুই দলই। ৫৬ মিনিটে দারুণ সুযোগও পায় নরওয়েচ। তবে সেটা থেকে গোল করতে পারেনি তারা। ডি-বক্সের মুখ থেকে তেমু পুক্কির জোরালো শট এক হাত দিয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ম্যানইউ গোলরক্ষক ডেভিড দি হেয়া।
তবে ৭৫ মিনিটে গোলের দরজা খোলেন রোনালদো। বক্সের মধ্যে নরওয়েচের ডিফেন্ডার পর্তুগিজ তারকাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোল করেন রোনালদো। এই জয়ে ১৬ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ম্যানইউর পয়েন্ট ২৭। এক পয়েন্ট কম নিয়ে ম্যানইউর ঠিক নিচেই আছে আর্সেনাল।
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
৪ মিনিট আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১৬ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
২৯ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগে