ক্রীড়া ডেস্ক
আইসিসি আনুষ্ঠানিকভাবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ না করায় টুর্নামেন্টটি নিয়ে শোনা যাচ্ছে নানা রকম কথাবার্তা। এরই মধ্যে খবর চাউর হয়েছে, টুর্নামেন্টে ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানের পরিবর্তে অন্য কোথাও খেলতে পারে। তাতে চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান—এই খবর বহু পুরোনো। কিন্তু ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দেখিয়ে ২০০৮ সালের পর পাকিস্তান সফরে যাচ্ছে না। চ্যাম্পিয়নস ট্রফি তাই ‘হাইব্রিড মডেলে’ আয়োজনের চিন্তাভাবনা চলছে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এক সূত্রের ভিত্তিতে জানা গেছে, ভারতের ম্যাচগুলো খুব সম্ভবত দুবাই, শারজাতে নেওয়ার চিন্তাভাবনা করছে পিসিবি। পাকিস্তান এই হাইব্রিড মডেলের প্রস্তাবনা নাকচ করে দিয়েছে দ্রুতই। দেশটির সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘শুধু পাকিস্তান ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে। ভারতের ম্যাচগুলো দুবাই বা শারজাতে আয়োজনের খবর ভিত্তিহীন।’ এক সূত্রকে উদ্ধৃত করেই এই খবর প্রচার করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো সরকারের থেকে পাকিস্তান সফর নিয়ে সবুজ সংকেত পায়নি। সেকারণে বিসিসিআই এখনো কিছু নিশ্চিত করে বলতে পারছে না এ ব্যাপারে। কিন্তু পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তানে’র গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, এমনকি বিসিসিআইকে ভারতীয় সরকারের থেকে লিখিত অনুমতি চাওয়ার জন্য পিসিবি চাপ দিয়েছে বলে শোনা গেছে। হ্যাঁ অথবা না-যেকোনো একটা উত্তর লিখিত আকারে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়ে ভারতকে দিতে হবে। পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিকের এক্স হ্যান্ডলে করা পোস্টের ভিত্তিতেই এমন প্রতিবেদন প্রকাশ করেছিল ক্রিকেট পাকিস্তান।
আইসিসি অবশ্য কোনো দেশের ক্রিকেট বোর্ডকে তাদের সরকারের নীতিমালার বিরুদ্ধে যাওয়ার জন্য চাপ দিতে পারবে না। এদিকে পিসিবি দ্রুতই চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করতে আইসিসিকে তাড়া দিচ্ছ। আগামী সপ্তাহে লাহোর যেতে পারেন আইসিসির উচ্চপদস্থ কয়েক কর্মকর্তা।করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি-এই তিন ভেন্যু প্রস্তাব করা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য। ভেন্যুগুলোর সংস্কার কার্যক্রম পুরোদমে চলছে। ৩০ ডিসেম্বর যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে সংস্কার কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। কয়েক মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ ফাঁস হওয়া সূচিতে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।
আইসিসি আনুষ্ঠানিকভাবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ না করায় টুর্নামেন্টটি নিয়ে শোনা যাচ্ছে নানা রকম কথাবার্তা। এরই মধ্যে খবর চাউর হয়েছে, টুর্নামেন্টে ভারত তাদের ম্যাচগুলো পাকিস্তানের পরিবর্তে অন্য কোথাও খেলতে পারে। তাতে চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান—এই খবর বহু পুরোনো। কিন্তু ভারতীয় ক্রিকেট দল নিরাপত্তার অজুহাত দেখিয়ে ২০০৮ সালের পর পাকিস্তান সফরে যাচ্ছে না। চ্যাম্পিয়নস ট্রফি তাই ‘হাইব্রিড মডেলে’ আয়োজনের চিন্তাভাবনা চলছে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এক সূত্রের ভিত্তিতে জানা গেছে, ভারতের ম্যাচগুলো খুব সম্ভবত দুবাই, শারজাতে নেওয়ার চিন্তাভাবনা করছে পিসিবি। পাকিস্তান এই হাইব্রিড মডেলের প্রস্তাবনা নাকচ করে দিয়েছে দ্রুতই। দেশটির সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘শুধু পাকিস্তান ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে। ভারতের ম্যাচগুলো দুবাই বা শারজাতে আয়োজনের খবর ভিত্তিহীন।’ এক সূত্রকে উদ্ধৃত করেই এই খবর প্রচার করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো সরকারের থেকে পাকিস্তান সফর নিয়ে সবুজ সংকেত পায়নি। সেকারণে বিসিসিআই এখনো কিছু নিশ্চিত করে বলতে পারছে না এ ব্যাপারে। কিন্তু পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তানে’র গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, এমনকি বিসিসিআইকে ভারতীয় সরকারের থেকে লিখিত অনুমতি চাওয়ার জন্য পিসিবি চাপ দিয়েছে বলে শোনা গেছে। হ্যাঁ অথবা না-যেকোনো একটা উত্তর লিখিত আকারে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়ে ভারতকে দিতে হবে। পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিকের এক্স হ্যান্ডলে করা পোস্টের ভিত্তিতেই এমন প্রতিবেদন প্রকাশ করেছিল ক্রিকেট পাকিস্তান।
আইসিসি অবশ্য কোনো দেশের ক্রিকেট বোর্ডকে তাদের সরকারের নীতিমালার বিরুদ্ধে যাওয়ার জন্য চাপ দিতে পারবে না। এদিকে পিসিবি দ্রুতই চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা করতে আইসিসিকে তাড়া দিচ্ছ। আগামী সপ্তাহে লাহোর যেতে পারেন আইসিসির উচ্চপদস্থ কয়েক কর্মকর্তা।করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি-এই তিন ভেন্যু প্রস্তাব করা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য। ভেন্যুগুলোর সংস্কার কার্যক্রম পুরোদমে চলছে। ৩০ ডিসেম্বর যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে সংস্কার কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। কয়েক মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ ফাঁস হওয়া সূচিতে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফি সবশেষ আয়োজিত হয়েছিল ২০১৭ সালে। লন্ডনের ওভালে সেই ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১০ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৩ ঘণ্টা আগে