ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য দুই দিন আগে দল ঘোষণা করেছে ভারত। ১৮ সদস্যের দলে দুই নতুন মুখ—ফাস্ট বোলার হারশিত রানা ও ব্যাটার অভিমন্যু ঈশ্বরন। এই সফরে ডাক পেতে কী কষ্টটাই না করতে হয়েছে রানাকে।
আজ এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের এই বোলার ভারত দলে ডাক পেতে ১৭ কেজি ওজন কমিয়েছেন। কষ্ট করেছেন রানার বাবাও। ছেলেকে ফিট দেখতে নির্ঘুম রাত কেটেছে তাঁর বাবারও।
২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত। মোহাম্মদ শামি ফিট হয়ে উঠলে হয়তো এই সফরে যাওয়া হতো না রানার। তবে বোর্ডার-গাভাস্কার সিরিজেও নেই ভারতের এই অভিজ্ঞ পেসার। তাঁর পরিবর্তে জায়গা পেয়েছেন রানা। কলকাতা ফ্র্যাঞ্চাইজিতে কোচ গৌতম গম্ভীরের অধীনে আগেও খেলেছেন ২২ বছর বয়সী এই ফাস্ট বোলার।
তারপরও রানার ডাক পাওয়াটা অত সহজ ছিল না। ওজনের কারণে ফিটনেস নিয়ে চিন্তিত ছিলেন তিনি। তবে যোদ্ধার মতো কষ্ট করে গেছেন। ফিটনেস ফেরাতে কঠোর পরিশ্রম করেছেন। বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য শরীর থেকে ঝেড়ে ফেলেছেন ১৭ কেজি। সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্সও দেখাতে হয়েছে। দুলিপ ট্রফিতে ভারত ‘ডি’ দলের হয়ে নিয়েছেন ৮ উইকেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট দলে জায়গা কীভাবে পেলেন সেটি নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে রানা বলেন, ‘দল ম্যানেজমেন্ট আমার কর্মভার (ওয়ার্কলোড) দেখেছে। আমি ভারতের হয়ে খেলতে চাই। হোক সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট ম্যাচ। আমি নিজেকে তিন সংস্করণের বোলার হিসেবে দেখতে চাই।’
আর ১০ জন ভারতীয় কিশোরের মতন ক্রিকেট দেখে, ভালোবেসে বেড়ে ওটা রানার। ছেলের এত দূর আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন তাঁর বাবা প্রদীপ রানাও। রানার বিভিন্ন চোটে নির্ঘুম রাত কেটেছে তাঁর বাবার। এ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রদীপ বলেছেন, ‘তার (রানা) শরীরের প্রতিটি অংশ চোটে পড়েছে। ওই সময় আমি তাকে অনেকবার হাসপাতালে নিয়ে গেছি। বুঝতে চেষ্টা করেছি কেন সে ভেঙে পড়ে। আমি সবকিছু করেছি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য দুই দিন আগে দল ঘোষণা করেছে ভারত। ১৮ সদস্যের দলে দুই নতুন মুখ—ফাস্ট বোলার হারশিত রানা ও ব্যাটার অভিমন্যু ঈশ্বরন। এই সফরে ডাক পেতে কী কষ্টটাই না করতে হয়েছে রানাকে।
আজ এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের এই বোলার ভারত দলে ডাক পেতে ১৭ কেজি ওজন কমিয়েছেন। কষ্ট করেছেন রানার বাবাও। ছেলেকে ফিট দেখতে নির্ঘুম রাত কেটেছে তাঁর বাবারও।
২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত। মোহাম্মদ শামি ফিট হয়ে উঠলে হয়তো এই সফরে যাওয়া হতো না রানার। তবে বোর্ডার-গাভাস্কার সিরিজেও নেই ভারতের এই অভিজ্ঞ পেসার। তাঁর পরিবর্তে জায়গা পেয়েছেন রানা। কলকাতা ফ্র্যাঞ্চাইজিতে কোচ গৌতম গম্ভীরের অধীনে আগেও খেলেছেন ২২ বছর বয়সী এই ফাস্ট বোলার।
তারপরও রানার ডাক পাওয়াটা অত সহজ ছিল না। ওজনের কারণে ফিটনেস নিয়ে চিন্তিত ছিলেন তিনি। তবে যোদ্ধার মতো কষ্ট করে গেছেন। ফিটনেস ফেরাতে কঠোর পরিশ্রম করেছেন। বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য শরীর থেকে ঝেড়ে ফেলেছেন ১৭ কেজি। সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্সও দেখাতে হয়েছে। দুলিপ ট্রফিতে ভারত ‘ডি’ দলের হয়ে নিয়েছেন ৮ উইকেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট দলে জায়গা কীভাবে পেলেন সেটি নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে রানা বলেন, ‘দল ম্যানেজমেন্ট আমার কর্মভার (ওয়ার্কলোড) দেখেছে। আমি ভারতের হয়ে খেলতে চাই। হোক সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট ম্যাচ। আমি নিজেকে তিন সংস্করণের বোলার হিসেবে দেখতে চাই।’
আর ১০ জন ভারতীয় কিশোরের মতন ক্রিকেট দেখে, ভালোবেসে বেড়ে ওটা রানার। ছেলের এত দূর আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন তাঁর বাবা প্রদীপ রানাও। রানার বিভিন্ন চোটে নির্ঘুম রাত কেটেছে তাঁর বাবার। এ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রদীপ বলেছেন, ‘তার (রানা) শরীরের প্রতিটি অংশ চোটে পড়েছে। ওই সময় আমি তাকে অনেকবার হাসপাতালে নিয়ে গেছি। বুঝতে চেষ্টা করেছি কেন সে ভেঙে পড়ে। আমি সবকিছু করেছি।’
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১৪ মিনিট আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
২৬ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
৩৯ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১৩ ঘণ্টা আগে