ক্রীড়া ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল ব্যস্ত এখন দ্বিপক্ষীয় সিরিজ খেলতে। বাস্তবে নিজের দেশে খেলতে না পারলেও কাগজে-কলমে এই সিরিজের আয়োজক তো আফগানিস্তান। মরুর দেশে নাজমুল হোসেন শান্তদের চমৎকার আপ্যায়ন করেছে আফগানরা।
শারজায় পরশু সিরিজের প্রথম ওয়ানডের পর গতকাল আফগানিস্তান ‘অতিথি সেবা’ করেছে দেশীয় ঐতিহ্য অনুযায়ী। বাংলাদেশ দলকে কী রাজসিক আপ্যায়ন করা হয়েছে, সেটা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অফিশিয়াল ফেসবুক পেজ দেখলেই বোঝা যাবে। জাঁকজমকপূর্ণ আয়োজনে একটি হোটেলে গতকাল উপস্থিত ছিলেন বাংলাদেশ-আফগানিস্তান দুই দলের ক্রিকেটাররা। এসিবির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, শান্তর হাতে আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী কার্পেট তুলে দিয়েছেন।
মাহমুদউল্লাহ রিয়াদকে শুকনা ফল উপহার দিয়েছেন ফজলহক ফারুকি। এছাড়াও শান্ত, শাহিদী দুজনকেই কী নিয়ে যেন আঁকাআঁকি করতে দেখা গেছে। দুই অধিনায়কের হাতেই সিরিজের টাইটেল স্পনসর, ক্রিকেটারদের নাম সংবলিত ব্যানার দেখা গেছে।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ও আফগানিস্তানের প্রধান কোচ ফিল সিমন্স ও জোনাথন ট্রট। অনুষ্ঠানে দুই অধিনায়ক শান্ত, শাহিদী সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। যেখানে শান্তকে দেখা গেছে শাহিদীর কথা মনোযোগ দিয়ে শুনছেন। প্রথম ওয়ানডেতে পরাজিত অধিনায়ক শান্ত হয়তো টিপস নিচ্ছিলেন পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়। সিমন্স, ট্রটরাও কথা বলেছেন অনুষ্ঠানে। কার্পেট আদান-প্রদানের সময় দুই কোচের হাস্যোজ্জ্বল চেহারার ছবি দেখা গেছে এসিবির ফেসবুক পেজে। দুই দলের খেলোয়াড়দের টেবিলে রাজকীয় খাবারের পাশাপাশি ছিল কোমলপানীয়। রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানরা যখন এক টেবিলে ব্যস্ত, তখন তাঁদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন আফগান ক্রিকেটাররা।
প্রথম ওয়ানডেতে ৯২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তান এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ আগামীকাল নামবে আফগানদের বিপক্ষে। শারজায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হচ্ছে ম্যাচটি। ১১ নভেম্বর শেষ ওয়ানডে ভেন্যু ও শুরুর সময়ও একই। এর আগে তিনটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ জিতেছে দুই সিরিজ। এক সিরিজ জিতেছে আফগানরা।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল ব্যস্ত এখন দ্বিপক্ষীয় সিরিজ খেলতে। বাস্তবে নিজের দেশে খেলতে না পারলেও কাগজে-কলমে এই সিরিজের আয়োজক তো আফগানিস্তান। মরুর দেশে নাজমুল হোসেন শান্তদের চমৎকার আপ্যায়ন করেছে আফগানরা।
শারজায় পরশু সিরিজের প্রথম ওয়ানডের পর গতকাল আফগানিস্তান ‘অতিথি সেবা’ করেছে দেশীয় ঐতিহ্য অনুযায়ী। বাংলাদেশ দলকে কী রাজসিক আপ্যায়ন করা হয়েছে, সেটা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অফিশিয়াল ফেসবুক পেজ দেখলেই বোঝা যাবে। জাঁকজমকপূর্ণ আয়োজনে একটি হোটেলে গতকাল উপস্থিত ছিলেন বাংলাদেশ-আফগানিস্তান দুই দলের ক্রিকেটাররা। এসিবির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, শান্তর হাতে আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদী কার্পেট তুলে দিয়েছেন।
মাহমুদউল্লাহ রিয়াদকে শুকনা ফল উপহার দিয়েছেন ফজলহক ফারুকি। এছাড়াও শান্ত, শাহিদী দুজনকেই কী নিয়ে যেন আঁকাআঁকি করতে দেখা গেছে। দুই অধিনায়কের হাতেই সিরিজের টাইটেল স্পনসর, ক্রিকেটারদের নাম সংবলিত ব্যানার দেখা গেছে।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ও আফগানিস্তানের প্রধান কোচ ফিল সিমন্স ও জোনাথন ট্রট। অনুষ্ঠানে দুই অধিনায়ক শান্ত, শাহিদী সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। যেখানে শান্তকে দেখা গেছে শাহিদীর কথা মনোযোগ দিয়ে শুনছেন। প্রথম ওয়ানডেতে পরাজিত অধিনায়ক শান্ত হয়তো টিপস নিচ্ছিলেন পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়। সিমন্স, ট্রটরাও কথা বলেছেন অনুষ্ঠানে। কার্পেট আদান-প্রদানের সময় দুই কোচের হাস্যোজ্জ্বল চেহারার ছবি দেখা গেছে এসিবির ফেসবুক পেজে। দুই দলের খেলোয়াড়দের টেবিলে রাজকীয় খাবারের পাশাপাশি ছিল কোমলপানীয়। রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানরা যখন এক টেবিলে ব্যস্ত, তখন তাঁদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন আফগান ক্রিকেটাররা।
প্রথম ওয়ানডেতে ৯২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তান এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ আগামীকাল নামবে আফগানদের বিপক্ষে। শারজায় বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হচ্ছে ম্যাচটি। ১১ নভেম্বর শেষ ওয়ানডে ভেন্যু ও শুরুর সময়ও একই। এর আগে তিনটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ জিতেছে দুই সিরিজ। এক সিরিজ জিতেছে আফগানরা।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১০ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৩ ঘণ্টা আগে