পিএসএলে অবিক্রীত সাকিব-মোস্তাফিজ, পেশোয়ারে নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭: ০২
Thumbnail image
পেশোয়ারে নাহিদ রানা। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে অনেক বিদেশি তারকা ক্রিকেটার নাম লিখিয়েছেন। ডেভিড ওয়ার্নার-কেন উইলিয়ামসনের মতো তারকাদের সঙ্গে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানারা। ড্রাফটের সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে নাম ছিল সাকিব-মোস্তাফিজের। তবে আজ পিএসএলের নিলামে অবিক্রীতই থেকে গেছেন তাঁরা দুজন। কোনো দল সাকিব ও মোস্তাফিজকে কিনতে আগ্রহ দেখায়নি।

তবে সুখবর পেয়েছেন নাহিদ রানা। প্রথমবারের মতো পিএসএলে দল পেয়েছেন এই পেসার। গোল্ড ক্যাটাগরি থেকে তাঁকে দলে ভিড়িয়েছে পেশোয়ার ভিড়িয়েছে। গত বছর পাকিস্তান সফরে গতির ঝড় তুলেছিলেন নাহিদ। স্বাগতিকদের ধবলধোলাইয়ে তাঁর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। বিপিএলেও মুগ্ধ করছেন সবাইকে। পেশোয়ারের নজরেও তাই ছিলেন ভালো করেই।

প্রথম ডাকে দল না পেলেও সুযোগ শেষ হয়ে যায়নি সাকিব-মোস্তাফিজের। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে সুযোগ রয়েছে তাঁদের। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা রিশাদ হোসেন বিগ ব্যাশে দল পেলেও খেলতে যাননি। এই ক্যাটাগরিতে আরও আছেন তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব। তাদের কেউ ডাক পান কি না সেটাও দেখার অপেক্ষা।

সাকিব বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন সম্প্রতি। পাস করতে পারেননি দ্বিতীয় পরীক্ষাতেও। অর্ধেক সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফির দলেও রাখেনি বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোও হয়তো সেটি বিবেচনা করেই আগ্রহ দেখায়নি। সব মিলিয়ে বাংলাদেশি ৩৯ ক্রিকেটার পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত