ক্রীড়া ডেস্ক
জয় দিয়ে রালফ রাংনিকের অধীনে নতুন যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গেগেনপ্রেসিংয়ের গডফাদার খ্যাত এই কোচের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোরা ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ম্যানইউর জয়ে একমাত্র গোলটি এসেছে ব্রাজিলিয়ান তারকা ফ্রেডের কাছ থেকে।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ম্যানইউ। রাংনিকের প্রেসিং করে খেলানোর চিরায়ত যে কৌশল তাও দেখা গেছে ম্যানইউর খেলায়। বল দখল ও আক্রমণ সব দিক থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়েছে তারা। ৬২ শতাংশ বল দখল রেখে ১৬টি শট নেয় ‘রেড ডেভিল’রা। তবে ফিনিশিংয়ে ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল ম্যানইউ। যে কারণে দাপট দেখিয়েও প্রথমার্ধে কোনো গোলের দেখা মেলেনি।
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যাট্রিক ভিয়েরার ক্রিস্টাল। এ সময় ম্যানইউকে বেশ চাপেও রাখে তারা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি ক্রিস্টালও। ম্যাচের ৭৭ মিনিটে অবশ্য ভুল করেননি ফ্রেড। সম্মিলিত এক আক্রমণ থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে ম্যানইউকে জয়সূচক গোলটি এনে দেন এই ব্রাজিলিয়ান তারকা।
এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরেকটু ভালো করে নিল ম্যানইউ। ১৫ ম্যাচ শেষে ৬ নম্বরে থাকা ম্যানইউর পয়েন্ট এখন ২৪।
একই রাতে জয় পেয়েছে টটেনহাম হটস্পার্সও। নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে স্পার্সরা। টটেনহামের জয়ে গোল করেছেন লুকাস মউরা, ডেভিডসন সানচেজ ও সন হিউং-মিন।
জয় দিয়ে রালফ রাংনিকের অধীনে নতুন যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গেগেনপ্রেসিংয়ের গডফাদার খ্যাত এই কোচের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোরা ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ম্যানইউর জয়ে একমাত্র গোলটি এসেছে ব্রাজিলিয়ান তারকা ফ্রেডের কাছ থেকে।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ম্যানইউ। রাংনিকের প্রেসিং করে খেলানোর চিরায়ত যে কৌশল তাও দেখা গেছে ম্যানইউর খেলায়। বল দখল ও আক্রমণ সব দিক থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়েছে তারা। ৬২ শতাংশ বল দখল রেখে ১৬টি শট নেয় ‘রেড ডেভিল’রা। তবে ফিনিশিংয়ে ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল ম্যানইউ। যে কারণে দাপট দেখিয়েও প্রথমার্ধে কোনো গোলের দেখা মেলেনি।
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যাট্রিক ভিয়েরার ক্রিস্টাল। এ সময় ম্যানইউকে বেশ চাপেও রাখে তারা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি ক্রিস্টালও। ম্যাচের ৭৭ মিনিটে অবশ্য ভুল করেননি ফ্রেড। সম্মিলিত এক আক্রমণ থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে ম্যানইউকে জয়সূচক গোলটি এনে দেন এই ব্রাজিলিয়ান তারকা।
এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরেকটু ভালো করে নিল ম্যানইউ। ১৫ ম্যাচ শেষে ৬ নম্বরে থাকা ম্যানইউর পয়েন্ট এখন ২৪।
একই রাতে জয় পেয়েছে টটেনহাম হটস্পার্সও। নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে স্পার্সরা। টটেনহামের জয়ে গোল করেছেন লুকাস মউরা, ডেভিডসন সানচেজ ও সন হিউং-মিন।
নভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
১ মিনিট আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১৪ মিনিট আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
২৬ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
৩৯ মিনিট আগে