ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। হারটা ঠিক মেনে নিতে পারছেন না ভারত সমর্থকেরা। ম্যাচে ৪ ওভারে ৪৩ রান দেওয়ায় পেসার মোহাম্মদ শামি কাঠগড়ায় তুলেছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন শামি।
পাকিস্তানের বিপক্ষে খরুচে বোলিংয়ের কারণে তার ধর্ম নিয়ে কটূক্তিও করেছেন অনেক উগ্র সমর্থক। এই সমর্থকদের অনেকে তাঁকে বলছেন ‘পাকিস্তানি’। ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে বলা হচ্ছে তাঁকে। এই অবস্থায় নিজ দেশের বর্তমান-সাবেক ক্রিকেটারদের সমর্থন-ভালোবাসা পাচ্ছেন শামি। ভারতীয় পেসার এবার পাশে পাচ্ছেন সেই পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক মোহাম্মদ রিজওয়ানকেও।
রিজওয়ানের বিপক্ষেই ম্যাচে বেশি রান দিয়েছেন শামি। ঐতিহাসিক জয় পেতে শেষ তিন ওভারে পাকিস্তানের রান দরকার ছিল ১৭। শামির করা ১৮ তম ওভারের প্রথম তিন বলেই ১৪ রান নেন রিজওয়ান। ওই ওভারেই ১৭ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
তবে শামির এভাবে হেনস্তার শিকার হওয়াটা মানতে পারছেন না রিজওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পেসারের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশ-দেশের মানুষের জন্য একজন খেলোয়াড়কে কী পরিমাণ চাপ নিতে হয়, সংগ্রাম করতে হয়, ত্যাগ শিকার করতে হয়, সেটা কখনোই পরিমাপ করা যাবে না। মোহাম্মদ শামি একজন তারকা ও বিশ্বের সেরা একজন বোলার। দয়া করে এমন ক্রিকেটারের মর্যাদা দিতে শিখুন। ভারত-পাকিস্তান ম্যাচ কাউকে দূরে ঠেলে দেয় না বরং কাছে আনে।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। হারটা ঠিক মেনে নিতে পারছেন না ভারত সমর্থকেরা। ম্যাচে ৪ ওভারে ৪৩ রান দেওয়ায় পেসার মোহাম্মদ শামি কাঠগড়ায় তুলেছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন শামি।
পাকিস্তানের বিপক্ষে খরুচে বোলিংয়ের কারণে তার ধর্ম নিয়ে কটূক্তিও করেছেন অনেক উগ্র সমর্থক। এই সমর্থকদের অনেকে তাঁকে বলছেন ‘পাকিস্তানি’। ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে বলা হচ্ছে তাঁকে। এই অবস্থায় নিজ দেশের বর্তমান-সাবেক ক্রিকেটারদের সমর্থন-ভালোবাসা পাচ্ছেন শামি। ভারতীয় পেসার এবার পাশে পাচ্ছেন সেই পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক মোহাম্মদ রিজওয়ানকেও।
রিজওয়ানের বিপক্ষেই ম্যাচে বেশি রান দিয়েছেন শামি। ঐতিহাসিক জয় পেতে শেষ তিন ওভারে পাকিস্তানের রান দরকার ছিল ১৭। শামির করা ১৮ তম ওভারের প্রথম তিন বলেই ১৪ রান নেন রিজওয়ান। ওই ওভারেই ১৭ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
তবে শামির এভাবে হেনস্তার শিকার হওয়াটা মানতে পারছেন না রিজওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পেসারের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশ-দেশের মানুষের জন্য একজন খেলোয়াড়কে কী পরিমাণ চাপ নিতে হয়, সংগ্রাম করতে হয়, ত্যাগ শিকার করতে হয়, সেটা কখনোই পরিমাপ করা যাবে না। মোহাম্মদ শামি একজন তারকা ও বিশ্বের সেরা একজন বোলার। দয়া করে এমন ক্রিকেটারের মর্যাদা দিতে শিখুন। ভারত-পাকিস্তান ম্যাচ কাউকে দূরে ঠেলে দেয় না বরং কাছে আনে।’
কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
৫ মিনিট আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
১৭ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
৩০ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগে