চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কবে সব খোলাসা করছে আইসিসি

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ২০: ১৪
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। ছবি: এএফপি

ভারত ও পাকিস্তানের দুই ক্রিকেট বোর্ডের যুদ্ধের কারণে মারাত্মক জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। স্বয়ং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) স্পষ্ট করে কিছু বলেনি এখন পর্যন্ত। ‘কোমা’য় থাকা এই টুর্নামেন্টের সমস্যা এবার দূর হবে বলে আশা করা যাচ্ছে।

২৯ নভেম্বর একটি বোর্ড সভা ডেকেছে আইসিসি। ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি কোথায় এবং কীভাবে হবে সেই ব্যাপারে উত্তর মিলতে পারে। কারণ, পাকিস্তান আয়োজক হলেও ভারতীয় ক্রিকেট দল সেখানে (পাকিস্তান) টুর্নামেন্টটি খেলতে যেতে চাচ্ছে না। পাকিস্তানও তাদের জায়গা থেকে এক চুল ছাড় দিতে নারাজ। সেক্ষেত্রে বহুল আলোচিত হাইব্রিড মডেলে হতে পারে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত তাদের ম্যাচগুলো অন্য কোন দেশে খেলবে, সেটা বোর্ডের সদস্যদের ভোটের ভিত্তিতে ঠিক হবে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকইনফো জানতে পেরেছে, এই সভা হবে ভার্চুয়াল এবং আইসিসি বোর্ড একমত হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ কয়েক মাস আগেই চ্যাম্পিয়নস ট্রফির সূচি ফাঁস গেছে। টেলিগ্রাফের সূচি অনুসারে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। এ বছরের ১১ নভেম্বর লাহোরে এক অনুষ্ঠানে টুর্নামেন্টের সূচি ঘোষণার কথা থাকলেও অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেছে আইসিসি। কারণ, সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল যাবে না বলে আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছিল। পাকিস্তানও চুপ করে বসে থাকেনি। ভারতীয় দল কেন পাকিস্তানে যাবে না-এটা জানতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি ১৬ নভেম্বর প্রকাশ করেছিল চ্যাম্পিয়নস ট্রফির সফরসূচি। পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদ থেকেই সেদিন শুরু হয়েছিল ট্রফির যাত্রা। ১৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে ঘুরেছে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে করাচিতে ছিল ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশে ১০ ডিসেম্বর আসবে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ট্রফিটি এখানে (বাংলাদেশ) থাকবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান-এই দলগুলো খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত