নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আগের পাঁচ ম্যাচের সব কটিতেই হেরেছিল ঢাকা ক্যাপিটাল। আর তিন ম্যাচের তিনটিতে হার সিলেট স্ট্রাইকার্সের। তাই গতকাল দুই দলের লড়াইটি ছিল প্রথম জয় পাওয়ার। পয়েন্ট টেবিলের নিচে থাকা দুই দলের এই লড়াইয়ে জিতেছে সিলেট। ৩ উইকেটে ঢাকাকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে স্বাগতিকেরা। সিলেট স্ট্রাইকার্সের ১৯৩ রান তাড়া করতে এসে ৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই জিতে যায় স্বাগতিক সিলেট।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেটের। ৪২ রান তুলতেই তারা হারিয়ে ফেলে রাকিম কর্নওয়াল (০), জর্জ মানসি (১১) ও অ্যারন জোন্সকে (১৪)। এরপর অবশ্য নাহিদুল ইসলামকে নিয়ে ২৬ বলে ৪৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন জাকির হাসান। নাহিদুলের (১১) বিদায়ে ভাঙে এই জুটি। ২৭ বলে ৫৮ রান করে এক সময় আউট হয়ে যান জাকিরও। ৭টি চার ও ৩টি ছক্কায় সাজানো তাঁর ইনিংসটির স্ট্রাইকরেট ২১৪. ৮১। তাঁর বিদায়ের সময় সিলেটের রান ছিল ৯.৩ ওভারে ১০৯। উইকেট হারাতে থাকলেও আস্কিং রানরেটের চেয়ে প্রায়ই সময়ই সিলেটের রানরেট বেশি থেকেছে। যা পরের ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছে। পরে রনি তালুকদার ২০ বলে ৩০ রান, জাকের আলী ১৭ বলে ২৪, আরিফুল হক ১৫ বলে ২৮ রান করলে ৮ বল হাতে রেখেই জিতে যায় সিলেট। সিলেটের প্রথম জয়ে ৬ ম্যাচের ছয়টিতেই হারল ঢাকা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান করে ঢাকা ক্যাপিটাল। চলতি বিপিএলে এটাই তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। তাদের আগের সর্বোচ্চ ছিল ১৭৭ রান, যা তারা করেছিল চিটাগং কিংসের বিপক্ষে। ঢাকার এই রেকর্ড স্কোরের পেছনে বড় অবদান লিটন দাসের; যিনি আগের ম্যাচগুলোয় রানের জন্য মাথা কুটেছেন। আগের চারটি ম্যাচে তাঁর স্কোর ছিল ৩১,০, ২ ও ৯ রান। তবে বাজে সময় কাটিয়ে গতকাল রানে ফিরেছেন লিটন; হেসেছে তাঁর ব্যাট। ওপেনিংয়ে এসে ৪৩ বলে করেছেন ৭৩ রান। ১০টি চার ও ১টি ছয়ে সাজানো তাঁর এই ইনিংসের স্ট্রাইকরেট ১৬৯.৭৬।
শেষ পর্যন্ত বড় রান পেলেও শুরুটা বাজে হয়েছিল ঢাকার। দলীয় ৭ রানে তানজিদ তামিমের (৬) বিদায়। এরপর লিটন ও মুনিম শাহরিয়ারের ১২৯ রানের জুটি। ৮৮ বলে খেলা তাঁদের এই জুটিই ঢাকার বড় স্কোরের ভিত গড়ে দেয়। মুনিমের বিদায়ে ভাঙে এই জুটি। তবে আউট হওয়ার আগে ৪৭ বলে ৫২ রান করেন তিনি। মুনিম শাহরিয়ার ও লিটন দাসের ফিফটির সুবাদে ঢাকা ক্যাপিটাল তোলে ১৯৩ রান। বল হাতে সবচেয়ে সফল রাকিম কর্নওয়াল; ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট।
আগের পাঁচ ম্যাচের সব কটিতেই হেরেছিল ঢাকা ক্যাপিটাল। আর তিন ম্যাচের তিনটিতে হার সিলেট স্ট্রাইকার্সের। তাই গতকাল দুই দলের লড়াইটি ছিল প্রথম জয় পাওয়ার। পয়েন্ট টেবিলের নিচে থাকা দুই দলের এই লড়াইয়ে জিতেছে সিলেট। ৩ উইকেটে ঢাকাকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে স্বাগতিকেরা। সিলেট স্ট্রাইকার্সের ১৯৩ রান তাড়া করতে এসে ৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই জিতে যায় স্বাগতিক সিলেট।