ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ বাছাইপর্বে বছরের শেষ দুই ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তার আগে দল দুটি পেয়েছে সুখবর। ব্রাজিল দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র আর আর্জেন্টিনা দলে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ।
চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গত দুই ম্যাচে খেলতে পারেননি ভিনি। পুরোপুরি ফিট হয়ে সবশেষ রিয়াল মাদ্রিদের জার্সিতে হ্যাটট্রিকও করেছেন এই উইঙ্গার। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের জন্য বেশ স্বস্তির খবরও এটি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ গত অক্টোবরে দুটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন আচরণবিধি ভাঙায়। সেই নিষেধাজ্ঞা শেষে আবারও দলে ফিরেছেন তিনি।
আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে রাত ৩টায় ভেনেজুয়েলার সঙ্গে খেলবে ব্রাজিল। ২০ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় নিজেদের মাঠে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর ৪৫ মিনিট পরেই মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে কলম্বিয়া। তিন ও চারে আছে যথাক্রমে উরুগুয়ে ও ব্রাজিল। দুই দলেরই পয়েন্ট ১৬ করে। শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে।
প্যারাগুয়ে ও পেরুকে হারাতে পারলে অনেকটাই কোয়ালিফাই করার কাছাকাছি পৌঁছে যাবে আর্জেন্টিনা। আর তাদের মূল ভরসা লিওনেল মেসি। অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে নিজে হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুই গোল করিয়েছিলেন। ম্যাচটি ৬-০ গোলে জিতে নেয় আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনার জন্য প্যারাগুয়ের চ্যালেঞ্জ সামলানো অবশ্য সহজ হবে না। এ বছরের মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়া কোচ গুস্তাভো আলফারোর অধীনে এখন পর্যন্ত হারেনি তারা। এই আর্জেন্টাইন কোচের অধীনে গত সেপ্টেম্বরেই পারাগুয়ে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে।
তবে লিওনেল স্কালোনির দলে দুঃসংবাদও আছে। চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে পাবে না আর্জেন্টিনা। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।
বিশ্বকাপ বাছাইপর্বে বছরের শেষ দুই ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তার আগে দল দুটি পেয়েছে সুখবর। ব্রাজিল দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র আর আর্জেন্টিনা দলে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ।
চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গত দুই ম্যাচে খেলতে পারেননি ভিনি। পুরোপুরি ফিট হয়ে সবশেষ রিয়াল মাদ্রিদের জার্সিতে হ্যাটট্রিকও করেছেন এই উইঙ্গার। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রের জন্য বেশ স্বস্তির খবরও এটি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ গত অক্টোবরে দুটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন আচরণবিধি ভাঙায়। সেই নিষেধাজ্ঞা শেষে আবারও দলে ফিরেছেন তিনি।
আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে রাত ৩টায় ভেনেজুয়েলার সঙ্গে খেলবে ব্রাজিল। ২০ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় নিজেদের মাঠে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর ৪৫ মিনিট পরেই মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে কলম্বিয়া। তিন ও চারে আছে যথাক্রমে উরুগুয়ে ও ব্রাজিল। দুই দলেরই পয়েন্ট ১৬ করে। শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে।
প্যারাগুয়ে ও পেরুকে হারাতে পারলে অনেকটাই কোয়ালিফাই করার কাছাকাছি পৌঁছে যাবে আর্জেন্টিনা। আর তাদের মূল ভরসা লিওনেল মেসি। অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে নিজে হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুই গোল করিয়েছিলেন। ম্যাচটি ৬-০ গোলে জিতে নেয় আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনার জন্য প্যারাগুয়ের চ্যালেঞ্জ সামলানো অবশ্য সহজ হবে না। এ বছরের মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়া কোচ গুস্তাভো আলফারোর অধীনে এখন পর্যন্ত হারেনি তারা। এই আর্জেন্টাইন কোচের অধীনে গত সেপ্টেম্বরেই পারাগুয়ে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে।
তবে লিওনেল স্কালোনির দলে দুঃসংবাদও আছে। চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে পাবে না আর্জেন্টিনা। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন লঁসের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
৭ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১০ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১০ ঘণ্টা আগে