ওয়ানডে অধিনায়ক
উপল বড়ুয়া, ঢাকা
মেহেদী হাসান মিরাজের স্বপ্ন পূরণ হলো অবশেষে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়ে ছিটকে যাওয়ায় শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস করলেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। বাংলাদেশও পেল একদিনের ক্রিকেটে ১৭তম অধিনায়ক।
তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ২৩তম অধিনায়ক হিসেবে মাঠে নেতৃত্ব দিলেন মিরাজ। বাংলাদেশ ওয়ানডে খেলছে ১৯৮৬ সাল থেকে। গত ৩৮ বছরে ১৭ অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। সংখ্যাটা নেহাত কমও নয়। তবে তুলনায় দক্ষিণ আফ্রিকার কম।
লম্বা নির্বাসনকাল থেকে ফিরে ১৯৯১ সাল থেকে প্রোটিয়ারা এখন পর্যন্ত পেয়েছে ১৯ ওয়ানডে অধিনায়ক। এ তালিকায় সবার ওপরে ইংলিশরা। ১৯৭১ সালের সালের ৫ জানুয়ারি, মেলবোর্নে ইতিহাসের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ঐতিহাসিক সেই ম্যাচে ইংলিশদের নেতৃত্ব দেন রে ইলিংওয়ার্থ। তিনিসহ এখন পর্যন্ত ইংল্যান্ডকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ৩৮ জন।
তবে তাদের চেয়ে ৮ অধিনায়ক কম নিয়ে এ তালিকায় চারে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে অজিদের বিপক্ষে মেলবোর্নে টস করতে নেমে পাকিস্তানের ৩১তম অধিনায়ক হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পার্থে এই সিরিজের শেষ ওয়ানডে দিয়ে অস্ট্রেলিয়া পায় ৩০তম অধিনায়ক। এ বছর টেস্ট খেলুড়ে ১২ দলের মধ্যে ৬ দল নতুন ওয়ানডে অধিনায়ক পেয়েছে ৭ জন। রিজওয়ান ছাড়াও তালিকায় আছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিস, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন, দক্ষিণ আফ্রিকার রেসি ফন ডার ডুসেন, শ্রীলঙ্কার চারিত আসালাঙ্কা ও বাংলাদেশের মিরাজ।
তাঁদের মধ্যে গত এক দশকে ওয়ানডেতে বেশি নেতৃত্ব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেছে শ্রীলঙ্কাকে। ২০১৪ থেকে এখন পর্যন্ত তাদের ১২ জন এ সংস্করণে নেতৃত্ব দিয়েছেন। সমান ১০ জন করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের। ভারত ও পাকিস্তানের সংখ্যাটা ৯। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের ৮, বাংলাদেশ ও আফগানিস্তানের ৭। ৪ জন আয়ারল্যান্ডের। গত এক দশকে ওয়ানডেতে বাংলাদেশের সপ্তম এবং এ বছরও সপ্তম অধিনায়ক মিরাজ—দেশের ক্রিকেটের জন্যও তিনি ‘লাকি সেভেন’ হয়ে উঠতে পারবেন তো!
মেহেদী হাসান মিরাজের স্বপ্ন পূরণ হলো অবশেষে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়ে ছিটকে যাওয়ায় শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে টস করলেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। বাংলাদেশও পেল একদিনের ক্রিকেটে ১৭তম অধিনায়ক।
তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের ২৩তম অধিনায়ক হিসেবে মাঠে নেতৃত্ব দিলেন মিরাজ। বাংলাদেশ ওয়ানডে খেলছে ১৯৮৬ সাল থেকে। গত ৩৮ বছরে ১৭ অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে। সংখ্যাটা নেহাত কমও নয়। তবে তুলনায় দক্ষিণ আফ্রিকার কম।
লম্বা নির্বাসনকাল থেকে ফিরে ১৯৯১ সাল থেকে প্রোটিয়ারা এখন পর্যন্ত পেয়েছে ১৯ ওয়ানডে অধিনায়ক। এ তালিকায় সবার ওপরে ইংলিশরা। ১৯৭১ সালের সালের ৫ জানুয়ারি, মেলবোর্নে ইতিহাসের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ঐতিহাসিক সেই ম্যাচে ইংলিশদের নেতৃত্ব দেন রে ইলিংওয়ার্থ। তিনিসহ এখন পর্যন্ত ইংল্যান্ডকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ৩৮ জন।
তবে তাদের চেয়ে ৮ অধিনায়ক কম নিয়ে এ তালিকায় চারে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে অজিদের বিপক্ষে মেলবোর্নে টস করতে নেমে পাকিস্তানের ৩১তম অধিনায়ক হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পার্থে এই সিরিজের শেষ ওয়ানডে দিয়ে অস্ট্রেলিয়া পায় ৩০তম অধিনায়ক। এ বছর টেস্ট খেলুড়ে ১২ দলের মধ্যে ৬ দল নতুন ওয়ানডে অধিনায়ক পেয়েছে ৭ জন। রিজওয়ান ছাড়াও তালিকায় আছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিস, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন, দক্ষিণ আফ্রিকার রেসি ফন ডার ডুসেন, শ্রীলঙ্কার চারিত আসালাঙ্কা ও বাংলাদেশের মিরাজ।
তাঁদের মধ্যে গত এক দশকে ওয়ানডেতে বেশি নেতৃত্ব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেছে শ্রীলঙ্কাকে। ২০১৪ থেকে এখন পর্যন্ত তাদের ১২ জন এ সংস্করণে নেতৃত্ব দিয়েছেন। সমান ১০ জন করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের। ভারত ও পাকিস্তানের সংখ্যাটা ৯। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের ৮, বাংলাদেশ ও আফগানিস্তানের ৭। ৪ জন আয়ারল্যান্ডের। গত এক দশকে ওয়ানডেতে বাংলাদেশের সপ্তম এবং এ বছরও সপ্তম অধিনায়ক মিরাজ—দেশের ক্রিকেটের জন্যও তিনি ‘লাকি সেভেন’ হয়ে উঠতে পারবেন তো!
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১০ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৩ ঘণ্টা আগে