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেটের। ৪২ রান তুলতেই তারা হারিয়ে ফেলে রাকিম কর্নওয়াল (০), জর্জ মানসি (১১) ও অ্যারন জোন্সকে (১৪)। এরপর অবশ্য নাহিদুল ইসলামকে নিয়ে ২৬ বলে ৪৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন জাকির হাসান। নাহিদুলের (১১) বিদায়ে ভাঙে এই জুটি। ২৭ বলে ৫৮ রান করে এক সময় আউট হয়ে যান জাকিরও। ৭টি চার ও ৩টি ছক্কায় সাজানো তাঁর ইনিংসটির স্ট্রাইকরেট ২১৪. ৮১। তাঁর বিদায়ের সময় সিলেটের রান ছিল ৯.৩ ওভারে ১০৯। উইকেট হারাতে থাকলেও আস্কিং রানরেটের চেয়ে প্রায়ই সময়ই সিলেটের রানরেট বেশি থেকেছে। যা পরের ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছে। পরে রনি তালুকদার ২০ বলে ৩০ রান, জাকের আলী ১৭ বলে ২৪, আরিফুল হক ১৫ বলে ২৮ রান করলে ৮ বল হাতে রেখেই জিতে যায় সিলেট। সিলেটের প্রথম জয়ে ৬ ম্যাচের ছয়টিতেই হারল ঢাকা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান করে ঢাকা ক্যাপিটাল। চলতি বিপিএলে এটাই তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। তাদের আগের সর্বোচ্চ ছিল ১৭৭ রান, যা তারা করেছিল চিটাগং কিংসের বিপক্ষে। ঢাকার এই রেকর্ড স্কোরের পেছনে বড় অবদান লিটন দাসের; যিনি আগের ম্যাচগুলোয় রানের জন্য মাথা কুটেছেন। আগের চারটি ম্যাচে তাঁর স্কোর ছিল ৩১,০, ২ ও ৯ রান। তবে বাজে সময় কাটিয়ে গতকাল রানে ফিরেছেন লিটন; হেসেছে তাঁর ব্যাট। ওপেনিংয়ে এসে ৪৩ বলে করেছেন ৭৩ রান। ১০টি চার ও ১টি ছয়ে সাজানো তাঁর এই ইনিংসের স্ট্রাইকরেট ১৬৯.৭৬।
শেষ পর্যন্ত বড় রান পেলেও শুরুটা বাজে হয়েছিল ঢাকার। দলীয় ৭ রানে তানজিদ তামিমের (৬) বিদায়। এরপর লিটন ও মুনিম শাহরিয়ারের ১২৯ রানের জুটি। ৮৮ বলে খেলা তাঁদের এই জুটিই ঢাকার বড় স্কোরের ভিত গড়ে দেয়। মুনিমের বিদায়ে ভাঙে এই জুটি। তবে আউট হওয়ার আগে ৪৭ বলে ৫২ রান করেন তিনি। মুনিম শাহরিয়ার ও লিটন দাসের ফিফটির সুবাদে ঢাকা ক্যাপিটাল তোলে ১৯৩ রান। বল হাতে সবচেয়ে সফল রাকিম কর্নওয়াল; ২৭ রানে নিয়েছেন ৩ উইকেট।
বিসিবির কাছে তামিম ইকবাল কিছুটা সময় চেয়েছিলেন। যদিও নানা সূত্রে জানা যাচ্ছিল, তিনি আর জাতীয় দলে ফিরবেন না। গুঞ্জনই সত্য হলো, তামিম আজ আরেকবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, তাঁর জাতীয় দলের অধ্যায় শেষ।
৫ ঘণ্টা আগেবিপিএলে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই ফেরেন। বল হাতে উইকেট পেয়েছিলেন ১টি। এনসিএল টি-টোয়েন্টি লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে যে তাণ্ডব দেখিয়েছিলেন, সে বিবেচনায় বিপিএলে এখন পর্যন্ত প্রত্যাশা ততটা মেটাতে পারেননি জিসান আলম। তবে ধীরে ধীরে কার্যকর ভূমিকা রাখতে শুরু করেছেন এ অলরাউন্ডার।
৬ ঘণ্টা আগেধীরে ধীরে পয়েন্ট টেবিলের ওপরের দিকে এগোচ্ছে বসুন্ধরা কিংস। আজ কিংস অ্যারেনায় ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা ফকিরেরপুলকে। এ জয়ে মূল্যবান আরও ৩ পয়েন্ট অর্জন করল বর্তমান চ্যাম্পিয়নরা। তারা টেবিলের চারে ওঠায় পাঁচে নেমে গেল আবাহনী। যদিও কিংসের চেয়ে এক ম্যাচ কম খেলেছে মারুফুল হকের দল। তবে আবাহনী আর কিংসের..
৭ ঘণ্টা আগে