ক্রীড়া ডেস্ক
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই দল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই বিসিবি জানিয়েছিল, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শান্ত। আজ তারা জানিয়েছে, শান্তর বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন শাহাদাত হোসেন দিপু।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ কুঁচকিতে চোট পান শান্ত। এ জন্য গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি।
গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত খেলেছেন ৪ টেস্ট। সব মিলিয়ে করেছেন ১১৮ রান, গড় ১৪.৭৫। সবশেষ টেস্ট খেলেছেন চলতি বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দারুণ এক সেঞ্চুরিও পেয়েছেন দিপু (১১৬)। তবে মৌসুমটা ভালো যাচ্ছে না তাঁরা। ৮ ইনিংসের তিনবার আউট হয়েছেন রানের খাতা খোলা আগেই।
২২ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ নভেম্বর জামাইকায় শুরু হবে দ্বিতীয় ও শেষে টেস্ট। তারপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
শান্তর চোট প্রসঙ্গে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল বলেছেন, ‘শান্তর শারজায় গতকাল (পরশু) এমআরআই হয়েছে। দলের ফিজিওর রিপোর্ট পেয়েছি। স্ক্যান পরীক্ষায় গ্রেড টু এর চোট ধরা পড়েছে। এখন তার বিশ্রাম ও পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ, কোথাও তাকে পাওয়া যাবে না। দুই সপ্তাহ পর তার অবস্থা মূল্যায়ন করে দেখব। আরব আমিরাত থেকে দেশে ফেরার পর পুনর্বাসনপ্রক্রিয়ার কাজ চালিয়ে যাবেন।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই দল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই বিসিবি জানিয়েছিল, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শান্ত। আজ তারা জানিয়েছে, শান্তর বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন শাহাদাত হোসেন দিপু।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ কুঁচকিতে চোট পান শান্ত। এ জন্য গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি।
গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত খেলেছেন ৪ টেস্ট। সব মিলিয়ে করেছেন ১১৮ রান, গড় ১৪.৭৫। সবশেষ টেস্ট খেলেছেন চলতি বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে দারুণ এক সেঞ্চুরিও পেয়েছেন দিপু (১১৬)। তবে মৌসুমটা ভালো যাচ্ছে না তাঁরা। ৮ ইনিংসের তিনবার আউট হয়েছেন রানের খাতা খোলা আগেই।
২২ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ নভেম্বর জামাইকায় শুরু হবে দ্বিতীয় ও শেষে টেস্ট। তারপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
শান্তর চোট প্রসঙ্গে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল বলেছেন, ‘শান্তর শারজায় গতকাল (পরশু) এমআরআই হয়েছে। দলের ফিজিওর রিপোর্ট পেয়েছি। স্ক্যান পরীক্ষায় গ্রেড টু এর চোট ধরা পড়েছে। এখন তার বিশ্রাম ও পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ, কোথাও তাকে পাওয়া যাবে না। দুই সপ্তাহ পর তার অবস্থা মূল্যায়ন করে দেখব। আরব আমিরাত থেকে দেশে ফেরার পর পুনর্বাসনপ্রক্রিয়ার কাজ চালিয়ে যাবেন।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
৭ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১০ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১০ ঘণ্টা আগে