ক্রীড়া ডেস্ক
পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টেও ভারতকে চোখ রাঙানি দিচ্ছে হার। নিজেদের তৈরি করা ঘূর্ণি ফাঁদে পড়েছে ভারত নিজেরাই। ১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে আজ। এরই মধ্যে সফরকারীদের লিড হলো ৩০১।
রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার সঙ্গে ওয়াশিংটন সুন্দর—তিন স্পিনার নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ঘূর্ণি মঞ্চে নেমেছিল ভারত। সাড়ে তিন বছর পর টেস্ট দলে সুযোগ পেয়ে ওয়াশিংটন দেখালেন ঝলক। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে কিউইদের থামালেন ২৫৯ রানে।
ব্যাটিংয়ে নেমে ভারত যেন আরও অসহায় হয়ে পড়ল স্পিন আক্রমণের সামনে। মিচেল স্যান্টনার-গ্লেন ফিলিপসদের জাদুতে ১৫৬ রানেই গুটিয়ে গেল তারা। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেছেন জাদেজা। জশস্বী জয়সওয়াল ও শুবমান গিল দুজনই করেছেন ব্যক্তিগত ৩০ রান। কালেভদ্রে টেস্ট খেলা স্যান্টনার নিয়েছেন ৭ উইকেট। দুটি উইকেট নিয়েছেন ফিলিপস।
১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসেও ভোগাচ্ছেন ওয়াশিংটন। ৫ উইকেটে ১৯৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে কিউইরা। এর মধ্যে ৪টি উইকেট নিয়েছেন এই স্পিনার। টম ব্লান্ডেল ৩০ ও ৯ রানে অপরাজিত আছেন ফিলিপস। তার আগে ওপেনার টম লাথাম খেলেছেন দলের গুরুত্বপূর্ণ ইনিংসটি। ১৩৩ বলে ৮৬ রান করেছেন তিনি। যদিও আক্ষেপ থাকল সেঞ্চুরির।
প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। পুনে টেস্টে প্রথম দুই ইনিংসে স্কোর ৩০০ করতে পারেনি কোনো দল। কিন্তু এরই মধ্যে কিউইদের লিড ৩০১। আগামীকাল তৃতীয় দিন এই লিড আরও বড় হবে সেটিও স্পষ্ট। সব মিলিয়ে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত যেন প্রথমবার সিরিজ হারের শঙ্কার মধ্যেই রয়েছে।
খেলা, ক্রিকেট, ভারত বনাম নিউজিল্যান্ড
পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্টেও ভারতকে চোখ রাঙানি দিচ্ছে হার। নিজেদের তৈরি করা ঘূর্ণি ফাঁদে পড়েছে ভারত নিজেরাই। ১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে আজ। এরই মধ্যে সফরকারীদের লিড হলো ৩০১।
রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার সঙ্গে ওয়াশিংটন সুন্দর—তিন স্পিনার নিয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ঘূর্ণি মঞ্চে নেমেছিল ভারত। সাড়ে তিন বছর পর টেস্ট দলে সুযোগ পেয়ে ওয়াশিংটন দেখালেন ঝলক। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে কিউইদের থামালেন ২৫৯ রানে।
ব্যাটিংয়ে নেমে ভারত যেন আরও অসহায় হয়ে পড়ল স্পিন আক্রমণের সামনে। মিচেল স্যান্টনার-গ্লেন ফিলিপসদের জাদুতে ১৫৬ রানেই গুটিয়ে গেল তারা। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেছেন জাদেজা। জশস্বী জয়সওয়াল ও শুবমান গিল দুজনই করেছেন ব্যক্তিগত ৩০ রান। কালেভদ্রে টেস্ট খেলা স্যান্টনার নিয়েছেন ৭ উইকেট। দুটি উইকেট নিয়েছেন ফিলিপস।
১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসেও ভোগাচ্ছেন ওয়াশিংটন। ৫ উইকেটে ১৯৮ রানে দ্বিতীয় দিন শেষ করেছে কিউইরা। এর মধ্যে ৪টি উইকেট নিয়েছেন এই স্পিনার। টম ব্লান্ডেল ৩০ ও ৯ রানে অপরাজিত আছেন ফিলিপস। তার আগে ওপেনার টম লাথাম খেলেছেন দলের গুরুত্বপূর্ণ ইনিংসটি। ১৩৩ বলে ৮৬ রান করেছেন তিনি। যদিও আক্ষেপ থাকল সেঞ্চুরির।
প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। পুনে টেস্টে প্রথম দুই ইনিংসে স্কোর ৩০০ করতে পারেনি কোনো দল। কিন্তু এরই মধ্যে কিউইদের লিড ৩০১। আগামীকাল তৃতীয় দিন এই লিড আরও বড় হবে সেটিও স্পষ্ট। সব মিলিয়ে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত যেন প্রথমবার সিরিজ হারের শঙ্কার মধ্যেই রয়েছে।
খেলা, ক্রিকেট, ভারত বনাম নিউজিল্যান্ড
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১১ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৪ ঘণ্টা আগে