ক্রীড়া ডেস্ক, ঢাকা
টি-টোয়েন্টির রমরমায় টেস্টের এখন করুণ দশা। ক্রিকেটের অভিজাত সংস্করণ প্রতিনিয়ত জৌলুস হারাচ্ছে। দিন দিন কমছে দর্শক। এ নিয়ে উদ্বিগ্ন কেভিন পিটারসেন এবার করলেন ভবিষ্যদ্বাণী। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানালেন পাঁচ বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে টেস্ট ক্রিকেট!
পিটারসেনের ধারণা, ২০২৬ সালের মধ্যে মাত্র পাঁচটি দেশ টেস্ট ক্রিকেট নিয়মিত খেলে যাবে। তাঁর এই তালিকায় নেই বাংলাদেশ। ৪১ বছর বয়সী তারকা বিবেচনায় রাখেননি প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ডকেও।
টুইটারে আজ পিটারসেন লিখেছেন, ‘কষ্টদায়ক মনে হলেও এটা ধীরে ধীরে ঘটবে। ২০২৬ সালে মাত্র কয়েকটি টেস্ট খেলুড়ে দেশ থাকবে। ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া এবং সম্ভবত দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান।’
পিটারসেনের শঙ্কাকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। বর্তমানে টেস্ট খেলুড়ে দলের সংখ্যা ১২। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত ছাড়া বাকি নয় দলের ম্যাচ চলাকালীন গ্যালারি থাকে ফাঁকা।
পরিসংখ্যানও টেস্টের হয়ে কথা বলছে না। গত পাঁচ বছরে টেস্টের চেয়ে তিন গুণ বেশি টি-টোয়েন্টি ম্য়াচ হয়েছে। ২০১৬ সাল থেকে কুড়ি ওভারের ম্যাচ হয়েছে ১২২২ টি। ওয়ানডে হয়েছে ১০৮০ টি। অন্যদিকে টেস্ট ম্যাচ হয়েছে ৪২৬ টি।
টি-টোয়েন্টির রমরমায় টেস্টের এখন করুণ দশা। ক্রিকেটের অভিজাত সংস্করণ প্রতিনিয়ত জৌলুস হারাচ্ছে। দিন দিন কমছে দর্শক। এ নিয়ে উদ্বিগ্ন কেভিন পিটারসেন এবার করলেন ভবিষ্যদ্বাণী। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানালেন পাঁচ বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে টেস্ট ক্রিকেট!
পিটারসেনের ধারণা, ২০২৬ সালের মধ্যে মাত্র পাঁচটি দেশ টেস্ট ক্রিকেট নিয়মিত খেলে যাবে। তাঁর এই তালিকায় নেই বাংলাদেশ। ৪১ বছর বয়সী তারকা বিবেচনায় রাখেননি প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ডকেও।
টুইটারে আজ পিটারসেন লিখেছেন, ‘কষ্টদায়ক মনে হলেও এটা ধীরে ধীরে ঘটবে। ২০২৬ সালে মাত্র কয়েকটি টেস্ট খেলুড়ে দেশ থাকবে। ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া এবং সম্ভবত দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান।’
পিটারসেনের শঙ্কাকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। বর্তমানে টেস্ট খেলুড়ে দলের সংখ্যা ১২। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত ছাড়া বাকি নয় দলের ম্যাচ চলাকালীন গ্যালারি থাকে ফাঁকা।
পরিসংখ্যানও টেস্টের হয়ে কথা বলছে না। গত পাঁচ বছরে টেস্টের চেয়ে তিন গুণ বেশি টি-টোয়েন্টি ম্য়াচ হয়েছে। ২০১৬ সাল থেকে কুড়ি ওভারের ম্যাচ হয়েছে ১২২২ টি। ওয়ানডে হয়েছে ১০৮০ টি। অন্যদিকে টেস্ট ম্যাচ হয়েছে ৪২৬ টি।
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১ few সেকেন্ড আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১৩ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
২৬ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগে