ক্রীড়া ডেস্ক
অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন আলজারি জোসেফ। পেয়েছিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞাও। অবশেষে তিনি পেলেন সুখবর। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে ফিরছেন তিনি।
সিরিজের শেষ তিন-টোয়েন্টির জন্য দলে তাই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। যে আলজারি জোসেফের ওপর নিষেধাজ্ঞা ছিল, তাঁকে নেওয়া হয়েছে শেষ তিন ম্যাচের দলে। জোসেফ সুখবর পেলেও আন্দ্রে রাসেল পেলেন দুঃসংবাদ। বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের দল থেকে বাদ পড়েছেন রাসেল। ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজে ৯ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই শুধু খেলেছেন তিনি।
রাসেলের বদলি হিসেবে শামার স্প্রিঙ্গারকে শেষ তিন টি-টোয়েন্টির জন্য নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন কেবল দুই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুই টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৭ রান ও পেয়েছেন ২ উইকেট। অন্যদিকে আলজারি জোসেফ ফেরায় বাদ পড়েছেন শামার জোসেফ।
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হয়েছে ৭ নভেম্বর। সেই ম্যাচে দফায় দফায় মাঠ ছেড়ে চলে যান জোসেফ। প্রথমবার করেছেন ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের শেষে। অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন জোসেফ। তারপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সের উইকেট নিয়ে কোনো রকম উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান।
সেদিন ইনিংসের চতুর্থ ওভার শেষ হওয়ার পর হোপের সঙ্গে কথা না বলে মাঠ ছেড়েই চলে গিয়েছিলেন তিনি। ডাগআউটে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বুঝিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চম ওভার ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিং করতে হয় ১০ জন নিয়েই। কারণ জোসেফ মাঠে এসেছিলেন ষষ্ঠ ওভারে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১৬ ও ১৭ নভেম্বর। শেষ দুই ম্যাচেরও ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ তিন টি-টোয়েন্টির দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, ম্যাথু ফোর্ড, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঞ্জার, এভিন লুইস, শাই হোপ
অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন আলজারি জোসেফ। পেয়েছিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞাও। অবশেষে তিনি পেলেন সুখবর। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে ফিরছেন তিনি।
সিরিজের শেষ তিন-টোয়েন্টির জন্য দলে তাই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। যে আলজারি জোসেফের ওপর নিষেধাজ্ঞা ছিল, তাঁকে নেওয়া হয়েছে শেষ তিন ম্যাচের দলে। জোসেফ সুখবর পেলেও আন্দ্রে রাসেল পেলেন দুঃসংবাদ। বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের দল থেকে বাদ পড়েছেন রাসেল। ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজে ৯ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই শুধু খেলেছেন তিনি।
রাসেলের বদলি হিসেবে শামার স্প্রিঙ্গারকে শেষ তিন টি-টোয়েন্টির জন্য নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন কেবল দুই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুই টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৭ রান ও পেয়েছেন ২ উইকেট। অন্যদিকে আলজারি জোসেফ ফেরায় বাদ পড়েছেন শামার জোসেফ।
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হয়েছে ৭ নভেম্বর। সেই ম্যাচে দফায় দফায় মাঠ ছেড়ে চলে যান জোসেফ। প্রথমবার করেছেন ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের শেষে। অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন জোসেফ। তারপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সের উইকেট নিয়ে কোনো রকম উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান।
সেদিন ইনিংসের চতুর্থ ওভার শেষ হওয়ার পর হোপের সঙ্গে কথা না বলে মাঠ ছেড়েই চলে গিয়েছিলেন তিনি। ডাগআউটে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বুঝিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চম ওভার ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিং করতে হয় ১০ জন নিয়েই। কারণ জোসেফ মাঠে এসেছিলেন ষষ্ঠ ওভারে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১৬ ও ১৭ নভেম্বর। শেষ দুই ম্যাচেরও ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ তিন টি-টোয়েন্টির দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, ম্যাথু ফোর্ড, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঞ্জার, এভিন লুইস, শাই হোপ
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
৭ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
৯ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১০ ঘণ্টা আগে