নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রংপুর রাইডার্সের কাছে রুদ্ধশ্বাসরুদ্ধকর ম্যাচ হেরে যাওয়ার পর দুঃসংবাদ পেলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আচরণবিধি ভঙ্গের শাস্তি পেয়েছেন তামিম। বরিশাল অধিনায়কের নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্ট।
বরিশাল-রংপুর ম্যাচের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল আজকের পত্রিকাকে আজ তামিমের শাস্তির কথা নিশ্চিত করেছেন। বরিশাল অধিনায়ক তামিম একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবং তাঁকে সতর্কও করা হয়েছে।মাঠের দুই আম্পায়ার আলি আরমান ও আসিফ ইয়াকুব অভিযোগ করেছেন রাহুলের কাছে। আচরণবিধির ২.৬ অনুচ্ছদের এক নম্বর ধারা ভঙ্গের কারণে তামিমকে শাস্তি দেওয়া বলে জানিয়েছেন রাহুল। তামিম ছাড়াও অন্য কেউ শাস্তি পেয়েছেন কি না, সেই প্রশ্নের উত্তরে রাহুল জানিয়েছেন, আর কোনো ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি। দোষ তামিম শিকার করে নিয়েছেন বলে আর শুনানির প্রয়োজন হয়নি।
অ্যালেক্স হেলসের সঙ্গে ব্যক্তিগত ঝামেলা থেকেই তামিমের তুমুল বাকবিতণ্ডার ঘটনা গতকাল ঘটেছে। ম্যাচ শেষে তামিম তেড়ে যান রংপুরের ডাগআউটের দিকে। সিলেট স্টেডিয়াম তখন এতটাই উত্তপ্ত হয়েছিল যে তাঁদের (তামিম-হেলস) থামাতে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিমের পাশাপাশি সোহান-শেখ মেহেদীকেও এগিয়ে আসতে হয়েছে। ম্যাচ শেষে হাত মেলানোর সময় রংপুরের হেলসের আপত্তিকর মুখভঙ্গির কারণেই নাকি তামিমের মেজাজ গরম হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার যেন বোঝাতে চাইলেন, দূর থেকে নয়। কথাবার্তা হবে সামনাসামনি। তামিমও আজ ঢাকা চলে এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রংপুর রাইডার্সের কাছে রুদ্ধশ্বাসরুদ্ধকর ম্যাচ হেরে যাওয়ার পর দুঃসংবাদ পেলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আচরণবিধি ভঙ্গের শাস্তি পেয়েছেন তামিম। বরিশাল অধিনায়কের নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্ট।
বরিশাল-রংপুর ম্যাচের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল আজকের পত্রিকাকে আজ তামিমের শাস্তির কথা নিশ্চিত করেছেন। বরিশাল অধিনায়ক তামিম একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবং তাঁকে সতর্কও করা হয়েছে।মাঠের দুই আম্পায়ার আলি আরমান ও আসিফ ইয়াকুব অভিযোগ করেছেন রাহুলের কাছে। আচরণবিধির ২.৬ অনুচ্ছদের এক নম্বর ধারা ভঙ্গের কারণে তামিমকে শাস্তি দেওয়া বলে জানিয়েছেন রাহুল। তামিম ছাড়াও অন্য কেউ শাস্তি পেয়েছেন কি না, সেই প্রশ্নের উত্তরে রাহুল জানিয়েছেন, আর কোনো ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি। দোষ তামিম শিকার করে নিয়েছেন বলে আর শুনানির প্রয়োজন হয়নি।
অ্যালেক্স হেলসের সঙ্গে ব্যক্তিগত ঝামেলা থেকেই তামিমের তুমুল বাকবিতণ্ডার ঘটনা গতকাল ঘটেছে। ম্যাচ শেষে তামিম তেড়ে যান রংপুরের ডাগআউটের দিকে। সিলেট স্টেডিয়াম তখন এতটাই উত্তপ্ত হয়েছিল যে তাঁদের (তামিম-হেলস) থামাতে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিমের পাশাপাশি সোহান-শেখ মেহেদীকেও এগিয়ে আসতে হয়েছে। ম্যাচ শেষে হাত মেলানোর সময় রংপুরের হেলসের আপত্তিকর মুখভঙ্গির কারণেই নাকি তামিমের মেজাজ গরম হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার যেন বোঝাতে চাইলেন, দূর থেকে নয়। কথাবার্তা হবে সামনাসামনি। তামিমও আজ ঢাকা চলে এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিসিবির কাছে তামিম ইকবাল কিছুটা সময় চেয়েছিলেন। যদিও নানা সূত্রে জানা যাচ্ছিল, তিনি আর জাতীয় দলে ফিরবেনই না। গুঞ্জনই সত্য, তামিম আজ আরেকবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, তাঁর জাতীয় দলের অধ্যায় চিরতরে শেষ।
১ ঘণ্টা আগেআগের পাঁচ ম্যাচের সব কটিতেই হেরেছিল ঢাকা ক্যাপিটাল। আর তিন ম্যাচের তিনটিতে হার সিলেট স্ট্রাইকার্সের। তাই গতকাল দুই দলের লড়াইটি ছিল প্রথম জয় পাওয়ার। পয়েন্ট টেবিলের নিচে থাকা দুই দলের এই লড়াইয়ে জিতেছে সিলেট। ৩ উইকেটে ঢাকাকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে স্বাগতিকেরা। সিলেট স্ট্রাইকার্সের ১৯৩ রান তাড়া কর
১ ঘণ্টা আগেবিপিএলে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই ফেরেন। বল হাতে উইকেট পেয়েছিলেন ১টি। এনসিএল টি-টোয়েন্টি লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে যে তাণ্ডব দেখিয়েছিলেন, সে বিবেচনায় বিপিএলে এখন পর্যন্ত প্রত্যাশা ততটা মেটাতে পারেননি জিসান আলম। তবে ধীরে ধীরে কার্যকর ভূমিকা রাখতে শুরু করেছেন এ অলরাউন্ডার।
২ ঘণ্টা আগেধীরে ধীরে পয়েন্ট টেবিলের ওপরের দিকে এগোচ্ছে বসুন্ধরা কিংস। আজ কিংস অ্যারেনায় ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা ফকিরেরপুলকে। এ জয়ে মূল্যবান আরও ৩ পয়েন্ট অর্জন করল বর্তমান চ্যাম্পিয়নরা। তারা টেবিলের চারে ওঠায় পাঁচে নেমে গেল আবাহনী। যদিও কিংসের চেয়ে এক ম্যাচ কম খেলেছে মারুফুল হকের দল। তবে আবাহনী আর কিংসের..
৩ ঘণ্টা আগে