ক্রীড়া ডেস্ক
কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে উইকেট বৃষ্টির দিনে ম্যাচ জিতে নিল চট্টগ্রাম। আজ জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনে চট্টগ্রাম-বরিশালের ম্যাচে উইকেট পড়েছে ১৯টি। তবে একদিন হাতে রেখে ৮ উইকেটে চলতি মৌসুমে প্রথম জয় পেল চট্টগ্রাম। বরিশালের দেওয়া ৮৩ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়ে তাড়া করেছে তারা।
চট্টগ্রামের বাঁহাতি স্পিনার মো. আশরাফুল হাসান প্রথম ইনিংসেও নিয়েছিলেন বরিশালের ৪টি উইকেট। তারপরও স্কোরে জমা করেছিল তারা ৩১৮ রান। দারুণ জবাব দিয়েছে চট্টগ্রামও। আগের দিনের ৩ উইকেটে ২০২ রান থেকে আজ তাদের প্রথম ইনিংস থামে ৩১৩ রানে। ৫ রানের লিড পায় বরিশাল।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আর থিতু হতে পারল না বরিশাল। দুর্দান্ত ঘূর্ণি জাদুতে আশরাফুল নাচালেন তাদের। এ বাঁহাতি স্পিনার ২২ রানে ৬ উইকেট নিয়ে বরিশালকে গুটিয়ে দেন ৭৭ রানে। আরেক স্পিনার নাইম হাসানও নিয়েছেন ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ম্যাচসেরা আশরাফুলের শিকার ১০ উইকেট। ৮৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্রুত ২ উইকেট হারায় চট্টগ্রাম। তবে পারভেজ হোসেন ইমনের ৩০ বলে ৪৬ রানের কল্যাণে সহজ জয়ই পায় তারা।
সিলেটে আগের দিনের ৬ উইকেটে ২৫৪ রান থেকে গতকাল ব্যাটিংয়ে নেমে ৩১৫ রান থামে ঢাকার প্রথম ইনিংস। ১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান তুলেছে ঢাকা মহানগর। তাদের লিড এখন পর্যন্ত ১৭৫ রান। ৮২ রানে ফিরেছেন আমিনুল ইসলাম বিপ্লব।
রাজশাহীতে জয়ের সুবাস নিয়ে আজ শেষ দিন মাঠে নামবে রংপুর। প্রথম ইনিংসে রংপুর ও রাজশাহীর স্কোর ছিল সমান ১৮৯। দ্বিতীয় ইনিংসে রংপুর করেছে ২৬২ রান। ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৬২ রান করেছে রাজশাহী।
কক্সবাজারে আরেক ম্যাচে খুলনার বিপক্ষে ২২৩ রানের লিড পেয়েছে সিলেট। প্রথম ইনিংসে ৪৯৬ রান করেছিল তারা। বিপরীতে আজ ২৭৩ রানে অলআউট হয়ে গেছে খুলনা। ৮৮ রানে ফিরে সেঞ্চুরির আক্ষেপে পুড়লেন এনামুল হক বিজয়।
কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে উইকেট বৃষ্টির দিনে ম্যাচ জিতে নিল চট্টগ্রাম। আজ জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনে চট্টগ্রাম-বরিশালের ম্যাচে উইকেট পড়েছে ১৯টি। তবে একদিন হাতে রেখে ৮ উইকেটে চলতি মৌসুমে প্রথম জয় পেল চট্টগ্রাম। বরিশালের দেওয়া ৮৩ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়ে তাড়া করেছে তারা।
চট্টগ্রামের বাঁহাতি স্পিনার মো. আশরাফুল হাসান প্রথম ইনিংসেও নিয়েছিলেন বরিশালের ৪টি উইকেট। তারপরও স্কোরে জমা করেছিল তারা ৩১৮ রান। দারুণ জবাব দিয়েছে চট্টগ্রামও। আগের দিনের ৩ উইকেটে ২০২ রান থেকে আজ তাদের প্রথম ইনিংস থামে ৩১৩ রানে। ৫ রানের লিড পায় বরিশাল।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আর থিতু হতে পারল না বরিশাল। দুর্দান্ত ঘূর্ণি জাদুতে আশরাফুল নাচালেন তাদের। এ বাঁহাতি স্পিনার ২২ রানে ৬ উইকেট নিয়ে বরিশালকে গুটিয়ে দেন ৭৭ রানে। আরেক স্পিনার নাইম হাসানও নিয়েছেন ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ম্যাচসেরা আশরাফুলের শিকার ১০ উইকেট। ৮৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্রুত ২ উইকেট হারায় চট্টগ্রাম। তবে পারভেজ হোসেন ইমনের ৩০ বলে ৪৬ রানের কল্যাণে সহজ জয়ই পায় তারা।
সিলেটে আগের দিনের ৬ উইকেটে ২৫৪ রান থেকে গতকাল ব্যাটিংয়ে নেমে ৩১৫ রান থামে ঢাকার প্রথম ইনিংস। ১১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান তুলেছে ঢাকা মহানগর। তাদের লিড এখন পর্যন্ত ১৭৫ রান। ৮২ রানে ফিরেছেন আমিনুল ইসলাম বিপ্লব।
রাজশাহীতে জয়ের সুবাস নিয়ে আজ শেষ দিন মাঠে নামবে রংপুর। প্রথম ইনিংসে রংপুর ও রাজশাহীর স্কোর ছিল সমান ১৮৯। দ্বিতীয় ইনিংসে রংপুর করেছে ২৬২ রান। ২৬৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৬২ রান করেছে রাজশাহী।
কক্সবাজারে আরেক ম্যাচে খুলনার বিপক্ষে ২২৩ রানের লিড পেয়েছে সিলেট। প্রথম ইনিংসে ৪৯৬ রান করেছিল তারা। বিপরীতে আজ ২৭৩ রানে অলআউট হয়ে গেছে খুলনা। ৮৮ রানে ফিরে সেঞ্চুরির আক্ষেপে পুড়লেন এনামুল হক বিজয়।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১০ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৩ ঘণ্টা আগে