ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির ক্যাবিনেটে কত যে শিরোপা আছে, তা হয়তো গুনেও শেষ করা যাবে না। বার্সা ছেড়ে সেই মেসি এখন খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। রোনাল্ড আরাউহোর মতে, পিএসজি ছেড়ে বার্সায় মেসির ফিরতে পারা হবে সত্যিই বিশেষ কিছু।
২০২১-এর মাঝামাঝি সময়ে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। পিএসজিতে যাওয়ার আগে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত টানা পাঁচ বছর লা-লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছিলেন মেসি। মেসি থাকা অবস্থায়ই কাতালানরা ২০১৫তে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। এখন মাঝেমধ্যে পিএসজি ছেড়ে মেসির বার্সায় ফেরার গুঞ্জন শোনা যায়।
বার্সেলোনায় মেসি ফিরলে বেশি খুশি হবেন আরাউহো। বার্সার ফুটবল পরিচালক হলে মেসির সঙ্গে চুক্তি করতেন বলে জানিয়েছেন আরাউহো। জেরার্ড রোমেরোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার এই সেন্টার ব্যাক বলেন, ‘মেসির ফেরা? আমরা দেখছি। তবে আমি খুশি হব। লিওর ফেরা হবে সত্যিই বিশেষ কিছু। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমরা খুশি হব যদি সে ফিরতে পারে। যদি আমি মাতেও আলামানি (বার্সেলোনার ফুটবল পরিচালক) হতাম, তাহলে রদ্রিগো ও মেসির সঙ্গে চুক্তি করতাম।’
পিএসজিতে প্রায় দুই বছর কাটিয়ে ফেলেছেন মেসি। প্যারিসিয়ানদের জার্সিতে জিতেছেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা। তাছাড়া আর্জেন্টিনার জার্সিতে গত দুই বছরে বিশ্বকাপ, ফিনালিসিমা ও কোপা আমেরিকা জিতেছেন বিশ্বজয়ী এই ফুটবলার।
বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির ক্যাবিনেটে কত যে শিরোপা আছে, তা হয়তো গুনেও শেষ করা যাবে না। বার্সা ছেড়ে সেই মেসি এখন খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। রোনাল্ড আরাউহোর মতে, পিএসজি ছেড়ে বার্সায় মেসির ফিরতে পারা হবে সত্যিই বিশেষ কিছু।
২০২১-এর মাঝামাঝি সময়ে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। পিএসজিতে যাওয়ার আগে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত টানা পাঁচ বছর লা-লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছিলেন মেসি। মেসি থাকা অবস্থায়ই কাতালানরা ২০১৫তে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। এখন মাঝেমধ্যে পিএসজি ছেড়ে মেসির বার্সায় ফেরার গুঞ্জন শোনা যায়।
বার্সেলোনায় মেসি ফিরলে বেশি খুশি হবেন আরাউহো। বার্সার ফুটবল পরিচালক হলে মেসির সঙ্গে চুক্তি করতেন বলে জানিয়েছেন আরাউহো। জেরার্ড রোমেরোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার এই সেন্টার ব্যাক বলেন, ‘মেসির ফেরা? আমরা দেখছি। তবে আমি খুশি হব। লিওর ফেরা হবে সত্যিই বিশেষ কিছু। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমরা খুশি হব যদি সে ফিরতে পারে। যদি আমি মাতেও আলামানি (বার্সেলোনার ফুটবল পরিচালক) হতাম, তাহলে রদ্রিগো ও মেসির সঙ্গে চুক্তি করতাম।’
পিএসজিতে প্রায় দুই বছর কাটিয়ে ফেলেছেন মেসি। প্যারিসিয়ানদের জার্সিতে জিতেছেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা। তাছাড়া আর্জেন্টিনার জার্সিতে গত দুই বছরে বিশ্বকাপ, ফিনালিসিমা ও কোপা আমেরিকা জিতেছেন বিশ্বজয়ী এই ফুটবলার।
নভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৫ মিনিট আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১৭ মিনিট আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
৩০ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
৪৩ মিনিট আগে