ক্রীড়া ডেস্ক
গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ার রোগটা বহু পুরোনো। ২০২৪ সালে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বারবার। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২০১ রানে হারার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দায় দিচ্ছেন ব্যাটারদের।
৩৩৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২৩ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। এমন পরিস্থিতিতে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ৩৬ ও ৪৩ রানের দুটি জুটি হলেও সেটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। বাংলাদেশ থেমে যায় ১৩২ রানে। এই দলটি প্রথম ইনিংসে দ্বিগুণেরও বেশি রান করেছিল ঠিকই। তবে সেখানেও দেখা গেছে থিতু হয়ে উইকেট বিলিয়ে দেওয়ার মতো ঘটনা। হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। দুই ইনিংসেই খারাপ হয়েছে। সব মিলিয়ে আমাদের ভালো করতে হবে।’
তাসকিন আহমেদ তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৪.১ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট। তাতে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৫২ রানে। এর আগে প্রথম ইনিংসে উইন্ডিজের একটা পর্যায়ে স্কোর হয়েছিল ৭ উইকেটে ২৬১ রান। এমন পরিস্থিতিতে অষ্টম উইকেটে ১৪০ রানের জুটি গড়েন কিমার রোচ ও জাস্টিন গ্রিভস। যা উইন্ডিজকে ৪৫০ রান করতে অনেক অবদান রেখেছে। মিরাজ বলেন, ‘আমার মতে বোলিংটা ভালো করেছি আমরা। তাসকিন ৬ উইকেট পেয়েছে। তবে তাদের দারুণ একটা জুটি হয়েছে। সেই ১৪০ রানের জুটিটাই মনে হচ্ছে টার্নিং পয়েন্ট।’
বাংলাদেশের ওপেনারদের দ্রুত ড্রেসিংরুমে যাওয়ার ঘটনা ঘটেছে এবারও। মাহমুদুল হাসান জয় (১১) ও জাকির হাসান (১৫) ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে আউট হওয়ার পর সেখান থেকে শিক্ষা নেননি কেউই। যেখানে জাকির দ্বিতীয় ইনিংসে মেরেছেন ডাক। মুমিনুল হক প্রথম ইনিংসে ফিফটি করলেও দ্বিতীয় ইনিংসে (১১) বিদায় নিয়েছেন দ্রুত।
মিরাজ অ্যান্টিগা টেস্টে ৪ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে থিতু হয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন (৪৬ বলে ৪৫ রান)। থিতু হয়ে আউট হয়েছেন লিটনও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘পরের ম্যাচের আগে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। উন্নতি করতে হবে আমাদের। নিজেদের মধ্যে আমরা কথাবার্তা বলব। ভালো পেসার আছে। বোলিং ভালো করেছে। এই কন্ডিশনে আমাদের অনেক ভালো স্পিনারও রয়েছে।’
জ্যামাইকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ কোনো দলেরই ফাইনালে ওঠার সুযোগ নেই।
গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ার রোগটা বহু পুরোনো। ২০২৪ সালে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বারবার। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২০১ রানে হারার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দায় দিচ্ছেন ব্যাটারদের।
৩৩৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২৩ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। এমন পরিস্থিতিতে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ৩৬ ও ৪৩ রানের দুটি জুটি হলেও সেটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। বাংলাদেশ থেমে যায় ১৩২ রানে। এই দলটি প্রথম ইনিংসে দ্বিগুণেরও বেশি রান করেছিল ঠিকই। তবে সেখানেও দেখা গেছে থিতু হয়ে উইকেট বিলিয়ে দেওয়ার মতো ঘটনা। হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। দুই ইনিংসেই খারাপ হয়েছে। সব মিলিয়ে আমাদের ভালো করতে হবে।’
তাসকিন আহমেদ তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৪.১ ওভারে ৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট। তাতে উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৫২ রানে। এর আগে প্রথম ইনিংসে উইন্ডিজের একটা পর্যায়ে স্কোর হয়েছিল ৭ উইকেটে ২৬১ রান। এমন পরিস্থিতিতে অষ্টম উইকেটে ১৪০ রানের জুটি গড়েন কিমার রোচ ও জাস্টিন গ্রিভস। যা উইন্ডিজকে ৪৫০ রান করতে অনেক অবদান রেখেছে। মিরাজ বলেন, ‘আমার মতে বোলিংটা ভালো করেছি আমরা। তাসকিন ৬ উইকেট পেয়েছে। তবে তাদের দারুণ একটা জুটি হয়েছে। সেই ১৪০ রানের জুটিটাই মনে হচ্ছে টার্নিং পয়েন্ট।’
বাংলাদেশের ওপেনারদের দ্রুত ড্রেসিংরুমে যাওয়ার ঘটনা ঘটেছে এবারও। মাহমুদুল হাসান জয় (১১) ও জাকির হাসান (১৫) ব্যর্থ হয়েছেন। প্রথম ইনিংসে আউট হওয়ার পর সেখান থেকে শিক্ষা নেননি কেউই। যেখানে জাকির দ্বিতীয় ইনিংসে মেরেছেন ডাক। মুমিনুল হক প্রথম ইনিংসে ফিফটি করলেও দ্বিতীয় ইনিংসে (১১) বিদায় নিয়েছেন দ্রুত।
মিরাজ অ্যান্টিগা টেস্টে ৪ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে থিতু হয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন (৪৬ বলে ৪৫ রান)। থিতু হয়ে আউট হয়েছেন লিটনও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘পরের ম্যাচের আগে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। উন্নতি করতে হবে আমাদের। নিজেদের মধ্যে আমরা কথাবার্তা বলব। ভালো পেসার আছে। বোলিং ভালো করেছে। এই কন্ডিশনে আমাদের অনেক ভালো স্পিনারও রয়েছে।’
জ্যামাইকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ কোনো দলেরই ফাইনালে ওঠার সুযোগ নেই।
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।
৩ ঘণ্টা আগেঅ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
৫ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
৬ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের দুই ক্রিকেট বোর্ডের যুদ্ধের কারণে মারাত্মক জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। স্বয়ং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) স্পষ্ট করে কিছু বলেনি এখন পর্যন্ত। ‘কোমা’য় থাকা এই টুর্নামেন্টের সমস্যা এবার দূর হবে বলে আশা করা যাচ্ছে।
৬ ঘণ্টা আগে