ক্রীড়া ডেস্ক
পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উল্টো সেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশেরও। লাল বলের হতাশা দূর করার দারুণ সুযোগ ছিল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। কিন্তু সেখানেও ব্যর্থ হলো তারা। ২-১ ব্যবধানে সিরিজ হেরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৮ থেকে ৯ নম্বরে চলে গেছে বাংলাদেশ।
বাংলাদেশকে সিরিজ হারিয়ে আফগানিস্তান এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। বাংলাদেশ দলের সাবেক নির্বাচক ও বিসিবি নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন অবশ্য আফগানদের কাছে হারের পরও শান্ত-মিরাজদের খেলার প্রশংসা করলেন।
হাবিবুল বাশারের মতে, আফগান সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং ছিল। সে বিবেচনায় প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে তারা। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সিরিজটা কিন্তু আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। অবশ্যই এই মাঠে খেলে আফগানিস্তান খুব অভ্যস্ত, তাদের হোম গ্রাউন্ড। আরও সিরিজ খেলেছে তারা এখানে। আমাদের বড় সমস্যা হয়ে গেছে বেশ কয়েকটি চোট। আমরা তাসকিনকে মিস করেছি, মুশফিককে মিস করেছি, অধিনায়ক শান্তকে মিস করেছি।’
শারজায় কন্ডিশনে উইকেটে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। কিন্তু মাঝের ওভারে যদি মিরাজ-নাসুমরা উইকেট নিতে পারতেন, তাহলে শেষ ওয়ানডের ফলও ভিন্ন হতো মনে করেন হাবিবুল বাশার। তিনি বললেন, ‘ব্যাটিংটা আমাদের ভালোই হয়েছে এমন কন্ডিশনে। আমাদের এ রকই আশা ছিল। কিন্তু বোলিংয়ে, এখানে স্পিন ট্রাক, স্পিনাররা খুব ভালো বোলিং করেছেন। তবে মাঝখানে যদি ওরা বেশি উইকেট নিতে পারতেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তারপরও ভালো, চ্যালেঞ্জিং সিরিজ; কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে।’
আফগানিস্তানের ব্যাটিং পরিকল্পনার প্রশংসা করে হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয়, প্রথম ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচ বাংলাদেশ ভালোই খেলেছে। তিনটা ম্যাচেই বাংলাদেশের জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথম ম্যাচটা বরং বেশি সুযোগ তৈরি হয়েছিল। গত ম্যাচটা আফগানরা খুব ভালো খেলেছে। পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেছে। আমাদের স্পিনারদের কোনো সুযোগ দেয়নি। ওরা জানত এখনে ফাস্ট বোলাররা বেশি সুবিধা পাবে না। তাদের ব্যাটিং পরিকল্পনা খুব ভালো ছিল।’
হাবিবুল বাশার বললেন প্রত্যাশার চেয়ে আফগান সিরিজে ভালো খেলেছে বাংলাদেশ দল, ‘এই সিরিজ খেলার আগে অনেকেই বলেছিল, বাংলাদেশ দাঁড়াতেই পারবে না। আফগানিস্তানের খুব ভালো দল। আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে। ভালো খেলা মানে, সিরিজ জেতা। সেটা আমরা করতে পারিনি। সবাই যা আশা করেছিল, তার চেয়ে বাংলাদেশ মোটামুটি ভালো খেলেছে।’
পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উল্টো সেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশেরও। লাল বলের হতাশা দূর করার দারুণ সুযোগ ছিল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। কিন্তু সেখানেও ব্যর্থ হলো তারা। ২-১ ব্যবধানে সিরিজ হেরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৮ থেকে ৯ নম্বরে চলে গেছে বাংলাদেশ।
বাংলাদেশকে সিরিজ হারিয়ে আফগানিস্তান এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। বাংলাদেশ দলের সাবেক নির্বাচক ও বিসিবি নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন অবশ্য আফগানদের কাছে হারের পরও শান্ত-মিরাজদের খেলার প্রশংসা করলেন।
হাবিবুল বাশারের মতে, আফগান সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং ছিল। সে বিবেচনায় প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে তারা। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সিরিজটা কিন্তু আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। অবশ্যই এই মাঠে খেলে আফগানিস্তান খুব অভ্যস্ত, তাদের হোম গ্রাউন্ড। আরও সিরিজ খেলেছে তারা এখানে। আমাদের বড় সমস্যা হয়ে গেছে বেশ কয়েকটি চোট। আমরা তাসকিনকে মিস করেছি, মুশফিককে মিস করেছি, অধিনায়ক শান্তকে মিস করেছি।’
শারজায় কন্ডিশনে উইকেটে স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। কিন্তু মাঝের ওভারে যদি মিরাজ-নাসুমরা উইকেট নিতে পারতেন, তাহলে শেষ ওয়ানডের ফলও ভিন্ন হতো মনে করেন হাবিবুল বাশার। তিনি বললেন, ‘ব্যাটিংটা আমাদের ভালোই হয়েছে এমন কন্ডিশনে। আমাদের এ রকই আশা ছিল। কিন্তু বোলিংয়ে, এখানে স্পিন ট্রাক, স্পিনাররা খুব ভালো বোলিং করেছেন। তবে মাঝখানে যদি ওরা বেশি উইকেট নিতে পারতেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তারপরও ভালো, চ্যালেঞ্জিং সিরিজ; কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে।’
আফগানিস্তানের ব্যাটিং পরিকল্পনার প্রশংসা করে হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয়, প্রথম ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচ বাংলাদেশ ভালোই খেলেছে। তিনটা ম্যাচেই বাংলাদেশের জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথম ম্যাচটা বরং বেশি সুযোগ তৈরি হয়েছিল। গত ম্যাচটা আফগানরা খুব ভালো খেলেছে। পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করেছে। আমাদের স্পিনারদের কোনো সুযোগ দেয়নি। ওরা জানত এখনে ফাস্ট বোলাররা বেশি সুবিধা পাবে না। তাদের ব্যাটিং পরিকল্পনা খুব ভালো ছিল।’
হাবিবুল বাশার বললেন প্রত্যাশার চেয়ে আফগান সিরিজে ভালো খেলেছে বাংলাদেশ দল, ‘এই সিরিজ খেলার আগে অনেকেই বলেছিল, বাংলাদেশ দাঁড়াতেই পারবে না। আফগানিস্তানের খুব ভালো দল। আমার কাছে মনে হয় বাংলাদেশ খুব ভালো খেলেছে। ভালো খেলা মানে, সিরিজ জেতা। সেটা আমরা করতে পারিনি। সবাই যা আশা করেছিল, তার চেয়ে বাংলাদেশ মোটামুটি ভালো খেলেছে।’
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১০ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৩ ঘণ্টা আগে