ক্রীড়া ডেস্ক
দুঃসময় যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—গত দুই মাসে তিন সংস্করণেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হতশ্রী পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও দুঃসংবাদ শুনল এশিয়ার দলটি।
শারজায় গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানরা ২-১ ব্যবধানে জয়ের পরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে জায়গা অদলবদল হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সংস্করণে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে। বাংলাদেশের যখন অবনতি, তখন উন্নতি হয়েছে আফগানিস্তানের। এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ওয়ানডেতে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের সেটা ছিল ৮৪। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর হাশমাতুল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, রশিদ খানদের নিয়ে গড়া আফগানদের পয়েন্ট হয়েছে ৮৫। সমান ৮৫ পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের দল এখন ৯ নম্বরে অবস্থান করছে।
আইসিসির সদ্য হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে পরিবর্তন শুধু বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গা পরিবর্তন।১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের রেটিং ১১৩ ও ১০৯। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৫। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে।
পাকিস্তানকে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮ ম্যাচ হেরেছিল। ভারতের কাছে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার কাছে ২ টেস্টের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও হারে বাংলাদেশ। যেখানে শারজায় গত ৬ নভেম্বর ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৯ নভেম্বর আফগানদের ৬৮ রানে হারিয়ে সমতায় ফেরে শান্ত-মিরাজদের বাংলাদেশ। তবে গতকাল শেষ ওয়ানডের আগে শান্ত ছিটকে গেলে নেতৃত্বের গুরুদায়িত্ব পড়ে মিরাজের কাঁধে। বাংলাদেশ হারলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে মিরাজ ভালো করেছেন।
আরও পড়ুন:
দুঃসময় যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—গত দুই মাসে তিন সংস্করণেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হতশ্রী পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও দুঃসংবাদ শুনল এশিয়ার দলটি।
শারজায় গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানরা ২-১ ব্যবধানে জয়ের পরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে জায়গা অদলবদল হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সংস্করণে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে। বাংলাদেশের যখন অবনতি, তখন উন্নতি হয়েছে আফগানিস্তানের। এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ওয়ানডেতে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের সেটা ছিল ৮৪। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর হাশমাতুল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, রশিদ খানদের নিয়ে গড়া আফগানদের পয়েন্ট হয়েছে ৮৫। সমান ৮৫ পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের দল এখন ৯ নম্বরে অবস্থান করছে।
আইসিসির সদ্য হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে পরিবর্তন শুধু বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গা পরিবর্তন।১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের রেটিং ১১৩ ও ১০৯। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৫। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে।
পাকিস্তানকে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮ ম্যাচ হেরেছিল। ভারতের কাছে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার কাছে ২ টেস্টের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও হারে বাংলাদেশ। যেখানে শারজায় গত ৬ নভেম্বর ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৯ নভেম্বর আফগানদের ৬৮ রানে হারিয়ে সমতায় ফেরে শান্ত-মিরাজদের বাংলাদেশ। তবে গতকাল শেষ ওয়ানডের আগে শান্ত ছিটকে গেলে নেতৃত্বের গুরুদায়িত্ব পড়ে মিরাজের কাঁধে। বাংলাদেশ হারলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে মিরাজ ভালো করেছেন।
আরও পড়ুন:
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১০ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৩ ঘণ্টা আগে